ETV Bharat / bharat

INDIA Delegates in Manipur: মণিপুরের হিংসায় কেন্দ্র-রাজ্য উভয়কেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া', স্মারকলিপি রাজ্যপালকে

উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে প্রায় তিন মাস ধরে যে অবিচ্ছিন্নভাবে হিংসা ও অশান্তি চলছে তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকেই দায়ী করেছে বিরোধী ইন্ডিয়া'র সাংসদরা। একই সঙ্গে, রাজ্যপালের হাতে স্মরক লিপি তুলে দিয়ে অবিলম্বে মণিপুরে কেন্দ্রের হস্তক্ষেপ দেবি করেছে বিরোধীরা ৷

Etv Bharat
মণিপুরের অশান্তির জন্য সরকারকেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া'র সাংসদরা
author img

By

Published : Jul 30, 2023, 6:29 PM IST

Updated : Jul 30, 2023, 7:52 PM IST

মণিপুরের অশান্তির জন্য সরকারকেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া'র সাংসদরা

ইম্ফল, 30 জুলাই: বিরোধী দল 'ইন্ডিয়া'র 21 সদস্যের সাংসদদের প্রতিনিধি দল হিংসা-কবলিত মণিপুর সফরের শেষ দিনে কেন্দ্রের বিরুদ্ধে অব্যাহত জাতিগত হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরব হয়েছে ৷ উত্তর-পূর্ব রাজ্য প্রায় তিন মাস ধরে অবিচ্ছিন্নভাবে এই হিংসা ও অশান্তি চলছে। একই সঙ্গে, রবিবার বিরোধী সাংসদরা মণিপুরের উদ্বেগজনক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন ৷

বিরোধী সাংসদরা এদিন ইম্ফলে রাজ্যপাল অনুসুইয়া উইকেয়ের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন ৷ দাঙ্গায় সর্বস্ব হারানো মানুষদের অবিলম্বে পুনর্বাসন এবং প্রয়োজনীয় যাবতীয় জিনিস সরবরাহের উপর জোর দিয়েছেন সাংসদরা। একই সঙ্গে, উত্তর-পূর্বের রাজ্যটিতে চলতে থাকা অবিরাম গুলি ও আগুন লাগানোর প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিতে চায় বিরোধীরা ৷ তাঁদের সাফ বক্তব্য, অশান্ত রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই তাঁরা মণিপুরে গিয়েছিলেন ৷

'ইন্ডিয়া' জোটের সাংসদদের দাবি, যে রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস এবং ক্ষোভ ছিল, এমন দাবির কোনও সত্যতা নেই ৷ ভিত্তিহীন গুজব বলেই তাঁরা উড়িয়ে দিয়েছেন ৷ সাংসদরা জানান, এই দাবি জোরের সঙ্গে প্রচার করা হয়েছিল, যাতে তিন মাসেরও বেশি সময় ধরে চলমান এই অশান্তি জিইয়ে থাকে ৷ ইন্টারনেটে নিষেধাজ্ঞার কারণে বিবাদ আরও বেড়েছে বলেও অভিযোগ করেছে বিরোধীরা ৷ এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঠিক তথ্য দেওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ করেছেন বিরোধীরা।

আরও পড়ুন: রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোট, অনুপ্রবেশ রুখতে মণিপুরে বায়োমেট্রিক চালু স্বরাষ্ট্রমন্ত্রকের

সাংসদদের প্রতিনিধি দল তাদের স্মারকলিপিতে মণিপুরের জনগণের দুর্ভোগের জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই দোষারোপ করেছে ৷ তাদের দাবি, রাজ্যপালকে অবিলম্বে মণিপুরের আইন-শৃঙ্খলার সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রকে রিপোর্ট দেওয়া উচিত ৷ একই সঙ্গে, কেন্দ্রকেও মণিপুরের অবনতিশীল পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানানো হয় তাদের পক্ষ থেকে। বিরোধী সাংসদরা উদ্বেগ প্রকাশ করেছেন যে মণিপুরে চলমান হিংসায় 160 জনেরও বেশি মৃত্যু হয়েছে ৷ কিন্তু সরকারি তথ্য অন্য কথা বলছে ৷ প্রায় পাঁচ হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ যার জেরে 60 হাজারেরও বেশি মানুষ এই মুহূর্তে ভূমিহীন হয়ে শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন ৷

