ETV Bharat / bharat

Manipur Violence: ফের অশান্ত মণিপুর ! ইম্ফলে বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে খুন

বছর পঞ্চাশের এক মহিলাকে গুলি করে হত্যার ঘটনা ঘটল মণিপুরের ইম্ফলে ৷ বাড়িতেই তাঁর উপর গুলি চালানো হয়েছে বলে খবর ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Woman shot dead
মণিপুরে মহিলাকে গুলি করে হত্যা
author img

By

Published : Jul 16, 2023, 11:28 AM IST

Updated : Jul 16, 2023, 12:00 PM IST

ইম্ফল, 16 জুলাই: মণিপুরে এক মহিলাকে গুলি করে হত্যা ৷ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মণিপুরের ইম্ফল পূর্ব জেলার সাওমবুং এলাকায় ৷ ওই মহিলাকে খুনের পর তাঁর মুখও বিকৃত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা ৷ মারিং নাগা সম্প্রদায়ের এই মহিলার বয়স আনুমানিক 50 ৷

সূত্রের খবর, কিছু লোক সশস্ত্র অবস্থায় এসে ওই মহিলার বাড়িতেই তাঁকে গুলি করে ৷ তাঁর মুখ লক্ষ্য করে গুলি করা হয়েছে ৷ এলাকাটিতে ঘিরে রেখেছে মণিপুর পুলিশ ৷ কাছাকাছি এলাকার বেশ কিছু বাড়িতে পুলিশ আধিকারিকরা আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে খবর ৷ ঘটনায় পর স্থানীয়দের বক্তব্য রেকর্ড করার কাজ শুরু করেছে পুলিশ ।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে অশান্ত মণিপুর ৷ একের পর এক হিংসার ঘটনা ঘটেই চলেছে সেখানে ৷ এখনও পর্যন্ত হিংসার ঘটনায় প্রায় 150 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি আহতের সংখ্যা বেশ কয়েক হাজার। মেইতি সম্প্রদায়ের তফসিলি উপজাতি (এসটি) অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে 3 মে একটি 'উপজাতি সংহতি মিছিল হয় ৷ তরপর থেকেই বারেবারে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এই রাজ্য ৷ মণিপুরের জনসংখ্যার প্রায় 53 শতাংশ মেইতি সম্প্রদায়ের মানুষ এবং বেশিরভাগ ইম্ফল ও তার আশপাশের এলাকায় বসবাস করে । জনসংখ্যার বাকি 40 শতাংশ নাগা এবং কুকিরা উপজাতির ৷ তারা পার্বত্য জেলাগুলিতে থাকেন ।

আরও পড়ুন:'মণিপুর নিয়ে আলোচনা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন', তোপ বিদেশ মন্ত্রকের

উল্লেখ্য, এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি স্কুলের কাছে একজন মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছিল ৷ ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার সকালে মণিপুরের ইম্ফলের পশ্চিম জেলায় । মণিপুরের পরিস্থিতির কারণে গত দু'মাসেরও বেশি সময় ধরে স্কুলগুলি বন্ধ ছিল । রাজ্যে স্কুলগুলিতে আবার ক্লাস শুরু হওয়ার একদিন পরই এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছিল ৷ পুলিশ আরও জানায়, সেই ঘটনায় সকাল 8টা 40 মিনিটে ওই স্কুলের কাছে মহিলাকে গুলি করা হয় । মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

ইম্ফল, 16 জুলাই: মণিপুরে এক মহিলাকে গুলি করে হত্যা ৷ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মণিপুরের ইম্ফল পূর্ব জেলার সাওমবুং এলাকায় ৷ ওই মহিলাকে খুনের পর তাঁর মুখও বিকৃত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা ৷ মারিং নাগা সম্প্রদায়ের এই মহিলার বয়স আনুমানিক 50 ৷

সূত্রের খবর, কিছু লোক সশস্ত্র অবস্থায় এসে ওই মহিলার বাড়িতেই তাঁকে গুলি করে ৷ তাঁর মুখ লক্ষ্য করে গুলি করা হয়েছে ৷ এলাকাটিতে ঘিরে রেখেছে মণিপুর পুলিশ ৷ কাছাকাছি এলাকার বেশ কিছু বাড়িতে পুলিশ আধিকারিকরা আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে খবর ৷ ঘটনায় পর স্থানীয়দের বক্তব্য রেকর্ড করার কাজ শুরু করেছে পুলিশ ।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে অশান্ত মণিপুর ৷ একের পর এক হিংসার ঘটনা ঘটেই চলেছে সেখানে ৷ এখনও পর্যন্ত হিংসার ঘটনায় প্রায় 150 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি আহতের সংখ্যা বেশ কয়েক হাজার। মেইতি সম্প্রদায়ের তফসিলি উপজাতি (এসটি) অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে 3 মে একটি 'উপজাতি সংহতি মিছিল হয় ৷ তরপর থেকেই বারেবারে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এই রাজ্য ৷ মণিপুরের জনসংখ্যার প্রায় 53 শতাংশ মেইতি সম্প্রদায়ের মানুষ এবং বেশিরভাগ ইম্ফল ও তার আশপাশের এলাকায় বসবাস করে । জনসংখ্যার বাকি 40 শতাংশ নাগা এবং কুকিরা উপজাতির ৷ তারা পার্বত্য জেলাগুলিতে থাকেন ।

আরও পড়ুন:'মণিপুর নিয়ে আলোচনা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন', তোপ বিদেশ মন্ত্রকের

উল্লেখ্য, এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি স্কুলের কাছে একজন মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছিল ৷ ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার সকালে মণিপুরের ইম্ফলের পশ্চিম জেলায় । মণিপুরের পরিস্থিতির কারণে গত দু'মাসেরও বেশি সময় ধরে স্কুলগুলি বন্ধ ছিল । রাজ্যে স্কুলগুলিতে আবার ক্লাস শুরু হওয়ার একদিন পরই এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছিল ৷ পুলিশ আরও জানায়, সেই ঘটনায় সকাল 8টা 40 মিনিটে ওই স্কুলের কাছে মহিলাকে গুলি করা হয় । মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

Last Updated : Jul 16, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.