ETV Bharat / bharat

Manipur Fake Viral Video: মায়ানমারে মহিলা হত্যার ভিডিয়ো 'ভাইরাল' মণিপুরে, ভুয়ো খবর নিয়ে সতর্ক পুলিশ - ভুয়ো ভিডিয়ো নিয়ে সচেতনতামূলক বার্তা

মায়ানমারে এক মহিলাকে হত্যা করার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৷ তাকে মণিপুরের ঘটনা বলে চালানোর চেষ্টা বলে মণিপুর পুলিশ সূত্রের খবর । 19 জুলাই দুই নগ্ন মহিলার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সতর্ক পুলিশ ৷

ETV Bharat
মণিপুর
author img

By

Published : Jul 25, 2023, 1:11 PM IST

Updated : Jul 25, 2023, 1:46 PM IST

ইম্ফল, 25 জুলাই: অশান্ত মণিপুরে ঘি ঢালছে ভুয়ো ভিডিয়ো ৷ আর সেই মিথ্যে ভিডিয়োগুলি চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে মণিপুর পুলিশ ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে এক মহিলাকে হত্যার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, একে মণিপুরের ঘটনা বলে চালানো হচ্ছে ৷ যে সব আইপি অ্যাড্রেস থেকে এই কাণ্ড করা হচ্ছে, সেগুলির খোঁজ করছে রাজ্য পুলিশ ৷

সাইবার ক্রাইম থানা ইতিমধ্যে এই সংক্রান্ত মামলায় একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্তও শুরু হয়েছে ৷ সূত্রের দাবি, এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক মহিলাকে অস্ত্রধারী কয়েকজন ঘিরে ধরে হত্যা করছে ৷ হত্যাকারীরা মায়ানমারের ৷

এই ভিডিয়ো নিয়ে পুলিশ টুইটারে আমজনতাকে সতর্ক করে লিখেছে, "ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ 24 জুলাই মণিপুরের সাইবার ক্রাইম থানা একটি ভাইরাল ভিডিয়ো নিয়ে মামলা দায়ের করেছে ৷ এই ভিডিয়োটিতে সশস্ত্র জনতা একজন মহিলাকে নির্যাতন এবং হত্যা করছে ৷ এই ঘটনাটি মায়ানমারের ৷ অথচ একে মণিপুরের ঘটনা বলে মিথ্যে রটনা করা হচ্ছে ৷"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চুপ কেন ? মণিপুরে নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি ইরম শর্মিলার

ওই পোস্টে পুলিশ আরও জানায়, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ ভুয়ো খবর ছড়িয়ে সাধারণ মানুষের জীবনের শান্তি নষ্ট করছে তারা ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হবে ৷ এতে রাজ্যের আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে ৷

এর আগে 19 জুলাই কুকি জনগোষ্ঠীর দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাঁদের মধ্যে একজনকে গণধর্ষণও করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় এখনও 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনাটি ঘটে মে মাসের 4 তারিখে ৷ মণিপুরে অশান্তির ঘটনা শুরুর দ্বিতীয় দিনে ৷ এদিকে ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আড়াই মাস পর 19 জুলাই ৷ এর পরদিনই সংসদের বাদল অধিবেশন শুরু হয় ৷ তোলপাড় হয় সংসদের দুই কক্ষ ৷ সমালোচনার ঝড় ওঠে সারা দেশে ৷

এই বিতর্কিত ভিডিয়োটি সামনে আসার কয়েকদিন পরই পুলিশ ভুয়ো ভিডিয়ো নিয়ে সচেতনতামূলক বার্তা দিল ৷ মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে 3 মে থেকে উত্তপ্ত মণিপুর ৷ এদিন কুকি গোষ্ঠীর মানুষেরা একটি মিছিল করে ৷ তারপর থেকেই অশান্তি শুরু ৷ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 160 জনেরও বেশি মানুষ ৷ ঘরছাড়া মানুষের সংখ্যা হাজার হাজার ৷ বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৷

