ETV Bharat / bharat

Himachal Monsoon Disaster: প্রবল বর্ষণে হিমাচলে মৃত 6, একাধিক জায়গায় ধসের জেরে বন্ধ রাস্তা - হিমাচলে হড়পা বান

তিন দিন ধরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশে ৷ ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে একাধিক জাতীয় সড়ক ৷ হয়েছে হড়পা বানও ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Jun 26, 2023, 4:31 PM IST

শিমলা, 26 জুন: বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশ ৷ হড়পা বানের পাশাপাশি ধসও নেমেছে বেশ কিছু পাহাড়ি এলাকায় ৷ এই প্রাকৃতিক দুর্যোগে এই পাহাড়ি রাজ্যে এখনও পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত হয়েছেন 10 জন ৷

হিমাচলের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি ওঙ্কার চাঁদ শর্মা জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর মিলেছে, 10 জন আহত ৷ এই প্রাকৃতিক বিপর্যয়ে তিনশোরও বেশি গবাদি পশু ও অন্যান্য প্রাণীও মারা গিয়েছে ৷ সম্পূর্ণ রিপোর্ট পেতে কিছুটা সময় লাগবে ৷

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় 3 কোটি টাকার ক্ষতি হয়েছে, জাতীয় সড়ক-সহ প্রায় 124টি ছোটবড় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ প্রবল বর্ষণের জেরে সোমবার সকাল থেকেই প্রবল যানজট সৃষ্টি হয় মান্ডির কাছে 7 মাইল এলাকায় চণ্ডীগড়-মানালি হাইওয়েতে ৷ কয়েক কিলোমিটার দীর্ঘ এই যানজটে বহু গাড়ি ও পর্যটক আটকে পড়েছেন ৷ প্রায় শামুক গতিতে চলছে গাড়ি ৷ ক্ষতি হয়েছে মান্ডি-পান্ধো জাতীয় সড়কের ৷

রবিবার থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে হিমাচল প্রদেশের একাধিক জেলায় ৷ সতর্কতা হিসেবে প্রশাসনের তরফে বন্ধ রাখা হয়েছে মান্ডি-কুলু জাতীয় সড়ক ৷ বন্ধ মান্ডি-যোগিন্দর নগর জাতীয় সড়কও ৷ জানা গিয়েছে, মান্ডি জেলার বাগিপুল এলাকায় হড়পা বানে স্থানীয় ও পর্যটক-সহ প্রায় 200 জন আটকে পড়েছিলেন, তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ৷ গত 3 দিন ধরে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এই পাহাড়ি রাজ্যে ৷ প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট সবপক্ষকে প্রশাসনের তরফে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি ওঙ্কার চাঁদ শর্মা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রশাসনের তরফে দেওয়া নির্দেশিকা মেনে চলার ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 151টি দলকে কাজে নামানো হয়েছে ৷ 6টি জল প্রকল্পে পানীয় জলের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

শিমলা, 26 জুন: বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশ ৷ হড়পা বানের পাশাপাশি ধসও নেমেছে বেশ কিছু পাহাড়ি এলাকায় ৷ এই প্রাকৃতিক দুর্যোগে এই পাহাড়ি রাজ্যে এখনও পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত হয়েছেন 10 জন ৷

হিমাচলের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি ওঙ্কার চাঁদ শর্মা জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর মিলেছে, 10 জন আহত ৷ এই প্রাকৃতিক বিপর্যয়ে তিনশোরও বেশি গবাদি পশু ও অন্যান্য প্রাণীও মারা গিয়েছে ৷ সম্পূর্ণ রিপোর্ট পেতে কিছুটা সময় লাগবে ৷

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় 3 কোটি টাকার ক্ষতি হয়েছে, জাতীয় সড়ক-সহ প্রায় 124টি ছোটবড় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ প্রবল বর্ষণের জেরে সোমবার সকাল থেকেই প্রবল যানজট সৃষ্টি হয় মান্ডির কাছে 7 মাইল এলাকায় চণ্ডীগড়-মানালি হাইওয়েতে ৷ কয়েক কিলোমিটার দীর্ঘ এই যানজটে বহু গাড়ি ও পর্যটক আটকে পড়েছেন ৷ প্রায় শামুক গতিতে চলছে গাড়ি ৷ ক্ষতি হয়েছে মান্ডি-পান্ধো জাতীয় সড়কের ৷

রবিবার থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে হিমাচল প্রদেশের একাধিক জেলায় ৷ সতর্কতা হিসেবে প্রশাসনের তরফে বন্ধ রাখা হয়েছে মান্ডি-কুলু জাতীয় সড়ক ৷ বন্ধ মান্ডি-যোগিন্দর নগর জাতীয় সড়কও ৷ জানা গিয়েছে, মান্ডি জেলার বাগিপুল এলাকায় হড়পা বানে স্থানীয় ও পর্যটক-সহ প্রায় 200 জন আটকে পড়েছিলেন, তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ৷ গত 3 দিন ধরে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে এই পাহাড়ি রাজ্যে ৷ প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট সবপক্ষকে প্রশাসনের তরফে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি ওঙ্কার চাঁদ শর্মা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রশাসনের তরফে দেওয়া নির্দেশিকা মেনে চলার ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 151টি দলকে কাজে নামানো হয়েছে ৷ 6টি জল প্রকল্পে পানীয় জলের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.