বালোদ (ছত্তীসগড়), 18 জানুয়ারি: স্ত্রী নাকি অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে মজেছেন ! এটুকু অনুমান করেই তাঁকে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Man Killed Wife) ৷ ছত্তীসগড়ের (Chhattisgarh) বালোদ (Balod) জেলার এই ঘটনার নৃশংসতা চমকে দিয়েছে দুঁদে পুলিশ আধিকারিকদেরও ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বস্তা সেলাইয়ের সূচ (Sack Stitching Needle) স্ত্রীর গোপন অঙ্গে বারবার ফুঁটিয়ে তাঁকে খুন করেছেন ওই ব্যক্তি ! অভিযুক্তের নাম, ফগনু রাম প্রজাপতি ৷ তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার বয়স 35 বছর ৷ তিনি ও তাঁর স্বামী বালোদের ক্ষেত্র বাজার গ্রামের বাসিন্দা ৷ অভিযোগ, ধৃত ফগনু রাম প্রজাপতির মদের উপর মারাত্মক আসক্তি রয়েছে ৷ প্রায় প্রতিদিনই তিনি এত বেশি পরিমাণে মদ্যপান করেন যে কোনও হুঁশ থাকে না ! এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর নিত্যদিন অশান্তি হত ৷ ফগনুর স্ত্রীর স্বামীর মদ্যপানের প্রতিবাদ করতেন ৷ আর তাতেই ফগনুর মনে হতে শুরু করে, তাঁর স্ত্রী নির্ঘাৎ অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৷ আর সেই কারণেই তাঁকে মদ্যপানে বাধা দিচ্ছেন !
আরও পড়ুন: খাস কলকাতায় পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ব্যান্ডমাস্টার
বালোদের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার জানিয়েছেন, খুনের ঘটনাটি ঘটে গত 16 জানুয়ারি ৷ এবং ঘটনার 24 ঘণ্টার মধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ করে মূল অভিযুক্তকে শনাক্ত করে ফেলে পুলিশ ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, নিহত মহিলার গোপন অঙ্গে বারবার কোনও সরু এবং তীক্ষ্ণ ধাতব বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল ! এতে তাঁর শরীরের ওই অংশে অভ্যন্তরীণ ক্ষত তৈরি হয় ৷ সেই ক্ষতই তাঁর মৃত্যুর প্রধান কারণ ৷ তবে, আততায়ী আক্রান্তের মৃত্যু নিশ্চিত করতে তাঁর গলাও টিপে ধরেছিলেন ৷ কিন্তু, শ্বাসরুদ্ধ হয়ে ওই মহিলার মৃত্যু হয়নি ৷
ধৃত ফগনু রাম প্রজাপতি প্রথমে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেননি ৷ তবে, তাঁর আচরণে সন্দেহ হয় পুলিশের ৷ তাঁকে আটক করে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় ৷ আর তাতেই ভেঙে পড়েন ওই ব্যক্তি ৷ স্বীকার করেন, তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন বলে তাঁর অনুমান ৷ সেই কারণেই স্ত্রীকে খুন করেন তিনি ৷ আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন ফগনু ৷