ETV Bharat / bharat

Road Accident: রাজস্থানে পথ দুর্ঘটনায় 8 জনের মৃত্যু, আহত তিন - রাজস্থানে পথ দুর্ঘটনায় নজনের মৃত্যু

রাজস্থানের জয়পুর জেলার ডুডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে । এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

nine death in Rajasthan road accident
রাজস্থানে পথ দুর্ঘটনায় ন'জনের মৃত্যু
author img

By

Published : May 4, 2023, 3:23 PM IST

Updated : May 4, 2023, 6:56 PM IST

জয়পুর, 4 মে: মর্মান্তিক পথ দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে । ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন । বৃহস্পতিবার রাজস্থানের জয়পুর জেলার ডুডুতে 8 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ 8 জনের মৃত্যু হওয়ায় ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ডুডু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ ভগ্নপ্রায় গাড়ি থেকে নিহতদের দেহগুলি উদ্ধার করা হয় ।

বর্তমানে দেহগুলিকে ডুডু সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । যেখানে ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে । ডুডু থানার এএসপি দীনেশ শর্মা জানিয়েছেন, জাতীয় সড়ক 8-এর ডুডুর রামনগর গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে । যেখানে টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রিণ হারিয়ে একটি ট্যাঙ্কার পাশ থেকে যাওয়া চারচাকা গাড়ির ওপর উলটে যায় । পাশাপাশি একটি বাইকও ট্যাঙ্কারের নীচে চলে আসে । এই দুর্ঘটনায় চারচাকা গাড়ির আরোহী-সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে ।

ভয়াবহ দুর্ঘটনাটির জেরে ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের দেহ সেখানে আটকে যায় । এমন পরিস্থিতিতে দেহ সরাতে হিমশিম খেতে হয় পুলিশকে । স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দেহগুলিকে শেষমেষ উদ্ধার করে । দুর্ঘটনার পর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় । এর ফলে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় । পুলিশ ক্রেনের সাহায্যে রাস্তা থেকে আটকে পড়া গাড়িটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়ির আরোহীরা ডুডুর কাছে ফাগি গ্রামের বাসিন্দা ৷ গাড়ির আরোহীরা তীর্থযাত্রার জন্য ফাগি থেকে আজমীর যাচ্ছিল । পুলিশ জানায়, দুর্ঘটনায় চার পুরুষ, দুই মহিলা ও তিন শিশু মারা গিয়েছে । এর মধ্যে হাসিনা, ইসরাইল, মুরাদ, রোহিনা, শাকিল ও সোনুকে শনাক্ত করা হয়েছে ।

আরও পড়ুন: কিস্তওয়ারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, জখম পাইলট-সহ 4

জয়পুর, 4 মে: মর্মান্তিক পথ দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে । ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন । বৃহস্পতিবার রাজস্থানের জয়পুর জেলার ডুডুতে 8 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ 8 জনের মৃত্যু হওয়ায় ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ডুডু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ ভগ্নপ্রায় গাড়ি থেকে নিহতদের দেহগুলি উদ্ধার করা হয় ।

বর্তমানে দেহগুলিকে ডুডু সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । যেখানে ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে । ডুডু থানার এএসপি দীনেশ শর্মা জানিয়েছেন, জাতীয় সড়ক 8-এর ডুডুর রামনগর গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে । যেখানে টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রিণ হারিয়ে একটি ট্যাঙ্কার পাশ থেকে যাওয়া চারচাকা গাড়ির ওপর উলটে যায় । পাশাপাশি একটি বাইকও ট্যাঙ্কারের নীচে চলে আসে । এই দুর্ঘটনায় চারচাকা গাড়ির আরোহী-সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে ।

ভয়াবহ দুর্ঘটনাটির জেরে ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের দেহ সেখানে আটকে যায় । এমন পরিস্থিতিতে দেহ সরাতে হিমশিম খেতে হয় পুলিশকে । স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দেহগুলিকে শেষমেষ উদ্ধার করে । দুর্ঘটনার পর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় । এর ফলে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় । পুলিশ ক্রেনের সাহায্যে রাস্তা থেকে আটকে পড়া গাড়িটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়ির আরোহীরা ডুডুর কাছে ফাগি গ্রামের বাসিন্দা ৷ গাড়ির আরোহীরা তীর্থযাত্রার জন্য ফাগি থেকে আজমীর যাচ্ছিল । পুলিশ জানায়, দুর্ঘটনায় চার পুরুষ, দুই মহিলা ও তিন শিশু মারা গিয়েছে । এর মধ্যে হাসিনা, ইসরাইল, মুরাদ, রোহিনা, শাকিল ও সোনুকে শনাক্ত করা হয়েছে ।

আরও পড়ুন: কিস্তওয়ারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, জখম পাইলট-সহ 4

Last Updated : May 4, 2023, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.