ETV Bharat / bharat

Manipur Assembly Session: মণিপুর বিধানসভার অধিবেশন হোক, জরুরি ভিত্তিতে সুপারিশ রাজ্যপালের কাছে

author img

By

Published : Aug 5, 2023, 10:21 AM IST

মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় অশান্ত মণিপুর ৷ 3 মে থেকে হিংসার ঘটনা চলছে ৷ উত্তরপূর্বের এই রাজ্যে কীভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে আলোচনা করতে বিধানসভা অধিবেশনের সুপারিশ জানাল মন্ত্রিসভা ৷

ETV Bharat
মণিপুরের রাজ্যপাল

ইম্ফল, 4 অগস্ট: অশান্ত মণিপুরে হোক বিধানসভার বিশেষ অধিবেশন ৷ শুক্রবার মন্ত্রিসভা রাজ্যপাল অনুসূয়া উইকের কাছে বিধানসভা অধিবেশন আহ্বানের কথা জানিয়েছে ৷ একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, "রাজ্যের মন্ত্রিসভা মণিপুরের মাননীয় রাজ্যপালের কাছে 21 অগস্ট অধিবেশন ডাকার আবেদন জানিয়েছে ৷"

সম্প্রতি ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল ৷ তার অন্যতম সদস্য় ছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব ৷ ফিরে এসে তিনি বলেন, "গণতন্ত্র মানে দায়িত্ব ৷ আমাদের মনে হয়, মণিপুরের হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা উচিত ৷"

এই অবস্থায় মণিপুরের বিরোধী দল কংগ্রেসও রাজ্যপালের কাছে জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকার আর্জি জানিয়েছে ৷ মণিপুরের লাগাতার হিংসার ঘটনা নিয়ে বিধানসভায় আলোচনা করা দরকার বলে তারা মনে করে ৷ গত মাসেই এই মর্মে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন কংগ্রেসের পাঁচ বিধায়ক ৷ তাঁরা লেখেন, "মে মাসের প্রথম দিক থেকে মণিপুরে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে ৷ সেখানে কীভাবে শান্তি ফেরানো সম্ভব ? এ বিষয়ে আলোচনার সঠিক জায়গা বিধানসভা ৷ এ বিষয়ে আলোচনা করা এবং পরামর্শও পাওয়া যাবে ৷"

আরও পড়ুন: ইম্ফলের বিষ্ণুপুরে সংঘর্ষে আহত 17, কারফিউ বিধি আরও কঠোর করার নির্দেশ

3 মে থেকেই উত্তপ্ত মণিপুর ৷ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে ৷ মেইতি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার বিরুদ্ধে মিছিল করছিল কুকি সম্প্রদায় ৷ তাদের এই মিছিলে হামলা চালানোর ঘটনা ঘটে ৷ এখনও পর্যন্ত দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় 160 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ ঘরছাড়া কয়েক হাজার মানুষ ৷

ইতিমধ্যে কুকি সম্প্রদায়ের কয়েকজন বিধায়ক পৃথক প্রশাসনিক জায়গার দাবি তুলেছে ৷ বিজেপি বিধায়ক পি হাওকিপ একটি সংবাদসংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, "মণিপুরকে তৃতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার যদি পৃথক জনজাতি হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক স্বীকৃতি দিলেই ব্যাপারটা মিটে যায় ৷"

আরও পড়ুন: সমাধিস্থল ব্যবহারে স্থগিতাদেশ মণিপুর হাইকোর্টের, বন্ধ কুকি সম্প্রদায়ের গণ সমাধি

এখনও মণিপুরের কিছু জায়গায় কার্ফু জারি রয়েছে ৷ চুরাচন্দপুরের একটি গ্রামে কুকি সম্প্রদায়ের 35 জনকে সমাধি দেওয়ার কথা ছিল ৷ তবে শেষ মুহূর্তে আদালতের সংশ্লিষ্ট জমিটি ব্যবহারে স্থগিতাদেশ দেয় ৷ তারপর এই প্রস্তাবিত গণসমাধি বাতিল হয়ে যায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চুরাচন্দপুর ও বিষ্ণুপুরে মেইতেই ও কুকি-জোমির মধ্যে ফের নতুন করে সংঘর্ষ বাধে ৷ কুকি ও কেন্দ্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে ৷

