ETV Bharat / bharat

Truck Overturned in River: নদীতে ট্রাক উলটে কমপক্ষে 12 জনের মৃত্যু, আহত বহু - দাতিয়ায় ট্রাক উলটে পড়ে গেল নদীতে

দাতিয়ার বুহারা নদীতে উলটে গেল মিনি ট্রাক । দুর্ঘটনায় 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আহত হয়েছেন অনেকে ৷

road accident
মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় একাধিক মৃত্যু
author img

By

Published : Jun 28, 2023, 10:16 AM IST

Updated : Jun 28, 2023, 12:43 PM IST

দাতিয়া (মধ্যপ্রদেশ), 28 জুন: মধ্যপ্রদেশের দাতিয়ায় ট্রাক উলটে পড়ে গেল নদীতে ৷ ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 36 জনের বেশি বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দুরসাদা থানা এলাকায় বুহারা নদীতে ৷ সেখানে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে যায় বলে খবর । ঘটনার খবর পেয়ে দাতিয়ার পুলিশ সুপার প্রদীপ শর্মাও ঘটনাস্থলে পৌঁছেছেন ।

পথ দুর্ঘটনায় মৃত্যু: জানা গিয়েছে, একটি মিনি ট্রাকে করে আরোহীরা গোয়ালিয়রের বিলহেটি গ্রাম থেকে টিকমগড় জেলার জাটারা যাচ্ছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে । সে সময় বুহারা গ্রামের কাছে নির্মীয়মান সেতুর ওপর থেকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে যায় । দুর্ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ-প্রশাসন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদেহগুলিও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ তারপরেই সেইগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

চলছে উদ্ধার কাজ: দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । দুর্ঘটনার পরপরই তিনি পুলিশ ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত উদ্ধার কাজ করার নির্দেশ দেন । নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । নরোত্তম মিশ্র বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক । এরা ছিল খটিক সম্প্রদায়ের মানুষ ৷ তারা গোয়ালিয়র জেলার বাসিন্দা । তারা একটি আইসার ট্রাকে টিকমগড় জেলার জাটারায় যাচ্ছিলেন ।"

মৃতদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা: দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ৷ মৃতদের পরিবারগুলিকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি । দাতিয়ার কালেক্টর এডিএম-এর সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন । প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ট্রাকে 50 জনের বেশি লোক ছিল ৷

দাতিয়ার এসপি প্রদীপ শর্মা জানিয়েছেন, একটি মিনি ট্রাক দুর্ঘটনায় পড়েছে । নিহত পাঁচজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে । যারা মারা গিয়েছেন তাদের মধ্যে রয়েছে 3 বছর বয়সি গুঞ্জন, 2 বছরের কৌরব, 3 বছর বয়ি ইশু এবং 18 বছর বয়সি যুবক প্রশান্ত এবং 65 বছর বয়সি পাঁচো বাই । সকলে একই পরিবারের সদস্য নয় । বেশিরভাগই লোকেরা একে অপরকে চেনে না । সে কারণে এখনও উদ্ধার অভিযান চলছে ।

দাতিয়া (মধ্যপ্রদেশ), 28 জুন: মধ্যপ্রদেশের দাতিয়ায় ট্রাক উলটে পড়ে গেল নদীতে ৷ ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 36 জনের বেশি বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দুরসাদা থানা এলাকায় বুহারা নদীতে ৷ সেখানে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে যায় বলে খবর । ঘটনার খবর পেয়ে দাতিয়ার পুলিশ সুপার প্রদীপ শর্মাও ঘটনাস্থলে পৌঁছেছেন ।

পথ দুর্ঘটনায় মৃত্যু: জানা গিয়েছে, একটি মিনি ট্রাকে করে আরোহীরা গোয়ালিয়রের বিলহেটি গ্রাম থেকে টিকমগড় জেলার জাটারা যাচ্ছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে । সে সময় বুহারা গ্রামের কাছে নির্মীয়মান সেতুর ওপর থেকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে যায় । দুর্ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ-প্রশাসন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদেহগুলিও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ তারপরেই সেইগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

চলছে উদ্ধার কাজ: দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । দুর্ঘটনার পরপরই তিনি পুলিশ ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত উদ্ধার কাজ করার নির্দেশ দেন । নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । নরোত্তম মিশ্র বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক । এরা ছিল খটিক সম্প্রদায়ের মানুষ ৷ তারা গোয়ালিয়র জেলার বাসিন্দা । তারা একটি আইসার ট্রাকে টিকমগড় জেলার জাটারায় যাচ্ছিলেন ।"

মৃতদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা: দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ৷ মৃতদের পরিবারগুলিকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি । দাতিয়ার কালেক্টর এডিএম-এর সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন । প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ট্রাকে 50 জনের বেশি লোক ছিল ৷

দাতিয়ার এসপি প্রদীপ শর্মা জানিয়েছেন, একটি মিনি ট্রাক দুর্ঘটনায় পড়েছে । নিহত পাঁচজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে । যারা মারা গিয়েছেন তাদের মধ্যে রয়েছে 3 বছর বয়সি গুঞ্জন, 2 বছরের কৌরব, 3 বছর বয়ি ইশু এবং 18 বছর বয়সি যুবক প্রশান্ত এবং 65 বছর বয়সি পাঁচো বাই । সকলে একই পরিবারের সদস্য নয় । বেশিরভাগই লোকেরা একে অপরকে চেনে না । সে কারণে এখনও উদ্ধার অভিযান চলছে ।

Last Updated : Jun 28, 2023, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.