ETV Bharat / bharat

Khaki Colour Police Uniform: ম্যাঙ্গালোর থেকেই পথ চলা শুরু হয়েছিল পুলিশের খাঁকি উর্দির

খাঁকি রঙের (Khaki Colour) পুলিশের উর্দির (Police Uniform) যাত্রা শুরু হয়েছিল ম্য়াঙ্গালোর (Mangalore) থেকে ৷ জেনে নিন সেই ইতিহাস ৷

Mangalore introduced Khaki Colour Police Uniform to the world
Khaki Colour Police Uniform: ম্যাঙ্গালোর থেকেই পথ চলা শুরু পুলিশের খাঁকি উর্দির
author img

By

Published : Nov 14, 2022, 8:11 PM IST

ম্যাঙ্গালোর (কর্ণাটক), 14 নভেম্বর: ভারতের অধিকাংশ প্রান্তেই পুলিশের উর্দির (Police Uniform) রং খাঁকি (Khaki Colour) ৷ অনেকেই হয়তো এ নিয়ে অবাক হতে পারেন ৷ তাঁদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন ভারতের বিভিন্ন প্রান্তের পুলিশ খাঁকি রঙের উর্দি পরে ? এর শুরুটা কীভাবে হয়েছিল ? সম্প্রতি এ নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে ৷ সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) করা একটি মন্তব্য ৷ সম্প্রতি মোদি দেশজুড়ে সমস্ত পুলিশবাহিনীর একই উর্দি (One Nation, One Uniform) চালুর পক্ষে সওয়াল করেন ৷ তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি আগামিদিনে দেশের সর্বত্রই পুলিশের সদস্যরা খাঁকি উর্দি পরবেন ? অতীত হয়ে যাবে অন্য়ান্য রঙের উর্দি ?

ইতিহাস বলছে, ভারতে খাঁকি উর্দির সূত্রপাত হয়েছিল ম্যাঙ্গালোরে (Mangalore) ৷ এই রঙের উর্দির একটা বিশেষ সম্মান রয়েছে ৷ খাকি রঙের পোশাক পুলিশ ছাড়াও ডাক বিভাগ, বিভিন্ন রাজ্য়ের পরিবহণ দফতরের কর্মীরা ব্যবহার করেন ৷ ম্য়াঙ্গালোরের বালমাতা ফ্যাক্টরিতে প্রথম খাঁকি উর্দি তৈরির কাজ শুরু হয় ৷

আরও পড়ুন: বিহারি বিয়ের অনুষ্ঠানে নজর কাড়ছে 'হেলিকপ্টার গাড়ি'

1834 সালে ব্য়াশেল মিশনারি অর্গানাইজেশন ম্য়াঙ্গালোরে আসে ৷ বালমাতায় 1844 সাল থেকে বস্ত্রবয়ন কারখানা চালু করে তারা ৷ 1852 সালে জার্মানির জন এলার রীতিমতো গবেষণা করে খাঁকি রং এবং খাঁকি রঙের পোশাক আবিষ্কার করেন ৷ তথ্য বলছে, কাজুবাদামের ছাল থেকে খাঁকি রং তৈরি করা হয় ৷ 1852 সাল থেকেই বালমাতা ফ্য়াক্টরিতে খাঁকি রঙের পোশাক উৎপাদন শুরু হয় ৷

1860 সালে ব্রিটিশ ভারতের কেনারা জেলায় পুলিশের উর্দি খাঁকি রঙের করা হয় ৷ এই রং দেখে ভীষণ পছন্দ হয় তৎকালীন মাদ্রাজ প্রদেশের গভর্নর লর্ড রবার্টের ৷ তিনি ম্য়াঙ্গালোরের সংশ্লিষ্ট কারখানাটিতেও যান ৷ মাদ্রাজে ফিরেই ব্রিটিশ সরকারকে একটি চিঠি লেখেন তিনি ৷ তাতে মাদ্রাজ প্রদেশের ব্রিটিশ সেনাবাহিনীর জন্য খাঁকি উর্দি তৈরির প্রস্তাব দেন ৷ এই প্রস্তাব ব্রিটিশ সরকারেরও মনে ধরে ৷ সংশ্লিষ্ট বাহিনীর জন্য খাঁকি রঙের উর্দি তৈরির কাজ শুরু হয় ৷ এরপর লর্ড রবার্ট আবারও একটি প্রস্তাব দেন ৷ তাতে বলা হয়, বিশ্বের যেখানে যত ব্রিটিশ সেনা আছে, সকলেরই পোশাক খাঁকি রঙের করা হোক ৷ ব্রিটিশ সরকার সেই প্রস্তাবও মঞ্জুর করে ৷ মজার বিষয় হল, যে জার্মানির বিরুদ্ধে দীর্ঘ লড়াই লড়েছে ব্রিটিশরা, সেই জার্মানিরই এক নাগরিকের আবিষ্কার করা রং তাদের সৈন্যদের উর্দিতে পাকাপাকিভাবে জায়গা করে নেয় ! আর এই ইতিহাসের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে যায় ম্য়াঙ্গালোরের নাম ৷

