ETV Bharat / bharat

Nagar Panchayat Chairman: স্ট্রিট লাইট অপারেটর থেকে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, কংগ্রেসের মাসুদির উড়ানে হইচই - উত্তরপ্রদেশে পৌর নির্বাচন

সম্প্রতি উত্তরপ্রদেশে পৌর নির্বাচন হয় ৷ সেই ভোটে জিতে সেখানকার মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হয়েছেন মুখতার আহমেদ মাসুদি ৷ তিনি ছিলেন ওই এলাকার স্ট্রিট লাইট অপারেটর ৷ এবার সেখানেই প্রশাসক হিসেবে কাজ করবেন তিনি ৷

Nagar Panchayat Chairman
Nagar Panchayat Chairman
author img

By

Published : May 16, 2023, 4:55 PM IST

শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), 16 মে: মুখতার আহমেদ মাসুদি উত্তরপ্রদেশের মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ কিন্তু তাঁর এই পদে পৌঁছানোর পথটা এত সহজ ছিল না ৷ তিনি এক সময় স্ট্রিট লাইট অপারেটর হিসেবে কাজ করেছেন ৷ অনেক রাত রাস্তায় না খেয়েই কাটিয়েছেন ৷ আবার হতাশার জেরে আত্মহত্যার চেষ্টাও করেন ৷ ফলে তাঁর জীবনের চড়াই উতরাইয়ের এই খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছে ৷

দিনকয়েক আগেই উত্তরপ্রদেশে স্থানীয় পৌর নির্বাচন হয় ৷ সেই ভোটে কংগ্রেসের প্রার্থী ছিলেন ওই রাজ্যের পিলভিট জেলার বাসিন্দা মাসুদি ৷ গত শনিবার নির্বাচনের ফল প্রকাশিত হলে দেখা যায় তিনিই নির্বাচিত হয়েছেন মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হিসেবে ৷ জয়ের পর সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দশ বছর আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান বদায়ুঁতে ৷ সেখানেই স্ত্রীর বাপেরবাড়ি ৷

ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি ৷ তাই তিনি মীরানপুর কাটরায় চলে আসার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু এখানে তাঁর কেউ নেই ৷ তাই যেখানে পেরেছেন সেখানে থেকেছেন ৷ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে তিনি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন ৷ যদিও সেই চেষ্টাও সফল হয়নি ৷

তিনি জানান, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি রেললাইনের উপর শুয়ে পড়েছিলেন ৷ কিন্তু ট্রেন আসার আগেই এলাকার কয়েকজন যুবকের নজরে তিনি পড়ে যান ৷ তাঁরা মাসুদিকে উদ্ধার করে নিয়ে যান সেই সময় মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সামশুদ্দিন খানের কাছে ৷ মাসুদির জীবনের গল্প শুনে সামশুদ্দিন তাঁকে পথবাতি জ্বালানো ও নেভানোর কাজ দেন ৷

তার পর থেকে স্ট্রিট লাইট অপারেটর হিসেবেই কাজ করছিলেন মাসুদি ৷ কিন্তু তাঁর ভাগ্য়ের চাকা ঘুরে গেল চলতি বছর উত্তর প্রদেশে ওই পৌর নির্বাচন ঘোষণা হওয়ার পর ৷ কারণ, মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পদ পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষিত করে দেওয়া হয় ৷ সেই কারণে সামশুদ্দিন খান ভোটে লড়তে পারেননি ৷ বদলে লড়েন মাসুদি ৷ 742 ভোটে তিনি জিতেছেন ৷

সামশুদ্দিনের বক্তব্য, অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছেন মাসুদি ৷ তাই তাঁর অভিজ্ঞতা জন পরিষেবায় অবশ্যই প্রতিফলিত হবে ৷ তাছাড়া তিনি দারিদ্রতার ভুক্তোভোগী ৷ তাই তিনি অবশ্যই গরিবদের সমস্যা সমাধানে অনেক বেশি উদ্যোগী হবেন ৷ মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার অবনীশ গাঙ্গোয়ার বলেন, ‘‘এটাই গণতন্ত্রের মাধুর্য৷ মাসুদি এক সময় এখানকার কর্মী ছিলেন ৷ আর এখন তিনি প্রশাসক ৷’’

আরও পড়ুন: তাজমহল থেকে কুতুব মিনার এই ঐতিহাসিক স্থানগুলি তৈরি হতে কত সময় লেগেছে জানেন কি ?

শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), 16 মে: মুখতার আহমেদ মাসুদি উত্তরপ্রদেশের মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ কিন্তু তাঁর এই পদে পৌঁছানোর পথটা এত সহজ ছিল না ৷ তিনি এক সময় স্ট্রিট লাইট অপারেটর হিসেবে কাজ করেছেন ৷ অনেক রাত রাস্তায় না খেয়েই কাটিয়েছেন ৷ আবার হতাশার জেরে আত্মহত্যার চেষ্টাও করেন ৷ ফলে তাঁর জীবনের চড়াই উতরাইয়ের এই খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছে ৷

দিনকয়েক আগেই উত্তরপ্রদেশে স্থানীয় পৌর নির্বাচন হয় ৷ সেই ভোটে কংগ্রেসের প্রার্থী ছিলেন ওই রাজ্যের পিলভিট জেলার বাসিন্দা মাসুদি ৷ গত শনিবার নির্বাচনের ফল প্রকাশিত হলে দেখা যায় তিনিই নির্বাচিত হয়েছেন মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হিসেবে ৷ জয়ের পর সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দশ বছর আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান বদায়ুঁতে ৷ সেখানেই স্ত্রীর বাপেরবাড়ি ৷

ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি ৷ তাই তিনি মীরানপুর কাটরায় চলে আসার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু এখানে তাঁর কেউ নেই ৷ তাই যেখানে পেরেছেন সেখানে থেকেছেন ৷ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে তিনি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন ৷ যদিও সেই চেষ্টাও সফল হয়নি ৷

তিনি জানান, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি রেললাইনের উপর শুয়ে পড়েছিলেন ৷ কিন্তু ট্রেন আসার আগেই এলাকার কয়েকজন যুবকের নজরে তিনি পড়ে যান ৷ তাঁরা মাসুদিকে উদ্ধার করে নিয়ে যান সেই সময় মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সামশুদ্দিন খানের কাছে ৷ মাসুদির জীবনের গল্প শুনে সামশুদ্দিন তাঁকে পথবাতি জ্বালানো ও নেভানোর কাজ দেন ৷

তার পর থেকে স্ট্রিট লাইট অপারেটর হিসেবেই কাজ করছিলেন মাসুদি ৷ কিন্তু তাঁর ভাগ্য়ের চাকা ঘুরে গেল চলতি বছর উত্তর প্রদেশে ওই পৌর নির্বাচন ঘোষণা হওয়ার পর ৷ কারণ, মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পদ পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষিত করে দেওয়া হয় ৷ সেই কারণে সামশুদ্দিন খান ভোটে লড়তে পারেননি ৷ বদলে লড়েন মাসুদি ৷ 742 ভোটে তিনি জিতেছেন ৷

সামশুদ্দিনের বক্তব্য, অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছেন মাসুদি ৷ তাই তাঁর অভিজ্ঞতা জন পরিষেবায় অবশ্যই প্রতিফলিত হবে ৷ তাছাড়া তিনি দারিদ্রতার ভুক্তোভোগী ৷ তাই তিনি অবশ্যই গরিবদের সমস্যা সমাধানে অনেক বেশি উদ্যোগী হবেন ৷ মীরানপুর কাটরা নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার অবনীশ গাঙ্গোয়ার বলেন, ‘‘এটাই গণতন্ত্রের মাধুর্য৷ মাসুদি এক সময় এখানকার কর্মী ছিলেন ৷ আর এখন তিনি প্রশাসক ৷’’

আরও পড়ুন: তাজমহল থেকে কুতুব মিনার এই ঐতিহাসিক স্থানগুলি তৈরি হতে কত সময় লেগেছে জানেন কি ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.