ইম্ফল, 27 সেপ্টেম্বর: দুই পড়ুয়াকে অপহরণ ও খুনের ঘটনায় মণিপুরে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে সেখানকার সরকার মণিপুরে আফস্পার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ বুধবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকার জানিয়েছে যে তারা রাজ্যের পার্বত্য এলাকাগুলিতে আফস্পার মেয়াদ বৃদ্ধি করছে ৷ ছ’মাসের জন্য এই মেয়াদ বৃদ্ধি করা হল ৷ আগামী 1 অক্টোবর থেকে পরবর্তী ছ’মাস ওই এলাকাগুলিতে আমর্ড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা বলবৎ থাকবে ৷
গত মে থেকে উত্তপ্ত মণিপুর ৷ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ নারী নির্যাতনের ছবিও প্রকাশ্যে এসেছে ৷ ফলে এন বীরেন সিংকে সরিয়ে দেওয়ার একটা জল্পনা চলছিল ৷ ঠিক সেই সময়ই মণিপুর সরকারের তরফে আফস্পার মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্তের কথা জানানো হল ৷ তবে পার্বত্য এলাকার 19টি থানাকে এর আওতায় রাখা হয়েছে ৷
এ দিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন ৷ মণিপুরের মুখ্যমন্ত্রীকে অযোগ্য বলে কটাক্ষ করেছেন ৷ তাই তাঁর দাবি, এন বীরেন সিংকে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক ৷ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এটাই প্রথম পদক্ষেপ হোক বলে তিনি দাবি করেছেন ৷ পাশাপাশি তিনি বিজেপিকে দায়ী করেছেন ৷ তাঁর দাবি, বিজেপির জন্যই মণিপুরে মহিলা ও শিশুদের উপর অত্যাচার চলছে ৷
সোশাল মিডিয়ায় মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, "147 দিন ধরে মণিপুরের মানুষ কষ্ট পাচ্ছেন ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদির রাজ্যে যাওয়ার সময় নেই । এই হিংসায় ছাত্রদের টার্গেট করার ভয়াবহ ছবি আবারও পুরো দেশকে বিস্মিত করেছে । এটা এখন স্পষ্ট যে এই সংঘর্ষে নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে । মণিপুরের মতো সুন্দর রাজ্যটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, সবই হয়েছে বিজেপির কারণে ।"
-
For 147 days, people of Manipur are suffering, but PM Modi does not have time to visit the state.
— Mallikarjun Kharge (@kharge) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The horrific images of students being targeted in this violence has once again shocked the entire nation.
It is now apparent that violence against women and children was weaponised…
">For 147 days, people of Manipur are suffering, but PM Modi does not have time to visit the state.
— Mallikarjun Kharge (@kharge) September 27, 2023
The horrific images of students being targeted in this violence has once again shocked the entire nation.
It is now apparent that violence against women and children was weaponised…For 147 days, people of Manipur are suffering, but PM Modi does not have time to visit the state.
— Mallikarjun Kharge (@kharge) September 27, 2023
The horrific images of students being targeted in this violence has once again shocked the entire nation.
It is now apparent that violence against women and children was weaponised…
গত 6 জুলাই থেকে নিখোঁজ থাকা দুই ছাত্রকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাতে ইম্ফলের সিংজামেই এলাকায় ব়্যাফ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয় ৷ নিরাপত্তা কর্মীরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন এবং রাবার বুলেট নিক্ষেপ করেন । বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও হয় ৷ 45 জন আহত হন৷ তার পরই এই মন্তব্য করেছেন খাড়গে ।
আরও পড়ুন: দুই মেইতেই পড়ুয়ার মৃত্যুতে সিবিআই তদন্ত, মণিপুরে স্পেশাল ডিরেক্টর