মেরঠ: ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ শনিবার রাতে উত্তর প্রদেশের মেরঠের লোহিয়ানগর থানা এলাকার ঘটনা ৷ মৃতের নাম শাহজাদ ৷ তিনি পেশায় তাঁত ব্যবসায়ী ৷ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ যা থেকে পুলিশের সন্দেহ ওই ব্যক্তিকে খুনও করা হতে পারে ৷ এরপর সন্দেহভাজন মৃতের মা, ভাই ও অন্তঃসত্ত্বা বোনকে প্রথমে আটক করে স্থানীয় পুলিশ, পরে গ্রেফতার করা হয় শাহজাদের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে ।
ঘটনা প্রসঙ্গেই স্থানীয় কোতোয়ালি থানার ওসি অমিত রাই বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে মৃত্যুর আগে ওই ব্যক্তিকে ভারী রড জাতীয় বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল ৷ তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয় ৷" তদন্তের প্রয়োজনে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ ওই পুলিশ অফিসার আরও জানান, মৃতদেহ উদ্ধারের দিন পরিবারের সদস্যরা একাধিকবার ময়না তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করে ৷ যাতে সন্দেহ আরও দানা বাঁধে ৷ তারপেরই মৃতের মা, ভাই ও অন্তঃসত্ত্বা বোনকে আটক করে স্থানীয় পুলিশ ৷
পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে, শাহজাদের বাবা মহম্মদ ইনামের আগেই মৃত্যু হয়েছে । তারপর থেকেই দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ লেগেই থাকত ৷ সম্প্রতি বড়ভাই শাহজাদের সঙ্গে তাঁর ভাই আকরানের পারিবারিক অশান্তি হয় ৷ তারপর থেকে শাহজাদের সঙ্গে তাঁর ভাইয়ের কোনও সম্পর্ক ছিল না ৷ এই কারণে পুলিশের সন্দেহ আকরানের উপর ৷
আরও পডু়ন: বালাসোরের দুর্ঘটনায় শনাক্ত না-হওয়া দেহগুলি সৎকারের জন্য পৌরনিগমের হাতে তুলে দিল এইমস
আকরানকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে, 2 বছর আগে তারন্নুম নামের এক মহিলার সঙ্গে বিয়ে হয় আকরানের । বিয়ের পর থেকেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ লেগেই থাকত । শাহজাদের কাছে সম্পত্তির অংশ চেয়েছিল আকরান ৷ তারপরই আকরানকে বাড়ি থেকে বের করে দেন শাহজাদ ৷ তাতেই অশান্তি চরমে ওঠে ৷ শনিবারও দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে আবারও বিবাদ বাঁধে ৷ সেই সময়েই মা শাহানা ও বোন শবনমও আসেন । সকলের উপস্থিতিতেই হঠাৎই আকরান লোহার রড দিয়ে ভাই শাহজাদকে বুকে আঘাত করে। তারপর তাঁকে পাখার সঙ্গে ঝুলিয়ে দেয় দড়ি দিয়ে ৷