ডিন্ডিগুল (তামিলনাড়ু), 31 মার্চ: ফিরে এল দিল্লির কানঝাওয়ালার স্মৃতি ৷ তামিলনাড়ু আম্মায়নায়াকানুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 35 বছরের এক ব্যক্তির মৃত্যু হয় ৷ তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ার পর ওই ব্যক্তির দেহ লরির চাকার নীচে টেনে নিয়ে যাওয়া হয় প্রায় অর্ধেক কিলোমিটার রাস্তা ।
মৃতের নাম তামিলেন্দ্র সরকার, তিনি পাল্লাপট্টি গ্রামের বাসিন্দা । তিনি ডিন্ডিগুল জেলা কালেক্টরেটের তামিলনাড়ু আরাসু কেবল টিভি কর্পোরেশন লিমিটেডে কর্মরত ছিলেন । বাইকে তাঁর স্ত্রী ও মেয়েও ছিল, তবে তাঁরা কোনওক্রমে রক্ষা পেয়েছেন ৷ তামিলেন্দ্রর স্ত্রী (24) আম্মায়নায়কানুর এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা এবং তাঁদের মেয়েও ওই স্কুলে পড়ে । আহত অবস্থায় তাঁদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তামিলেন্দ্র গতকাল তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বাইকে তড়ে পাল্লাপট্টি থেকে অম্মায়নায়কানুর যাচ্ছিলেন । সেই সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷
জানা গিয়েছে, তামিলেন্দ্র একটি গাড়িকে ওভারটেক করে এবং দ্রুত গতিতে অন্য একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করছিলেন ৷ সেই সময় গতি কমানোর জন্য রাস্তায় থাকা একটি অস্থায়ী ব্লকে বাধা পেয়ে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তামিলেন্দ্র ৷ তাঁর বাইকটি রাস্তায় পড়ে গেলে একটি কন্টেইনার লরির চাকায় আটকে যান বাইকচালক । তিনি শেষ মুহূর্তে ব্রেক কষেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ এই দুর্ঘটনার ভয়াবহ ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
আরও পড়ুন: অঞ্জলির মত্যুতে ঘাতক গাড়ির মালিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ
তামিলেন্দ্রর মৃতদেহ অর্ধেক কিলোমিটার টানতে টানতে নিয়ে গিয়ে তাঁকে রাস্তার মাঝখানে ফেলে পালায় সেই লরি । অম্মায়নায়কানুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি একটি অ্যাম্বুলেন্সে নিয়ে ময়নাতদন্তের জন্য ডিন্ডিগুল জেলা সরকারি হাসপাতালে পাঠায় ।
এই দুর্ঘটনায় তামিলেন্দ্র সরকারের মৃত্যু হলেও তাঁর স্ত্রী ও মেয়ে রক্ষা পেয়েছেন । তাঁদের সামান্য আঘাত লেগেছে ৷ প্রাথমিক চিকিৎসার জন্য অম্মায়নকানুর সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে আরও চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে তাঁদের পাঠানো হয় ।