মণিপুরের অশান্তির জন্য সরকারকেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া'র সাংসদরা

ইম্ফল, 30 জুলাই: বিরোধী দল 'ইন্ডিয়া'র 21 সদস্যের সাংসদদের প্রতিনিধি দল হিংসা-কবলিত মণিপুর সফরের শেষ দিনে কেন্দ্রের বিরুদ্ধে অব্যাহত জাতিগত হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরব হয়েছে ৷ উত্তর-পূর্ব রাজ্য প্রায় তিন মাস ধরে অবিচ্ছিন্নভাবে এই হিংসা ও অশান্তি চলছে। একই সঙ্গে, রবিবার বিরোধী সাংসদরা মণিপুরের উদ্বেগজনক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন ৷

বিরোধী সাংসদরা এদিন ইম্ফলে রাজ্যপাল অনুসুইয়া উইকেয়ের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন ৷ দাঙ্গায় সর্বস্ব হারানো মানুষদের অবিলম্বে পুনর্বাসন এবং প্রয়োজনীয় যাবতীয় জিনিস সরবরাহের উপর জোর দিয়েছেন সাংসদরা। একই সঙ্গে, উত্তর-পূর্বের রাজ্যটিতে চলতে থাকা অবিরাম গুলি ও আগুন লাগানোর প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিতে চায় বিরোধীরা ৷ তাঁদের সাফ বক্তব্য, অশান্ত রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই তাঁরা মণিপুরে গিয়েছিলেন ৷

'ইন্ডিয়া' জোটের সাংসদদের দাবি, যে রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস এবং ক্ষোভ ছিল, এমন দাবির কোনও সত্যতা নেই ৷ ভিত্তিহীন গুজব বলেই তাঁরা উড়িয়ে দিয়েছেন ৷ সাংসদরা জানান, এই দাবি জোরের সঙ্গে প্রচার করা হয়েছিল, যাতে তিন মাসেরও বেশি সময় ধরে চলমান এই অশান্তি জিইয়ে থাকে ৷ ইন্টারনেটে নিষেধাজ্ঞার কারণে বিবাদ আরও বেড়েছে বলেও অভিযোগ করেছে বিরোধীরা ৷ এদিন রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঠিক তথ্য দেওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ করেছেন বিরোধীরা।

আরও পড়ুন: রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোট, অনুপ্রবেশ রুখতে মণিপুরে বায়োমেট্রিক চালু স্বরাষ্ট্রমন্ত্রকের

সাংসদদের প্রতিনিধি দল তাদের স্মারকলিপিতে মণিপুরের জনগণের দুর্ভোগের জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই দোষারোপ করেছে ৷ তাদের দাবি, রাজ্যপালকে অবিলম্বে মণিপুরের আইন-শৃঙ্খলার সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রকে রিপোর্ট দেওয়া উচিত ৷ একই সঙ্গে, কেন্দ্রকেও মণিপুরের অবনতিশীল পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানানো হয় তাদের পক্ষ থেকে। বিরোধী সাংসদরা উদ্বেগ প্রকাশ করেছেন যে মণিপুরে চলমান হিংসায় 160 জনেরও বেশি মৃত্যু হয়েছে ৷ কিন্তু সরকারি তথ্য অন্য কথা বলছে ৷ প্রায় পাঁচ হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ যার জেরে 60 হাজারেরও বেশি মানুষ এই মুহূর্তে ভূমিহীন হয়ে শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন ৷

Last Updated : Jul 30, 2023, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.