ETV Bharat / bharat

উন্নাওয়ে গঙ্গায় ভাসছে সারি সারি দেহ, অস্বীকার জেলা প্রশাসনের - কোভিড-19

করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবা পড়েছে এই গ্রামেও ৷ আতঙ্কে বিনিদ্র দিন কাটছে গ্রামবাসীদের ৷ গ্রামবাসীদের কথায় গঙ্গার জলের স্তর বৃদ্ধি পাওয়ায় যে সব রোগীদের দেহ বালিতে কবর দেওয়া হয়েছিল সেগুলি জলের তোড়ে গঙ্গায় ভেসে গিয়েছে ৷

উন্নাওয়ের গঙ্গায় ভাসছে সারি সারি দেহ, অস্বীকার জেলা প্রশাসনের
উন্নাওয়ের গঙ্গায় ভাসছে সারি সারি দেহ, অস্বীকার জেলা প্রশাসনের
author img

By

Published : May 31, 2021, 1:22 PM IST

উন্নাও (উত্তরপ্রদেশ), 31 মে : গঙ্গায় ভাসছে সারি সারি মৃতদেহ ৷ এমনই ভয়ানক দৃশ্যের সাক্ষী রইল উত্তরপ্রদেশের উন্নাওয়ের গ্রামবাসীরা ৷ তাদের অনুমান ওই দেহ কোভিড-19 এ মৃত রোগীদের ৷ তাঁদের কথায় করোনায় যেসব মৃত ব্যক্তিদের দেহ বালিতে কবর দেওয়া হয়েছিল সেগুলিই কোনও ভাবে গঙ্গায় ভেসে গিয়েছে ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবা পড়েছে এই গ্রামেও ৷ আতঙ্কে বিনিদ্র দিন কাটছে গ্রামবাসীদের ৷ গ্রামবাসীদের কথায় গঙ্গার জলের স্তর বৃদ্ধি পাওয়ায় যে সব রোগীদের দেহ বালিতে কবর দেওয়া হয়েছিল সেগুলি জলের তোড়ে গঙ্গায় ভেসে গিয়েছে ৷

প্রমাণ স্বরূপ গঙ্গায় দেহ ভেসে বেড়ানোর ভিডিয়ো থাকলেও উন্নাওয়ের জেলা প্রশাসন এই ঘটনা অস্বীকার করেছে ৷ উন্নাওয়ের বিঘাপুর তহশিলের মহকুমা ম্যাজিস্ট্রেট দয়া শংকর পাঠক বলেন, "আমি নদী পরিদর্শন করে এসেছি ৷ সেখানে কোনও দেহ ভাসতে দেখিনি ৷"

উন্নাওয়ের গঙ্গায় ভাসছে সারি সারি দেহ

আরও পড়ুন : প্রায় দেড় লাখে নামল দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

দীর্ঘদিন ধরেই করোনা রোগীর দেহ সৎকার কিংবা কবর দেওয়া নিয়ে নানা অভিযোগ উঠে আসছে ৷ কিছুদিন আগেই খবর মিলেছিল, গঙ্গার তিরে বক্সার ঘাট এলাকায় করোনা রোগীর দেহ কবর দেওয়া হচ্ছে ৷ গতকাল একটি ভিডিয়ো ভাইরাল হয় যাতে দেখা গিয়েছিল উত্তর প্রদেশ এবম বিহারে অমানবিক ভাবে করোনা রোগীর দেহ গঙ্গার জলে ছুঁড়ে ফেলা হচ্ছে ৷ ক্রমাগত এই ধরনের ঘটনা বিহার এবং উত্তর প্রদেশে করোনা সংক্রান্ত এই ধরনের ঘটনায় এই দুই রাজ্যের করোনা সম্পর্কিত ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই মুহূর্তে রাজ্যে প্রশাসন নদীতে দেহ ভেসে বেড়ানোর ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে নজর রেখেছে ৷

উন্নাও (উত্তরপ্রদেশ), 31 মে : গঙ্গায় ভাসছে সারি সারি মৃতদেহ ৷ এমনই ভয়ানক দৃশ্যের সাক্ষী রইল উত্তরপ্রদেশের উন্নাওয়ের গ্রামবাসীরা ৷ তাদের অনুমান ওই দেহ কোভিড-19 এ মৃত রোগীদের ৷ তাঁদের কথায় করোনায় যেসব মৃত ব্যক্তিদের দেহ বালিতে কবর দেওয়া হয়েছিল সেগুলিই কোনও ভাবে গঙ্গায় ভেসে গিয়েছে ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবা পড়েছে এই গ্রামেও ৷ আতঙ্কে বিনিদ্র দিন কাটছে গ্রামবাসীদের ৷ গ্রামবাসীদের কথায় গঙ্গার জলের স্তর বৃদ্ধি পাওয়ায় যে সব রোগীদের দেহ বালিতে কবর দেওয়া হয়েছিল সেগুলি জলের তোড়ে গঙ্গায় ভেসে গিয়েছে ৷

প্রমাণ স্বরূপ গঙ্গায় দেহ ভেসে বেড়ানোর ভিডিয়ো থাকলেও উন্নাওয়ের জেলা প্রশাসন এই ঘটনা অস্বীকার করেছে ৷ উন্নাওয়ের বিঘাপুর তহশিলের মহকুমা ম্যাজিস্ট্রেট দয়া শংকর পাঠক বলেন, "আমি নদী পরিদর্শন করে এসেছি ৷ সেখানে কোনও দেহ ভাসতে দেখিনি ৷"

উন্নাওয়ের গঙ্গায় ভাসছে সারি সারি দেহ

আরও পড়ুন : প্রায় দেড় লাখে নামল দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

দীর্ঘদিন ধরেই করোনা রোগীর দেহ সৎকার কিংবা কবর দেওয়া নিয়ে নানা অভিযোগ উঠে আসছে ৷ কিছুদিন আগেই খবর মিলেছিল, গঙ্গার তিরে বক্সার ঘাট এলাকায় করোনা রোগীর দেহ কবর দেওয়া হচ্ছে ৷ গতকাল একটি ভিডিয়ো ভাইরাল হয় যাতে দেখা গিয়েছিল উত্তর প্রদেশ এবম বিহারে অমানবিক ভাবে করোনা রোগীর দেহ গঙ্গার জলে ছুঁড়ে ফেলা হচ্ছে ৷ ক্রমাগত এই ধরনের ঘটনা বিহার এবং উত্তর প্রদেশে করোনা সংক্রান্ত এই ধরনের ঘটনায় এই দুই রাজ্যের করোনা সম্পর্কিত ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই মুহূর্তে রাজ্যে প্রশাসন নদীতে দেহ ভেসে বেড়ানোর ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে নজর রেখেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.