ইম্ফল, 4 অগস্ট: অশান্ত মণিপুরে হোক বিধানসভার বিশেষ অধিবেশন ৷ শুক্রবার মন্ত্রিসভা রাজ্যপাল অনুসূয়া উইকের কাছে বিধানসভা অধিবেশন আহ্বানের কথা জানিয়েছে ৷ একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, "রাজ্যের মন্ত্রিসভা মণিপুরের মাননীয় রাজ্যপালের কাছে 21 অগস্ট অধিবেশন ডাকার আবেদন জানিয়েছে ৷"

সম্প্রতি ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল ৷ তার অন্যতম সদস্য় ছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব ৷ ফিরে এসে তিনি বলেন, "গণতন্ত্র মানে দায়িত্ব ৷ আমাদের মনে হয়, মণিপুরের হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা উচিত ৷"

এই অবস্থায় মণিপুরের বিরোধী দল কংগ্রেসও রাজ্যপালের কাছে জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকার আর্জি জানিয়েছে ৷ মণিপুরের লাগাতার হিংসার ঘটনা নিয়ে বিধানসভায় আলোচনা করা দরকার বলে তারা মনে করে ৷ গত মাসেই এই মর্মে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন কংগ্রেসের পাঁচ বিধায়ক ৷ তাঁরা লেখেন, "মে মাসের প্রথম দিক থেকে মণিপুরে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে ৷ সেখানে কীভাবে শান্তি ফেরানো সম্ভব ? এ বিষয়ে আলোচনার সঠিক জায়গা বিধানসভা ৷ এ বিষয়ে আলোচনা করা এবং পরামর্শও পাওয়া যাবে ৷"

আরও পড়ুন: ইম্ফলের বিষ্ণুপুরে সংঘর্ষে আহত 17, কারফিউ বিধি আরও কঠোর করার নির্দেশ

3 মে থেকেই উত্তপ্ত মণিপুর ৷ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে ৷ মেইতি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার বিরুদ্ধে মিছিল করছিল কুকি সম্প্রদায় ৷ তাদের এই মিছিলে হামলা চালানোর ঘটনা ঘটে ৷ এখনও পর্যন্ত দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় 160 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ ঘরছাড়া কয়েক হাজার মানুষ ৷

ইতিমধ্যে কুকি সম্প্রদায়ের কয়েকজন বিধায়ক পৃথক প্রশাসনিক জায়গার দাবি তুলেছে ৷ বিজেপি বিধায়ক পি হাওকিপ একটি সংবাদসংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, "মণিপুরকে তৃতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার যদি পৃথক জনজাতি হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক স্বীকৃতি দিলেই ব্যাপারটা মিটে যায় ৷"

আরও পড়ুন: সমাধিস্থল ব্যবহারে স্থগিতাদেশ মণিপুর হাইকোর্টের, বন্ধ কুকি সম্প্রদায়ের গণ সমাধি

এখনও মণিপুরের কিছু জায়গায় কার্ফু জারি রয়েছে ৷ চুরাচন্দপুরের একটি গ্রামে কুকি সম্প্রদায়ের 35 জনকে সমাধি দেওয়ার কথা ছিল ৷ তবে শেষ মুহূর্তে আদালতের সংশ্লিষ্ট জমিটি ব্যবহারে স্থগিতাদেশ দেয় ৷ তারপর এই প্রস্তাবিত গণসমাধি বাতিল হয়ে যায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চুরাচন্দপুর ও বিষ্ণুপুরে মেইতেই ও কুকি-জোমির মধ্যে ফের নতুন করে সংঘর্ষ বাধে ৷ কুকি ও কেন্দ্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.