ETV Bharat / bharat

Man Kills Wife for Property: খুনের পর স্ত্রী'র দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দিল ব্য়ক্তি - সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন

খুনের পর, দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ৷ (Man Kills Wife for Property)

Etv Bharat
সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন
author img

By

Published : Mar 26, 2023, 7:17 PM IST

নালন্দা, 26 মার্চ: স্ত্রীকে খুনের পর, দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঙ্গীতাদেবী। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে থরথরি থানার অন্তর্গত মাসান ঘাটের কাছে। (Man Kills Wife for Property)

গত 19 মার্চ থেকে নিখোঁজ ছিল সঙ্গীতা ৷ এরপর তদন্তে নেমে পাশের গ্রামে মহিলার শরীরের বেশ কিছু অংশগুলি পাওয়া যায় ৷ এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশের দাবি, শরীরের যে অংশগুলি মিলেছে সেগুলিও ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল ৷ প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পথ কুকুরদের দ্বারাই এই অংশগুলি আরও বেশি ক্ষতবিক্ষত হয়েছে ৷ স্থানীয়রা দেহের এই অংশগুলি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্ত শুরু করে হাত, পা ও ঘাড় সহ দেহের অন্য়ান্য় অংশগুলি উদ্ধার করলেও ধড় পাওয়া যায়নি। সূত্রের খবর, ঘটনার দু'দিন আগে এক ব্য়ক্তি কুয়োর মধ্য়ে এক মহিলার শরীরের অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মৃতার শ্বশুর জানিয়েছে, গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল সঙ্গীতা। তাঁর অভিযোগ, তাঁর ছেলে নীতীশ কুমারই সঙ্গীতাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে। তাঁর আরও অভিযোগ, খুনের পর তাঁর ছেলেই গ্রামের একটি কুয়োতে সঙ্গীতার দেহ ফেলে দেয় ৷ তবে এই মুহূর্তে ছেলে ফেরার বলেও দাবি করেছেন অভিযুক্ত নীতীশ কুমারের বাবা ৷ অন্য়দিকে, অভিযুক্তের ছেলে প্রিন্স কুমারের অভিযোগ, নীতীশ সঙ্গীতাকে নিজের বাড়িতেই খুন করেছিল।

আরও পড়ুন: শাড়ি পরেই দেদার জালে বল জড়াল 'দস্যি মেয়ে'রা, ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়

পুলিশ সূত্রে খবর, 2006 সালে নীতীশ কুমারের সঙ্গে সঙ্গীতার বিয়ে হয়। সঙ্গীতা বাবার একমাত্র মেয়ে ছিল। অভিযোগ, নীতীশ বারবার বাপের বাড়ির সম্পত্তি তার নামে করতে চেয়েছিল ৷ যদিও তা করতে অস্বীকার করেছিল সঙ্গীতা। এতে ক্ষিপ্ত হয়েই নীতীশ স্ত্রীকে হত্যা করে বলেই মনে করছে পুলিশ। তদন্ত শুরু করলেও নীতিশকে এখনও ধরতে পারেনি পুলিশ ৷

নালন্দা, 26 মার্চ: স্ত্রীকে খুনের পর, দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায় ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঙ্গীতাদেবী। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে থরথরি থানার অন্তর্গত মাসান ঘাটের কাছে। (Man Kills Wife for Property)

গত 19 মার্চ থেকে নিখোঁজ ছিল সঙ্গীতা ৷ এরপর তদন্তে নেমে পাশের গ্রামে মহিলার শরীরের বেশ কিছু অংশগুলি পাওয়া যায় ৷ এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশের দাবি, শরীরের যে অংশগুলি মিলেছে সেগুলিও ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল ৷ প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পথ কুকুরদের দ্বারাই এই অংশগুলি আরও বেশি ক্ষতবিক্ষত হয়েছে ৷ স্থানীয়রা দেহের এই অংশগুলি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্ত শুরু করে হাত, পা ও ঘাড় সহ দেহের অন্য়ান্য় অংশগুলি উদ্ধার করলেও ধড় পাওয়া যায়নি। সূত্রের খবর, ঘটনার দু'দিন আগে এক ব্য়ক্তি কুয়োর মধ্য়ে এক মহিলার শরীরের অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মৃতার শ্বশুর জানিয়েছে, গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল সঙ্গীতা। তাঁর অভিযোগ, তাঁর ছেলে নীতীশ কুমারই সঙ্গীতাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে। তাঁর আরও অভিযোগ, খুনের পর তাঁর ছেলেই গ্রামের একটি কুয়োতে সঙ্গীতার দেহ ফেলে দেয় ৷ তবে এই মুহূর্তে ছেলে ফেরার বলেও দাবি করেছেন অভিযুক্ত নীতীশ কুমারের বাবা ৷ অন্য়দিকে, অভিযুক্তের ছেলে প্রিন্স কুমারের অভিযোগ, নীতীশ সঙ্গীতাকে নিজের বাড়িতেই খুন করেছিল।

আরও পড়ুন: শাড়ি পরেই দেদার জালে বল জড়াল 'দস্যি মেয়ে'রা, ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়

পুলিশ সূত্রে খবর, 2006 সালে নীতীশ কুমারের সঙ্গে সঙ্গীতার বিয়ে হয়। সঙ্গীতা বাবার একমাত্র মেয়ে ছিল। অভিযোগ, নীতীশ বারবার বাপের বাড়ির সম্পত্তি তার নামে করতে চেয়েছিল ৷ যদিও তা করতে অস্বীকার করেছিল সঙ্গীতা। এতে ক্ষিপ্ত হয়েই নীতীশ স্ত্রীকে হত্যা করে বলেই মনে করছে পুলিশ। তদন্ত শুরু করলেও নীতিশকে এখনও ধরতে পারেনি পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.