ETV Bharat / bharat

Free Polio Vaccine: আফগান-ফেরত মানুষদের বিনামূল্যে পোলিও ভ্যাকসিনের ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর - ওয়াইল্ড পোলিও ভাইরাস

আফগানিস্তান থেকে যাঁরাই দেশে ফিরছেন, তাঁদের বিনামূল্যে পোলিও ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ একথা জানান ৷ দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে সে কাজ শুরু করে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা, জানালেন মন্ত্রী ৷

দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর
দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর
author img

By

Published : Aug 22, 2021, 12:08 PM IST

নয়া দিল্লি, 22 অগস্ট : বহু লোক ফিরে আসছেন দেশে ৷ তাঁদের সকলকে বিনামূল্যে পোলিও ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডভিয়া (Mansukh Mandaviya) ৷

আফগানিস্তান থেকে ফিরে আসা মানুষের (Afghanistan returnees) মাধ্যমে যেন কোনও ভাবে ওয়াইল্ড পোলিও ভাইরাস (Wild Polio Virus) না ছড়ায় ৷ তাই এর প্রতিরোধে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানিস্তান থেকে ফেরা মানুষদের পোলিও ভ্যাকসিন ওপিভি এবং এফআইপিভি (OPV & fIPV) দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ৷

  • We have decided to vaccinate Afghanistan returnees with free Polio Vaccine - OPV & fIPV, as a preventive measure against Wild Polio Virus

    Congratulations to the Health Team for their efforts to ensure public health

    Take a look at the vaccine drive at Delhi International Airport pic.twitter.com/jPVF1lVmRu

    — Mansukh Mandaviya (@mansukhmandviya) August 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ প্রসঙ্গে স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টাকে অভিবাদন জানিয়ে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পোলিও দেওয়ার ছবি পোস্ট করে টুইট করেছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ৷

নয়া দিল্লি, 22 অগস্ট : বহু লোক ফিরে আসছেন দেশে ৷ তাঁদের সকলকে বিনামূল্যে পোলিও ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডভিয়া (Mansukh Mandaviya) ৷

আফগানিস্তান থেকে ফিরে আসা মানুষের (Afghanistan returnees) মাধ্যমে যেন কোনও ভাবে ওয়াইল্ড পোলিও ভাইরাস (Wild Polio Virus) না ছড়ায় ৷ তাই এর প্রতিরোধে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানিস্তান থেকে ফেরা মানুষদের পোলিও ভ্যাকসিন ওপিভি এবং এফআইপিভি (OPV & fIPV) দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ৷

  • We have decided to vaccinate Afghanistan returnees with free Polio Vaccine - OPV & fIPV, as a preventive measure against Wild Polio Virus

    Congratulations to the Health Team for their efforts to ensure public health

    Take a look at the vaccine drive at Delhi International Airport pic.twitter.com/jPVF1lVmRu

    — Mansukh Mandaviya (@mansukhmandviya) August 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ প্রসঙ্গে স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টাকে অভিবাদন জানিয়ে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পোলিও দেওয়ার ছবি পোস্ট করে টুইট করেছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.