হাজারিবাগ (ঝাড়খণ্ড), 26 মার্চ : পারিবারিক বিবাদের জেরে ঝাড়খণ্ডের হাজারিবাগে খুন হতে হল স্বামীর হাতে স্ত্রীকে (Man shoots wife suspecting her fidelity in Jharkhand's Hazaribagh) ৷ অভিযুক্তের নাম রাজেশ সোনকার ৷ নিহতের নাম বন্দনা দেবী ৷ বয়স 27 বছর ৷ 15 দিনের একটি নবজাতক রয়েছে দম্পতির ৷
পুলিশ সূত্রে খবর, রাজেশ সোনকার, হাজারিবাগের মাল্লাহা টলির বাসিন্দা ৷ তার স্ত্রী বন্দনাদেবীকে গুলি করে খুন করে সে, তারপর বাড়িতে তালা লাগিয়ে 15 দিনের নবজাতককে রেখে পালিয়ে যায় । শিশুটির কান্না শুনে বন্দনার দেওর অর্থাৎ রাজেশ সোনকারের ভাই, সোনু সোনকার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে বন্দনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন (Vandana lying in a pool of blood) ।
বন্দনাকে তৎক্ষনাৎ শেখ ভিখারি মেডিক্যাল কলেজে (Shaikh Bhikhari Medical College) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাল্লাহা টলির পুলিশ । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাজারিবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।
আরও পড়ুন : Woman kills Her Child : একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
পুলিশ জানায়, অভিযুক্তকে ধরতে তারা অভিযান শুরু করেছে । নিহতের বাবা-মায়ের আসার অপেক্ষায় রয়েছে পুলিশ । বন্দনা উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা (Resident of Azamgarh Uttar Pradesh) । পুলিশ অভিযুক্তের ছোট ভাই সোনু কুমার সোনকার ও তাঁর মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে । অভিযুক্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্তান জন্মের পর থেকেই দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত । অভিযুক্তের ভাই জানান, ঘটনাটি ঘটার সময় তিনি টিউশনে ছিলেন এবং তাঁর মা পাশের বাড়ি গিয়েছিলেন ।