ETV Bharat / bharat

Man Killed Leopard: সাক্ষাৎ যম ! প্রাণ বাঁচাতে চিতাবাঘকে পিটিয়ে মারলেন যুবক - ইদুক্কি

সাত সকালে বাড়িতে ঢুকে পড়ল চিতাবাঘ ৷ প্রাণ বাঁচাতে প্রাণীটিকে পিটিয়ে মারলেন গোপালন (Gopalan) নামে এক যুবক ৷ কেরালার (Kerala) ইদুক্কি (Idukki) জেলার মনকুলম (Mankulam) এলাকার ঘটনা (Man Killed Leopard) ৷

Man Killed Leopard in Idukki for saving his own life
Man Killed Leopard: সাক্ষাৎ যম ! প্রাণ বাঁচাতে চিতাবাঘকে পিটিয়ে মারলেন যুবক
author img

By

Published : Sep 3, 2022, 4:43 PM IST

ইদুক্কি (কেরালা), 3 সেপ্টেম্বর: নিজের প্রাণ বাঁচাতে বন্য চিতাবাঘকে (Leopard) পিটিয়ে মারলেন এক যুবক ৷ শনিবার সকালের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেরালার (Kerala) ইদুক্কি (Idukki) জেলার মনকুলম (Mankulam) এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে যুবকের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁর নাম গোপালন (Gopalan) ৷ তিনি মনকুলমেরই বাসিন্দা ৷ গোপালন জানিয়েছেন, এদিন সকালে তিনি বাড়িতেই ছিলেন ৷ সেই সময় হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে এক চিতাবাঘ ৷ তখনই প্রাণীটির সামনে পড়ে যান গোপালন ৷ বলা বাহুল্য, এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না ৷ সামনে মানুষ দেখে বন্য প্রাণীটিও ভ্যাবাচ্য়াকা খেয়ে যায় ৷ এরপর চোখের পলক ফেলতে না ফেলতেই গোপালনের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি ৷ প্রাণ বাঁচাতে তার সঙ্গে অসম লড়াই শুরু করেন গোপালন ৷ শেষমেশ জয় হয় তাঁরই ৷ প্রাণীটি মারা যায় (Man Killed Leopard) ৷ এরপর গোপালনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন: তুলির জোগানে বলি হাজার হাজার বেজি, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাত থেকেই লোকালয়ে চিতাবাঘটিকে দেখা যাচ্ছিল ৷ খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে নিকটবর্তী বসত এলাকায় ঢুকে পড়ে সেটি ৷ পঞ্চাশ মাইল নামে ওই এলাকায় দু'টি ছাগল মারে চিতাবাঘটি ৷ এর আগেও গত কয়েক দিন ধরে মনকুলমে চিতাবাঘটিকে রাতের অন্ধকারে গ্রামে ঘুরতে দেখা গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ বিষয়টি ইতিমধ্যেই বন দফতরকেও জানানো হয় ৷

বন দফতর সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকায় ক্য়ামেরার ফাঁদ বসানো হয় ৷ তাতে চিতাবাঘের ছবিও ওঠে ৷ প্রাণীটিকে ধরতে এরপর খাঁচা পাতে বন দফতর ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ শেষমেশ লোকালয়ে ঢুকে প্রাণ হারাতে হল চিতাবাঘটিকে ৷

লোকালয়ে এসে হারাতে হল প্রাণ !

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা ৷ তাঁদের বক্তব্য, গোপালন নিজের প্রাণ বাঁচাতে প্রাণীটিকে পিটিয়ে মেরেছেন ৷ এক্ষেত্রে তাঁকে কিছু বলার নেই ৷ কিন্তু, এমন পরিস্থিতি তৈরি হল কেন, তার ব্যাখ্যা বন দফতরকে দিতে হবে ৷ রাজ্য়ের বন মন্ত্রী একে শশীন্দ্রন বলেন, যেহেতু নিজের প্রাণ বাঁচানোর জন্য গোপালন চিতবাঘটিকে মারতে বাধ্য হয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না ৷ পাশাপাশি, বন দফতরের কর্মী ও আধিকারিকরাও যাতে তাঁকে বিরক্ত না করেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷

ইদুক্কি (কেরালা), 3 সেপ্টেম্বর: নিজের প্রাণ বাঁচাতে বন্য চিতাবাঘকে (Leopard) পিটিয়ে মারলেন এক যুবক ৷ শনিবার সকালের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেরালার (Kerala) ইদুক্কি (Idukki) জেলার মনকুলম (Mankulam) এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে যুবকের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁর নাম গোপালন (Gopalan) ৷ তিনি মনকুলমেরই বাসিন্দা ৷ গোপালন জানিয়েছেন, এদিন সকালে তিনি বাড়িতেই ছিলেন ৷ সেই সময় হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে এক চিতাবাঘ ৷ তখনই প্রাণীটির সামনে পড়ে যান গোপালন ৷ বলা বাহুল্য, এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না ৷ সামনে মানুষ দেখে বন্য প্রাণীটিও ভ্যাবাচ্য়াকা খেয়ে যায় ৷ এরপর চোখের পলক ফেলতে না ফেলতেই গোপালনের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি ৷ প্রাণ বাঁচাতে তার সঙ্গে অসম লড়াই শুরু করেন গোপালন ৷ শেষমেশ জয় হয় তাঁরই ৷ প্রাণীটি মারা যায় (Man Killed Leopard) ৷ এরপর গোপালনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন: তুলির জোগানে বলি হাজার হাজার বেজি, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাত থেকেই লোকালয়ে চিতাবাঘটিকে দেখা যাচ্ছিল ৷ খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে নিকটবর্তী বসত এলাকায় ঢুকে পড়ে সেটি ৷ পঞ্চাশ মাইল নামে ওই এলাকায় দু'টি ছাগল মারে চিতাবাঘটি ৷ এর আগেও গত কয়েক দিন ধরে মনকুলমে চিতাবাঘটিকে রাতের অন্ধকারে গ্রামে ঘুরতে দেখা গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ বিষয়টি ইতিমধ্যেই বন দফতরকেও জানানো হয় ৷

বন দফতর সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকায় ক্য়ামেরার ফাঁদ বসানো হয় ৷ তাতে চিতাবাঘের ছবিও ওঠে ৷ প্রাণীটিকে ধরতে এরপর খাঁচা পাতে বন দফতর ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ শেষমেশ লোকালয়ে ঢুকে প্রাণ হারাতে হল চিতাবাঘটিকে ৷

লোকালয়ে এসে হারাতে হল প্রাণ !

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা ৷ তাঁদের বক্তব্য, গোপালন নিজের প্রাণ বাঁচাতে প্রাণীটিকে পিটিয়ে মেরেছেন ৷ এক্ষেত্রে তাঁকে কিছু বলার নেই ৷ কিন্তু, এমন পরিস্থিতি তৈরি হল কেন, তার ব্যাখ্যা বন দফতরকে দিতে হবে ৷ রাজ্য়ের বন মন্ত্রী একে শশীন্দ্রন বলেন, যেহেতু নিজের প্রাণ বাঁচানোর জন্য গোপালন চিতবাঘটিকে মারতে বাধ্য হয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না ৷ পাশাপাশি, বন দফতরের কর্মী ও আধিকারিকরাও যাতে তাঁকে বিরক্ত না করেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.