সিমলা, 8 ফেব্রুয়ারি: হিমাচল প্রদেশে ক্রমশ বাড়ছে সাইবার অপরাধের ঘটনা (Cyber Crime in Himachal Pradesh) ৷ এই বিষয়ে মানুষকে সচেতন করতে মাঝেমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালানো হয় ৷ কিন্তু, তাতে বিশেষ লাভ হচ্ছে না ৷ পুলিশের একটি সূত্র বলছে, আসলে লোভের বশবর্তী হয়েই বহু মানুষকে তাঁদের কষ্টার্জিত অর্থ খোয়াতে হচ্ছে ৷ রাজ্যে এই ধরনের সর্বশেষ ঘটনাটি ঘটেছে চাম্বায় ৷ সেখানকার এক বাসিন্দাকে লটারি জিতিয়ে কোটি কোটি টাকা পাইয়ের দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ৷ সেই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাতে হয়েছে তাঁকে ৷ সাইবার অপরাধীরা তাঁর সারা জীবনের সঞ্চয়, 72 লক্ষ টাকা গায়েব করে দিয়েছে (Man Lost Rs 72 Lakh by Cyber Fraud Gang) !
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ওই ব্যক্তির নাম মালি ছাঙ্গা রাম ৷ চাম্বার বাসিন্দা মালিকে 2 কোটি 50 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ৷ মোবাইলে মেসেজিংয়ের মাধ্যমে তাঁকে ফাঁদে ফেলে প্রতারকরা ৷ মালিকে বলা হয়, তিনি একটি লটারি জিতেছেন ৷ যার পুরস্কারমূল্য 2 কোটি 50 লক্ষ টাকা ৷ তবে, এই টাকা পেতে তাঁকে একটি ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আগে জমা দিতে হবে ৷ মালি একথা বিশ্বাস করে নেন ৷ এবং প্রতারকদের কথা মতো টানা তিনমাস সংশ্লিষ্ট অ্য়াকাউন্টে প্রায় 200 বার টাকা পাঠান তিনি !
আরও পড়ুন: প্রকাশ্যে ব্লুটুথ ব্যবহারে বাড়ছে বিপদ ! ব্লুবাগিংয়ের জালে তথ্যচুরি হ্যাকারদের
মালি ছাঙ্গা রাম শেষবার ওই অ্য়াকাউন্টে টাকা পাঠিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে ৷ প্রায় 200 বার টাকা পাঠানোর পর তিনি বুঝতে পারেন, আসলে তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে ! তখন পুলিশের দ্বারস্থ হন তিনি ! সব শুনে তাজ্জব বনে যান পুলিশকর্মীরা ৷ কীভাবে অপরিচিতদের কথা শুনে একজন মানুষ সেই অ্য়াকাউন্টে 200 বার টাকা পাঠাতে পারেন, তা তাঁদেরও বোধগম্য হচ্ছিল না ৷ তবে পুলিশের অনুমান, টাকার লোভেই এমনটা করেছেন মালি ছাঙ্গা রাম ৷ যার জেরে তাঁকে নিজের সঞ্চয়ের 72 লক্ষ টাকা হারাতে হয়েছে ৷
এই ঘটনায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 এবং তথ্যপ্রযুক্তি আইনের 66ডি ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এই প্রসঙ্গে এএসপি ভূপেন্দ্র নেগি বলেন, "আমরা বারবার মানুষকে সচেতন করছি ৷ কিন্তু, তাঁদের বেশিরভাগই আমাদের কথায় কোনও গুরুত্ব দিচ্ছেন না ৷ আবারও বলছি, লটারি বা কোনও পুরস্কারের ফাঁদে পা দেবেন না ৷ আপনার ব্যাংক সম্পর্কিত তথ্য কোনও অজানা ব্যক্তিকে জানাবেন না ৷ তারপরও যদি কোনও প্রতারণার ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে সাইবার সেলে অভিযোগ করবেন ৷"