ইম্ফল, 17 জানুয়ারি: মণিপুরের সীমান্ত শহর মোরেহেতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে হেলিকপ্টার চাইল রাজ্য সরকার। জরুরি ভিত্তিতে পরিস্থিতি সামাল দিতেই এমন অনুরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য প্রসাসনের এক শীর্ষ আধিকারিক এই খবর নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র দফতরের কমিশনার টি রঞ্জিত সিং স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবকে একটি চিঠিতে লিখেছেন, "সীমান্ত শহর মোরেহ-তে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ৷" কারণ হিসাবে রাজ্য প্রশাসনের দাবি, ওই এলাকায় ক্রমাগত মতপার্থক্য হচ্ছে। বেশ কিছু জায়গায় আগুন লাগানো হয়েছে ৷ যার জেরে এদিন সকালেই একজন আইআরবি কর্মীর মৃত্যু হয়েছে বলেও চিঠিতে জানিয়েছেন ওই আধিকারিক ৷
চিঠিতে আরও বলা হয়েছে, "মোরেহের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে কোনও সময়ে চিকিৎসক দলকে পাঠাতে হতে পারে ৷" আর সে কারণেই, মণিপুর সরকার কমপক্ষে সাত দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক থেকে হেলিকপ্টার চেয়েছে ৷ জানা গিয়েছে, মোরেহ শহরে এদিন সকালে তিনটিরও বেশি বিভিন্ন স্থানে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সন্দেহভাজন কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনী ব্যাপক সংঘর্ষ হয় ৷ দু'পক্ষের মধ্যেই গুলি চলে ৷ মোরেহ রাজ্যের রাজধানী ইম্ফল থেকে 105 কিলোমিটার দূরে অবস্থিত। টেংনুপাল জেলার অস্থির আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কুকি জঙ্গিদের থেকে অতর্কিত হামলার এবং উপজাতীয় মহিলাদের জাতীয় সড়ক অবরোধের কারণে হেলিকপ্টার পরিষেবার মাধ্যমেই আহত কর্মীদের এয়ারলিফ্ট করার একমাত্র সুবিধাজনক উপায় হয়ে দাঁড়িয়েছে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক 4 জানুয়ারি একটি নির্দিষ্ট সময়কালকে চিহ্নিত করতে জানিয়েছিল ৷ একই সঙ্গে, হেলিকপ্টারের প্রয়োজনীয়তাও নির্দিষ্ট করতে বলেছিল ৷ এদিকে, এদিন মোরেহ শহরে সন্দেহভাজন কুকি জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে হামলা চালালে একজন রাজ্য পুলিশ কর্মী নিহত হয় বলে পুলিশ জানিয়েছে। এদিনই মোরেহর তিনটি ভিন্ন স্থানে সন্দেহভাজন কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় বলেও পুলিশ জানিয়েছে।
(সংবাদ সূত্র পিটিআই)
আরও পড়ুন
প্রাণ প্রতিষ্ঠার আগে চালু কলকাতা-অযোধ্যা উড়ান, রামরাজ্যে পৌঁছবেন কতক্ষণে ?
মণিপুরে সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলায় নিহত পুলিশকর্মী
জ্ঞানবাপী মসজিদের সিল করা জায়গায় জলের ট্যাংক পরিষ্কারের অনুমতি সুপ্রিম কোর্টের