ETV Bharat / bharat

Explosion at Cracker Godown: তামিলনাড়ুতে বাজির গুদামে বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু, আহত একাধিক - Cracker Godown

An Explosion at Cracker Godown in Tamil Nadu: তামিলনাড়ুতে বাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় আরও অনেকে আহত বলে জানা গিয়েছে ৷ কীভাবে এই বিস্ফোরণ হল ? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Explosion at Cracker Godown
তামিলনাড়ুতে বাজির গুদামে বিস্ফোরণে
author img

By

Published : Jul 29, 2023, 1:28 PM IST

Updated : Jul 29, 2023, 2:25 PM IST

কৃষ্ণগিরি (তামিলনাড়ু), 29 জুলাই: বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের জেরে অন্তত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 20 জন । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি একাধিক ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার পালায়াপেত্তাই গ্রামে ৷ সেখানে একটি বাজির গুদামে শনিবার সকালে আচমকাই বিস্ফোরণ হয় বলে অভিযোগ ৷ ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বিস্ফোরণের জেরে আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৷ কীভাবে এই বিস্ফোরণ হল ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আজ সকালে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার পালায়াপেত্তাই গ্রাম ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ৷ বিস্ফোরণের আকস্মিকতা কাটতেই দেখা যায়, ওই এলাকায় থাকা একটি বাজির গুদামের ভিতরে আগুন জ্বলছে ও সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, গুদামের ভিতরে থাকা কর্মীদের দেহ প্রায় 200 মিটার দূরে ছিটকে যায় ৷ খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছয় আগুন নেভানোর জন্য ৷ ঘটনাস্থলে থাকা কয়েকটি বাইক সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে ৷ তিনটি আর্থ মুভার সেখানে আনা হয় ধ্বংসস্তূপ সরানোর জন্য ৷

আরও পড়ুন: ছত্তিশগড়ের সিমেন্ট প্লান্টে সিলিন্ডার বিস্ফোরণে মৃত 3 শ্রমিক, জখম 2

জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় বাজির গুদামের মালিক রবি (45) ও তাঁর স্ত্রী জয়শ্রী (40)-র মৃত্যু হয়েছে ৷ বাকি মৃতেরা হলেন, ঋতিকা (17), রীতেশ (15), ইব্রা (22), সীমরণ (20) সারাসু (50) এবং রাজেশ্বরী (50) ৷ কীভাবে গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটল, সেই নিয়ে তদন্ত চলছে । কারোর গাফিলতিতে না কি গুদামে রাখা কোনও বস্তু থেকে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে ।

কৃষ্ণগিরি (তামিলনাড়ু), 29 জুলাই: বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের জেরে অন্তত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 20 জন । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি একাধিক ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার পালায়াপেত্তাই গ্রামে ৷ সেখানে একটি বাজির গুদামে শনিবার সকালে আচমকাই বিস্ফোরণ হয় বলে অভিযোগ ৷ ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বিস্ফোরণের জেরে আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৷ কীভাবে এই বিস্ফোরণ হল ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আজ সকালে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার পালায়াপেত্তাই গ্রাম ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ৷ বিস্ফোরণের আকস্মিকতা কাটতেই দেখা যায়, ওই এলাকায় থাকা একটি বাজির গুদামের ভিতরে আগুন জ্বলছে ও সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, গুদামের ভিতরে থাকা কর্মীদের দেহ প্রায় 200 মিটার দূরে ছিটকে যায় ৷ খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছয় আগুন নেভানোর জন্য ৷ ঘটনাস্থলে থাকা কয়েকটি বাইক সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে ৷ তিনটি আর্থ মুভার সেখানে আনা হয় ধ্বংসস্তূপ সরানোর জন্য ৷

আরও পড়ুন: ছত্তিশগড়ের সিমেন্ট প্লান্টে সিলিন্ডার বিস্ফোরণে মৃত 3 শ্রমিক, জখম 2

জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় বাজির গুদামের মালিক রবি (45) ও তাঁর স্ত্রী জয়শ্রী (40)-র মৃত্যু হয়েছে ৷ বাকি মৃতেরা হলেন, ঋতিকা (17), রীতেশ (15), ইব্রা (22), সীমরণ (20) সারাসু (50) এবং রাজেশ্বরী (50) ৷ কীভাবে গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটল, সেই নিয়ে তদন্ত চলছে । কারোর গাফিলতিতে না কি গুদামে রাখা কোনও বস্তু থেকে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Jul 29, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.