ETV Bharat / bharat

Rajasthan Road Accident: রাজস্থানে পৃথক দুই পথ দুর্ঘটনায় জওয়ান-সহ 8 জনের মৃত্যু - সীমা সুরক্ষা বল

রাজস্থানের দুই জেলায় দুটি বড় পথ দুর্ঘটনা ঘটে শনিবার ৷ একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান ৷ অপর দুর্ঘটনায় একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat
উলটে যাওয়া সেনা ট্রাক
author img

By

Published : Aug 12, 2023, 11:03 PM IST

জয়পুর, 12 অগস্ট: শনিবার রাজস্থানের দুই প্রান্তে পৃথক দু'টি পথ দুর্ঘটনায় এক সেনা জওয়ান-সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে ৷ জয়সলমেরে সেনার ট্রাক দুর্ঘটনায় সীমা সুরক্ষা বলের এক জওয়ান প্রাণ হারিয়েছেন ৷ অন্যদিকে, নতুন জেলা দিদওয়ানা-কুচামান জেলায় পথ দুর্ঘটনায় একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে ৷

এদিন জয়সলমেরে সীমা সুরক্ষা বলের একটি ট্রাক পালটি খেয়ে রাস্তায় উলটে যায় ৷ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয় ৷ আহত হন ওই ট্রাকে থাকা অপর 13 জন জওয়ান ৷ আহতদের চিকিৎসা চলছে জয়সলমেরের এক হাসপাতালে ৷ ওই ট্রাকে সীমা সুরক্ষা বলের 149 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাকটি ৷ ঘটনার খবর পাওয়ার পরেই হাসপাতালে আহত জওয়ানদের দেখতে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা ৷

আরও পড়ুন: চিতাবাঘের আক্রমণে 6 বছরের শিশুর মৃত্যু, দেহ মিলল জঙ্গলে

অপর দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের নবগঠিত জেলা দিদওয়ানা-কুচামান জেলায় ৷ এখানে যাত্রী বোঝাই একটি ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে 7 জন প্রাণ হারান ৷ মৃতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ ঘটনায় আহত হয়েছেন 2 জন ৷ জেলার ডিএসপি ধর্মচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, এই দুর্ঘটনাটি ঘটে খুনখুনা পুলিশ স্টেশনের অন্তর্গত বানথরি গ্রামের কাছে ৷ আহতদের প্রথমে জেলার বাঙ্গর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁদের জয়পুরের হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত ও আহতরা সকলেই সিকার থেকে নাগৌরে যাচ্ছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে, সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷

জয়পুর, 12 অগস্ট: শনিবার রাজস্থানের দুই প্রান্তে পৃথক দু'টি পথ দুর্ঘটনায় এক সেনা জওয়ান-সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে ৷ জয়সলমেরে সেনার ট্রাক দুর্ঘটনায় সীমা সুরক্ষা বলের এক জওয়ান প্রাণ হারিয়েছেন ৷ অন্যদিকে, নতুন জেলা দিদওয়ানা-কুচামান জেলায় পথ দুর্ঘটনায় একই পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে ৷

এদিন জয়সলমেরে সীমা সুরক্ষা বলের একটি ট্রাক পালটি খেয়ে রাস্তায় উলটে যায় ৷ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয় ৷ আহত হন ওই ট্রাকে থাকা অপর 13 জন জওয়ান ৷ আহতদের চিকিৎসা চলছে জয়সলমেরের এক হাসপাতালে ৷ ওই ট্রাকে সীমা সুরক্ষা বলের 149 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাকটি ৷ ঘটনার খবর পাওয়ার পরেই হাসপাতালে আহত জওয়ানদের দেখতে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা ৷

আরও পড়ুন: চিতাবাঘের আক্রমণে 6 বছরের শিশুর মৃত্যু, দেহ মিলল জঙ্গলে

অপর দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের নবগঠিত জেলা দিদওয়ানা-কুচামান জেলায় ৷ এখানে যাত্রী বোঝাই একটি ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে 7 জন প্রাণ হারান ৷ মৃতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ ঘটনায় আহত হয়েছেন 2 জন ৷ জেলার ডিএসপি ধর্মচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, এই দুর্ঘটনাটি ঘটে খুনখুনা পুলিশ স্টেশনের অন্তর্গত বানথরি গ্রামের কাছে ৷ আহতদের প্রথমে জেলার বাঙ্গর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁদের জয়পুরের হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত ও আহতরা সকলেই সিকার থেকে নাগৌরে যাচ্ছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে, সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷ এই দুর্ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.