ম্যাঙ্গালোর (কর্ণাটক), 14 নভেম্বর: ভারতের অধিকাংশ প্রান্তেই পুলিশের উর্দির (Police Uniform) রং খাঁকি (Khaki Colour) ৷ অনেকেই হয়তো এ নিয়ে অবাক হতে পারেন ৷ তাঁদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন ভারতের বিভিন্ন প্রান্তের পুলিশ খাঁকি রঙের উর্দি পরে ? এর শুরুটা কীভাবে হয়েছিল ? সম্প্রতি এ নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে ৷ সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) করা একটি মন্তব্য ৷ সম্প্রতি মোদি দেশজুড়ে সমস্ত পুলিশবাহিনীর একই উর্দি (One Nation, One Uniform) চালুর পক্ষে সওয়াল করেন ৷ তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি আগামিদিনে দেশের সর্বত্রই পুলিশের সদস্যরা খাঁকি উর্দি পরবেন ? অতীত হয়ে যাবে অন্য়ান্য রঙের উর্দি ?

ইতিহাস বলছে, ভারতে খাঁকি উর্দির সূত্রপাত হয়েছিল ম্যাঙ্গালোরে (Mangalore) ৷ এই রঙের উর্দির একটা বিশেষ সম্মান রয়েছে ৷ খাকি রঙের পোশাক পুলিশ ছাড়াও ডাক বিভাগ, বিভিন্ন রাজ্য়ের পরিবহণ দফতরের কর্মীরা ব্যবহার করেন ৷ ম্য়াঙ্গালোরের বালমাতা ফ্যাক্টরিতে প্রথম খাঁকি উর্দি তৈরির কাজ শুরু হয় ৷

আরও পড়ুন: বিহারি বিয়ের অনুষ্ঠানে নজর কাড়ছে 'হেলিকপ্টার গাড়ি'

1834 সালে ব্য়াশেল মিশনারি অর্গানাইজেশন ম্য়াঙ্গালোরে আসে ৷ বালমাতায় 1844 সাল থেকে বস্ত্রবয়ন কারখানা চালু করে তারা ৷ 1852 সালে জার্মানির জন এলার রীতিমতো গবেষণা করে খাঁকি রং এবং খাঁকি রঙের পোশাক আবিষ্কার করেন ৷ তথ্য বলছে, কাজুবাদামের ছাল থেকে খাঁকি রং তৈরি করা হয় ৷ 1852 সাল থেকেই বালমাতা ফ্য়াক্টরিতে খাঁকি রঙের পোশাক উৎপাদন শুরু হয় ৷

1860 সালে ব্রিটিশ ভারতের কেনারা জেলায় পুলিশের উর্দি খাঁকি রঙের করা হয় ৷ এই রং দেখে ভীষণ পছন্দ হয় তৎকালীন মাদ্রাজ প্রদেশের গভর্নর লর্ড রবার্টের ৷ তিনি ম্য়াঙ্গালোরের সংশ্লিষ্ট কারখানাটিতেও যান ৷ মাদ্রাজে ফিরেই ব্রিটিশ সরকারকে একটি চিঠি লেখেন তিনি ৷ তাতে মাদ্রাজ প্রদেশের ব্রিটিশ সেনাবাহিনীর জন্য খাঁকি উর্দি তৈরির প্রস্তাব দেন ৷ এই প্রস্তাব ব্রিটিশ সরকারেরও মনে ধরে ৷ সংশ্লিষ্ট বাহিনীর জন্য খাঁকি রঙের উর্দি তৈরির কাজ শুরু হয় ৷ এরপর লর্ড রবার্ট আবারও একটি প্রস্তাব দেন ৷ তাতে বলা হয়, বিশ্বের যেখানে যত ব্রিটিশ সেনা আছে, সকলেরই পোশাক খাঁকি রঙের করা হোক ৷ ব্রিটিশ সরকার সেই প্রস্তাবও মঞ্জুর করে ৷ মজার বিষয় হল, যে জার্মানির বিরুদ্ধে দীর্ঘ লড়াই লড়েছে ব্রিটিশরা, সেই জার্মানিরই এক নাগরিকের আবিষ্কার করা রং তাদের সৈন্যদের উর্দিতে পাকাপাকিভাবে জায়গা করে নেয় ! আর এই ইতিহাসের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে যায় ম্য়াঙ্গালোরের নাম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.