ETV Bharat / bharat

Ghaziabad Murder Case: দেওর-বৌদির প্রেমে কাঁটা দাদা ! গলা কেটে 'খুন' ভাইয়ের - Elder brother got killed

ছোট ভাই আর স্ত্রীর এই সম্পর্কের কথা জানতে পেরে বাধা দিয়েছিলেন আজিজ। এই বিষয়টি মেনে নিতে পারেননি আজিজের স্ত্রী এবং ছোট ভাই আমির (Elder brother got killed over extra monitorial affair)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 14, 2022, 7:04 AM IST

গাজিয়াবাদ, 14 নভেম্বর: বৌদির সঙ্গে প্রেমে বাধা দিচ্ছেন দাদা । তাই বৌদির সঙ্গে ছক কষে দাদার গলা কেটে 'খুন' করল ভাই । শুধু তাই নয় বৌদিকে নিয়ে চম্পটও দিল। তবে শেষমেশ পুলিশি তৎপরতায় দু'জনকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে । গাজিয়াবাদের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Ghaziabad man killed his elder brother by silting his throat )।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ছোট ভাই আর স্ত্রীর এই সম্পর্কের কথা জানতে পেরে বাধা দিয়েছিলেন আজিজ। এই বিষয়টি মেনে নিতে পারেননি আজিজের স্ত্রী এবং ছোট ভাই আমির। আজিজকে পথ থেকে সরানোর ছক কষতে শুরু করেন দু'জন। এরপর রাতে বোরখা পরে বাড়িতে আসে আমির । ধারালো কোনও বস্তু দিয়ে দাদার গলা কেটে খুন করে দেয় । খুনের পর দুজনে পালিয়ে যায় বলে পুলিশের অনুমান । বিস্তারিত অনুসন্ধানের পর দু'দজনকেই গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: 300 পুলিশের চেষ্টায় গুজরাত থেকে উদ্ধার অপহৃত কিশোর

পুলিশ সুপার ইরান রাজ বলেন, "তদন্ত নেমে ওই এলাকার কয়েকটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসে । তাতে বোরখা পরিহিত একজনকে আজিজের বাড়িতে ঢুকতে দেখা যায়। কিন্তু তাঁর আচার-আচরণ মেয়েদের মতো ছিল না । সেখান থেকেই আমাদের সন্দেহ হয় । পরে তাঁদের গ্রেফতার করি ।"

গাজিয়াবাদ, 14 নভেম্বর: বৌদির সঙ্গে প্রেমে বাধা দিচ্ছেন দাদা । তাই বৌদির সঙ্গে ছক কষে দাদার গলা কেটে 'খুন' করল ভাই । শুধু তাই নয় বৌদিকে নিয়ে চম্পটও দিল। তবে শেষমেশ পুলিশি তৎপরতায় দু'জনকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে । গাজিয়াবাদের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Ghaziabad man killed his elder brother by silting his throat )।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ছোট ভাই আর স্ত্রীর এই সম্পর্কের কথা জানতে পেরে বাধা দিয়েছিলেন আজিজ। এই বিষয়টি মেনে নিতে পারেননি আজিজের স্ত্রী এবং ছোট ভাই আমির। আজিজকে পথ থেকে সরানোর ছক কষতে শুরু করেন দু'জন। এরপর রাতে বোরখা পরে বাড়িতে আসে আমির । ধারালো কোনও বস্তু দিয়ে দাদার গলা কেটে খুন করে দেয় । খুনের পর দুজনে পালিয়ে যায় বলে পুলিশের অনুমান । বিস্তারিত অনুসন্ধানের পর দু'দজনকেই গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: 300 পুলিশের চেষ্টায় গুজরাত থেকে উদ্ধার অপহৃত কিশোর

পুলিশ সুপার ইরান রাজ বলেন, "তদন্ত নেমে ওই এলাকার কয়েকটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসে । তাতে বোরখা পরিহিত একজনকে আজিজের বাড়িতে ঢুকতে দেখা যায়। কিন্তু তাঁর আচার-আচরণ মেয়েদের মতো ছিল না । সেখান থেকেই আমাদের সন্দেহ হয় । পরে তাঁদের গ্রেফতার করি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.