ETV Bharat / bharat

Prayagraj Train Incident: প্রয়াগরাজে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা 2 জিআরপি কনস্টেবলের !

বেআইনিভাবে টাকা তোলার প্রতিবাদ করায় এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ দুই জিআরপি কনস্টেবলের বিরুদ্ধে (Man Pushes from Moving Train by Two GRP Constables) ৷ ঘটনাটি ঘটেছে, প্রয়াগরাজের ছেওকিতে (Prayagraj Train Incident) ৷ ঘটনায় অভিযুক্ত 2 কনস্টেবল পলাতক বলে খবর ৷

Man Pushes from Moving Train by Two GRP Constables Cause Death in Prayagraj
Man Pushes from Moving Train by Two GRP Constables Cause Death in Prayagraj
author img

By

Published : Oct 22, 2022, 11:07 AM IST

প্রয়াগরাজ, 22 অক্টোবর: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ৷ জিআরপি’র 2 কনস্টেবলের বিরুদ্ধে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে (Man Pushes from Moving Train by Two GRP Constables) ৷ চলন্ত ট্রেন থেকে ফেলার কারণে ঝাড়খণ্ডের ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছিল ৷ শুক্রবার প্রয়াগরাজ জংশনের জিআরপি থানায় ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁরা ছেওকি রেল স্টেশনের জিআরপি-তে কর্তব্যরত (Prayagraj Train Incident) ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই কনস্টেবল পলাতক ৷

অভিযোগ উঠেছে, ট্রেনের মধ্যে টিকিট পরীক্ষার নামে যাত্রীদের থেকে টাকা তুলছিলেন ওই দুই কনস্টেবল ৷ বেআইনিভাবে টাকা নেওয়ায় প্রতিবাদ করেন ঝাড়খণ্ডের বাসিন্দা অরুণ ভুঁইয়া ৷ এর পরেই তাঁর সঙ্গে অভিযুক্ত কনস্টেবলদের বচসা শুরু হয় ৷ এরপরই ঘটে ওই ভয়াবহ ঘটনা ।

আরও পড়ুন: বব বিশ্বাসের ছায়া বাস্তবে ! চলন্ত ট্রেন থেকে যুবককে ঠেলে ফেলে 'নমস্কার' সহযাত্রীর

জানা গিয়েছে রাতে ট্রেনটি প্রয়াগরাজের ছেওকি স্টেশনে পৌঁছলে, সেখান থেকে ট্রেনে ওঠেন ওই দুই কনস্টেবল ৷ ট্রেন উঞ্চডিহ স্টেশন ছাড়তেই তাঁরা যাত্রীদের টিকিট পরীক্ষা করতে শুরু করেন ৷ অভিযোগ বেআইনিভাবে টাকা আদায় করতে থাকেন ৷ সেই সময় অরুণ ভুঁইয়ার থেকে টাকা চাওয়া হয় ৷ কিন্তু, তিনি তা দিতে অস্বীকার করেন এবং সেই নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয় ৷ অভিযোগ টাকা না পেয়ে, ওই দুই জিআরপি কনস্টেবল অরুণ ভুঁইয়াকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন ৷ এর পর প্রায় 24 ঘণ্টা বাদে প্রয়াগরাজ জিআরপি-তে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে, দায়ের করা মামলায় যে ধারা দেওয়া হয়েছে, তা জামিন যোগ্য বলে খবর । স্বভাবতই এনিয়ে নয়া বিতর্কের সৃষ্টি হয়েছে ।

প্রয়াগরাজ, 22 অক্টোবর: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ৷ জিআরপি’র 2 কনস্টেবলের বিরুদ্ধে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে (Man Pushes from Moving Train by Two GRP Constables) ৷ চলন্ত ট্রেন থেকে ফেলার কারণে ঝাড়খণ্ডের ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছিল ৷ শুক্রবার প্রয়াগরাজ জংশনের জিআরপি থানায় ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁরা ছেওকি রেল স্টেশনের জিআরপি-তে কর্তব্যরত (Prayagraj Train Incident) ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই কনস্টেবল পলাতক ৷

অভিযোগ উঠেছে, ট্রেনের মধ্যে টিকিট পরীক্ষার নামে যাত্রীদের থেকে টাকা তুলছিলেন ওই দুই কনস্টেবল ৷ বেআইনিভাবে টাকা নেওয়ায় প্রতিবাদ করেন ঝাড়খণ্ডের বাসিন্দা অরুণ ভুঁইয়া ৷ এর পরেই তাঁর সঙ্গে অভিযুক্ত কনস্টেবলদের বচসা শুরু হয় ৷ এরপরই ঘটে ওই ভয়াবহ ঘটনা ।

আরও পড়ুন: বব বিশ্বাসের ছায়া বাস্তবে ! চলন্ত ট্রেন থেকে যুবককে ঠেলে ফেলে 'নমস্কার' সহযাত্রীর

জানা গিয়েছে রাতে ট্রেনটি প্রয়াগরাজের ছেওকি স্টেশনে পৌঁছলে, সেখান থেকে ট্রেনে ওঠেন ওই দুই কনস্টেবল ৷ ট্রেন উঞ্চডিহ স্টেশন ছাড়তেই তাঁরা যাত্রীদের টিকিট পরীক্ষা করতে শুরু করেন ৷ অভিযোগ বেআইনিভাবে টাকা আদায় করতে থাকেন ৷ সেই সময় অরুণ ভুঁইয়ার থেকে টাকা চাওয়া হয় ৷ কিন্তু, তিনি তা দিতে অস্বীকার করেন এবং সেই নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয় ৷ অভিযোগ টাকা না পেয়ে, ওই দুই জিআরপি কনস্টেবল অরুণ ভুঁইয়াকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন ৷ এর পর প্রায় 24 ঘণ্টা বাদে প্রয়াগরাজ জিআরপি-তে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে, দায়ের করা মামলায় যে ধারা দেওয়া হয়েছে, তা জামিন যোগ্য বলে খবর । স্বভাবতই এনিয়ে নয়া বিতর্কের সৃষ্টি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.