ETV Bharat / bharat

Former PM Manmohan Singh HBD: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 91তম জন্মদিন, শুভেচ্ছা নরেন্দ্র মোদির

আজ ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জন্মদিন ৷ তিনি 91 বছরে পা দিলেন ৷ মঙ্গলবার তাঁর জন্মদিনে দীর্ঘায়ু প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জন্মদিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 11:36 AM IST

Updated : Sep 26, 2023, 12:00 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 91তম জন্মদিন ৷ এইদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং আরও অনেকে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (টুইটারে) লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন প্রার্থনা করছি ৷" ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরবর্তী প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷

  • Birthday greetings to former PM Dr. Manmohan Singh Ji. Praying for his long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জন্মদিনে আমার শুভেচ্ছা রইল ৷ সাধারণ জীবনযাপন, সম্ভ্রম এবং রাজনীতিতে বিনয়ের এক বিরল উদাহরণ তিনি ৷ যে প্রধানমন্ত্রী সত্যিই একজন রাষ্ট্রনায়ক, তাঁর কাজ বেশি কথা বলেছে ৷ দেশের প্রতি তাঁর এই অবদানের জন্য আমরা সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ ৷ তিনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন ৷ দীর্ঘজীবী হোন ৷"

  • On his birthday, I extend my best wishes to Former Prime Minister, Dr Manmohan Singh ji.

    He is a rare example of simplicity, dignity and grace in politics. A true statesman Prime Minister, whose actions spoke more than his words, we are forever grateful for his tremendous…

    — Mallikarjun Kharge (@kharge) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি এক্সে (টুইটারে) লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজিকে তাঁর সততা, দেশ গড়া এবং জনগণের অর্থনৈতিক উন্নতির প্রতি তাঁর দায়বদ্ধতা আমার কাছে সবসময়েই অনুপ্রেরণার ৷ তিনি ভালো থাকুন, আনন্দে কাটান, তাঁর জন্মদিনে এই শুভেচ্ছা জানাই ৷"

  • Former Prime Minister, Dr Manmohan Singh ji’s integrity, unwavering commitment to nation-building and economic upliftment of the masses will always be an inspiration to me.

    Wishing him good health and happiness on his birthday.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1932 সালে ব্রিটিশশাসিত ভারতে (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন মনমোহন সিং ৷ 2004 সাল থেকে 2014 পর্যন্ত পরপর দু'টি ইউপিএ জমানায় প্রধানমন্ত্রী ছিলেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ ৷ 1991-96 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হয়েছিলেন ডঃ মনমোহন সিং ৷ সেই সময় তাঁর নেতৃত্বে দেশের অর্থনীতিতে ব্যাপক সংস্কার হয় ৷

  • Today Dr. Manmohan Singh turns 91. He has always been an outstanding symbol of erudition and learning. But much more than that he has always epitomised grace, sobriety, humility and dignity in whichever position he has held. These are extremely rare qualities in our public life,… pic.twitter.com/pvdjYYkOqK

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রবীণ নেতা জয়রাম রমেশও নবতিপর এই অর্থনীতিবিদ-নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি প্ল্যানিং কমিশনের কথা স্মরণ করে লেখেন, "এখনও 1986 সালের সেপ্টেম্বর-অক্টোবরের কথা মনে আছে আমার ৷ তখন তিনি প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন ৷ অরবিন্দ ভিরমানি, রাকেশ মোহন এবং আমাকে প্ল্যানিং কমিশনের অন্তর্ভুক্ত করেছিলেন ৷ সে সময়টা আমরা অনেক কিছু শিখেছিলাম ৷"

আরও পড়ুন: আর্থিক সংস্কারে মনমোহনের ভূমিকার প্রশংসায় গড়করি

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 91তম জন্মদিন ৷ এইদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং আরও অনেকে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (টুইটারে) লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন প্রার্থনা করছি ৷" ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরবর্তী প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷

  • Birthday greetings to former PM Dr. Manmohan Singh Ji. Praying for his long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জন্মদিনে আমার শুভেচ্ছা রইল ৷ সাধারণ জীবনযাপন, সম্ভ্রম এবং রাজনীতিতে বিনয়ের এক বিরল উদাহরণ তিনি ৷ যে প্রধানমন্ত্রী সত্যিই একজন রাষ্ট্রনায়ক, তাঁর কাজ বেশি কথা বলেছে ৷ দেশের প্রতি তাঁর এই অবদানের জন্য আমরা সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ ৷ তিনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন ৷ দীর্ঘজীবী হোন ৷"

  • On his birthday, I extend my best wishes to Former Prime Minister, Dr Manmohan Singh ji.

    He is a rare example of simplicity, dignity and grace in politics. A true statesman Prime Minister, whose actions spoke more than his words, we are forever grateful for his tremendous…

    — Mallikarjun Kharge (@kharge) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি এক্সে (টুইটারে) লেখেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজিকে তাঁর সততা, দেশ গড়া এবং জনগণের অর্থনৈতিক উন্নতির প্রতি তাঁর দায়বদ্ধতা আমার কাছে সবসময়েই অনুপ্রেরণার ৷ তিনি ভালো থাকুন, আনন্দে কাটান, তাঁর জন্মদিনে এই শুভেচ্ছা জানাই ৷"

  • Former Prime Minister, Dr Manmohan Singh ji’s integrity, unwavering commitment to nation-building and economic upliftment of the masses will always be an inspiration to me.

    Wishing him good health and happiness on his birthday.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1932 সালে ব্রিটিশশাসিত ভারতে (বর্তমানে পাকিস্তান) জন্মগ্রহণ করেন মনমোহন সিং ৷ 2004 সাল থেকে 2014 পর্যন্ত পরপর দু'টি ইউপিএ জমানায় প্রধানমন্ত্রী ছিলেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ ৷ 1991-96 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হয়েছিলেন ডঃ মনমোহন সিং ৷ সেই সময় তাঁর নেতৃত্বে দেশের অর্থনীতিতে ব্যাপক সংস্কার হয় ৷

  • Today Dr. Manmohan Singh turns 91. He has always been an outstanding symbol of erudition and learning. But much more than that he has always epitomised grace, sobriety, humility and dignity in whichever position he has held. These are extremely rare qualities in our public life,… pic.twitter.com/pvdjYYkOqK

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রবীণ নেতা জয়রাম রমেশও নবতিপর এই অর্থনীতিবিদ-নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি প্ল্যানিং কমিশনের কথা স্মরণ করে লেখেন, "এখনও 1986 সালের সেপ্টেম্বর-অক্টোবরের কথা মনে আছে আমার ৷ তখন তিনি প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন ৷ অরবিন্দ ভিরমানি, রাকেশ মোহন এবং আমাকে প্ল্যানিং কমিশনের অন্তর্ভুক্ত করেছিলেন ৷ সে সময়টা আমরা অনেক কিছু শিখেছিলাম ৷"

আরও পড়ুন: আর্থিক সংস্কারে মনমোহনের ভূমিকার প্রশংসায় গড়করি

Last Updated : Sep 26, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.