আরও পড়ুন: মেঘালয়ের মুখ্যমন্ত্রীর দফতর ঘিরল জনতা, সংঘর্ষে আহত একাধিক পুলিশকর্মী

উল্লেখ্য, মণিপুরের জনসংখ্যার 53 শতাংশ মেইতি সম্প্রদায়ের ৷ তারা সাধারণত ইম্ফলের উপত্যকা অঞ্চলে বসবাস করে ৷ এদিকে আদিবাসী নাগা ও কুকিরা জনসংখ্যার 40 শতাংশ ৷ তারা মণিপুরের পাহাড়ি অঞ্চলে থাকে ৷

ইম্ফল, 25 জুলাই: অশান্ত মণিপুরে ঘি ঢালছে ভুয়ো ভিডিয়ো ৷ আর সেই মিথ্যে ভিডিয়োগুলি চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে মণিপুর পুলিশ ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে এক মহিলাকে হত্যার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, একে মণিপুরের ঘটনা বলে চালানো হচ্ছে ৷ যে সব আইপি অ্যাড্রেস থেকে এই কাণ্ড করা হচ্ছে, সেগুলির খোঁজ করছে রাজ্য পুলিশ ৷

সাইবার ক্রাইম থানা ইতিমধ্যে এই সংক্রান্ত মামলায় একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্তও শুরু হয়েছে ৷ সূত্রের দাবি, এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক মহিলাকে অস্ত্রধারী কয়েকজন ঘিরে ধরে হত্যা করছে ৷ হত্যাকারীরা মায়ানমারের ৷

এই ভিডিয়ো নিয়ে পুলিশ টুইটারে আমজনতাকে সতর্ক করে লিখেছে, "ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ 24 জুলাই মণিপুরের সাইবার ক্রাইম থানা একটি ভাইরাল ভিডিয়ো নিয়ে মামলা দায়ের করেছে ৷ এই ভিডিয়োটিতে সশস্ত্র জনতা একজন মহিলাকে নির্যাতন এবং হত্যা করছে ৷ এই ঘটনাটি মায়ানমারের ৷ অথচ একে মণিপুরের ঘটনা বলে মিথ্যে রটনা করা হচ্ছে ৷"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী চুপ কেন ? মণিপুরে নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি ইরম শর্মিলার

ওই পোস্টে পুলিশ আরও জানায়, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ ভুয়ো খবর ছড়িয়ে সাধারণ মানুষের জীবনের শান্তি নষ্ট করছে তারা ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হবে ৷ এতে রাজ্যের আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে ৷

এর আগে 19 জুলাই কুকি জনগোষ্ঠীর দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাঁদের মধ্যে একজনকে গণধর্ষণও করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় এখনও 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনাটি ঘটে মে মাসের 4 তারিখে ৷ মণিপুরে অশান্তির ঘটনা শুরুর দ্বিতীয় দিনে ৷ এদিকে ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আড়াই মাস পর 19 জুলাই ৷ এর পরদিনই সংসদের বাদল অধিবেশন শুরু হয় ৷ তোলপাড় হয় সংসদের দুই কক্ষ ৷ সমালোচনার ঝড় ওঠে সারা দেশে ৷

এই বিতর্কিত ভিডিয়োটি সামনে আসার কয়েকদিন পরই পুলিশ ভুয়ো ভিডিয়ো নিয়ে সচেতনতামূলক বার্তা দিল ৷ মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে 3 মে থেকে উত্তপ্ত মণিপুর ৷ এদিন কুকি গোষ্ঠীর মানুষেরা একটি মিছিল করে ৷ তারপর থেকেই অশান্তি শুরু ৷ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 160 জনেরও বেশি মানুষ ৷ ঘরছাড়া মানুষের সংখ্যা হাজার হাজার ৷ বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৷

আরও পড়ুন: মেঘালয়ের মুখ্যমন্ত্রীর দফতর ঘিরল জনতা, সংঘর্ষে আহত একাধিক পুলিশকর্মী

উল্লেখ্য, মণিপুরের জনসংখ্যার 53 শতাংশ মেইতি সম্প্রদায়ের ৷ তারা সাধারণত ইম্ফলের উপত্যকা অঞ্চলে বসবাস করে ৷ এদিকে আদিবাসী নাগা ও কুকিরা জনসংখ্যার 40 শতাংশ ৷ তারা মণিপুরের পাহাড়ি অঞ্চলে থাকে ৷

Last Updated : Jul 25, 2023, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.