ETV Bharat / bharat

Man Kills his Wife: বিবাহবহির্ভূত সম্পর্কে আপত্তিকর অবস্থায় স্ত্রী ! গায়ে মদ ঢেলে পুড়িয়ে হত্যা ব্যক্তির - গায়ে মদ ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারলেন ব্যক্তি

পরপুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে মাথা ঠিক রাখতে পারেননি ৷ রেগে অগ্নিশর্মা হয়ে স্ত্রীর গায়ে মদ ঢেলে আগুন ধরালেন ব্যক্তি (Man Sets Wife on Fire in Hyderabad)৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 16, 2023, 11:48 AM IST

হায়দরাবাদ (তেলাঙ্গানা), 16 মার্চ: স্ত্রী-র গায়ে মদ ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে (Man Kills Wife Over Extra Marital Affair)৷ বুধবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের চারমিনার সংলগ্ন এলাকায় (Hyderabad News)৷ বুধবার এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ তবে ঘটনাটি 10 মার্চ রবিবারের বলে জানিয়েছেন এক পুলিশকর্তা ৷

জানা গিয়েছে, অভিযুক্ত তুলজাপ্পার স্ত্রী 10 মার্চ রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ৷ এদিন রাতেই স্ত্রী-কে খুঁজতে নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় মুশি নদীর কাছে এক অবস্থিত এক বর্জ্য কাগজ শ্রমিকের ঝুপড়িতে যান তুলজাপ্পা ৷ সেখানে গিয়ে ওই কাগজ কর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্ত্রীকে দেখতে পান ৷ এরপরই তাঁর মাথা গরম হয়ে যায় ৷

রাগের মাথায় স্ত্রীর গায়ে মদ ঢেলে আগুন ধরিয়ে দেন তুলজাপ্পা ৷ এরপরই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই মহিলা ৷ ঘটনায় মৃত মহিলার ভাইয়ের অভিযোগে বাহাদুরপুরা থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্ত তুলজাপ্পাকে গ্রেফতার করে ৷

বিষয়টি নিয়ে বাহাদুরপুরা থানার আধিকারিক সুধাকর জানান, বছর 61-র তুলজাপ্পা বাহাদুরপুরার একটি মদের দোকানের কর্মী ৷ তাঁর স্ত্রী (45) দিনমজুরের কাজ করতেন ৷ তাঁদের দুই সন্তানও রয়েছে ৷ বাহাদুরপুরা এলাকায় বর্জ্য কাগজ সংগ্রহ করে বিক্রি করা এক শ্রমিকের সঙ্গে স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তুলজাপ্পা ৷ লোকটির সঙ্গে দেখা করার বিরুদ্ধে বেশ কয়েকবার স্ত্রীকে সতর্কও করেছিলেন তিনি ৷ এরইমধ্য়ে তিনদিন আগে স্ত্রী নিখোঁজ হওয়ার পরে তার খোঁজে সেই শ্রমিকের ঘরে গিয়ে দু'জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান ৷ তারপরেই এই ঘটনা ৷

প্রসঙ্গত, 8 মার্চ এই তেলাঙ্গানাতেই মেচডাল এলাকায় স্ত্রী-র গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে মেরে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ সেখানেও আগুনে পুড়ে গুরুতর আহত হয়ে মহিলার মৃত্যু হয় ৷ মায়ের মৃত্যুতে দুই মেয়ে বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেই পদক্ষেপ নেয় পুলিশ ৷

আরও পড়ুন : স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরাল স্বামী !

হায়দরাবাদ (তেলাঙ্গানা), 16 মার্চ: স্ত্রী-র গায়ে মদ ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে (Man Kills Wife Over Extra Marital Affair)৷ বুধবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের চারমিনার সংলগ্ন এলাকায় (Hyderabad News)৷ বুধবার এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ তবে ঘটনাটি 10 মার্চ রবিবারের বলে জানিয়েছেন এক পুলিশকর্তা ৷

জানা গিয়েছে, অভিযুক্ত তুলজাপ্পার স্ত্রী 10 মার্চ রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ৷ এদিন রাতেই স্ত্রী-কে খুঁজতে নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় মুশি নদীর কাছে এক অবস্থিত এক বর্জ্য কাগজ শ্রমিকের ঝুপড়িতে যান তুলজাপ্পা ৷ সেখানে গিয়ে ওই কাগজ কর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্ত্রীকে দেখতে পান ৷ এরপরই তাঁর মাথা গরম হয়ে যায় ৷

রাগের মাথায় স্ত্রীর গায়ে মদ ঢেলে আগুন ধরিয়ে দেন তুলজাপ্পা ৷ এরপরই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই মহিলা ৷ ঘটনায় মৃত মহিলার ভাইয়ের অভিযোগে বাহাদুরপুরা থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্ত তুলজাপ্পাকে গ্রেফতার করে ৷

বিষয়টি নিয়ে বাহাদুরপুরা থানার আধিকারিক সুধাকর জানান, বছর 61-র তুলজাপ্পা বাহাদুরপুরার একটি মদের দোকানের কর্মী ৷ তাঁর স্ত্রী (45) দিনমজুরের কাজ করতেন ৷ তাঁদের দুই সন্তানও রয়েছে ৷ বাহাদুরপুরা এলাকায় বর্জ্য কাগজ সংগ্রহ করে বিক্রি করা এক শ্রমিকের সঙ্গে স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তুলজাপ্পা ৷ লোকটির সঙ্গে দেখা করার বিরুদ্ধে বেশ কয়েকবার স্ত্রীকে সতর্কও করেছিলেন তিনি ৷ এরইমধ্য়ে তিনদিন আগে স্ত্রী নিখোঁজ হওয়ার পরে তার খোঁজে সেই শ্রমিকের ঘরে গিয়ে দু'জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান ৷ তারপরেই এই ঘটনা ৷

প্রসঙ্গত, 8 মার্চ এই তেলাঙ্গানাতেই মেচডাল এলাকায় স্ত্রী-র গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে মেরে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ সেখানেও আগুনে পুড়ে গুরুতর আহত হয়ে মহিলার মৃত্যু হয় ৷ মায়ের মৃত্যুতে দুই মেয়ে বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেই পদক্ষেপ নেয় পুলিশ ৷

আরও পড়ুন : স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরাল স্বামী !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.