ETV Bharat / bharat

Man Kills Father-in-Law: কেরলে মদ্যপ অবস্থায় শ্বশুরকে কুপিয়ে খুন জামাইয়ের ! ছুরিকাঘাতে জখম স্ত্রীও - ইদুক্কি মেডিক্যাল কলেজ

Man Hacked to Death Father-in-Law: কেরলে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে শ্বশুরকে কুপিয়ে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনায় হাসপাতালে ভরতি অভিযুক্তের গুরুতর জখম স্ত্রী ৷

Man Kills Father in Law
শ্বশুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনে জামাইয়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 3:50 PM IST

ইদুক্কি(কেরল), 9 নভেম্বর: পারিবারিক অশান্তির জের ৷ শ্বশুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কি জেলার নেদুমকান্দামে ৷ মৃতের নাম টমি ৷ তিনি নেদুমকান্দাম কাভুনথির বাসিন্দা ৷ অভিযুক্তের নাম জোবিন ৷ তিনি মাভাদির বাসিন্দা ৷ জোবিন স্ত্রী টিন্টুকেও ছুরিকাঘাত করে বলেও অভিযোগ । তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে ইদুক্কি মেডিক্যাল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, বুধবার রাত 11টা নাগাদ এই হত্যাকাণ্ড ৷ জোবিন রাতে শ্বশুর বাড়িতে আসেন ৷ অভিযোগ, এরপর টমির বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে সব জানালা ভেঙে ভয়ের পরিবেশ সৃষ্টি করেন তিনি । সেখানে থাকা অটোরিকশাগুলিকেও ভাঙচুর চালোনো হয় ৷ অভিযুক্ত ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে এলাকাবাসীর দাবি ৷ সেই অবস্থায় এরপর অভিযুক্ত ঘরে ঢুকে শ্বশুর টমিকে কুপিয়ে খুন করেন এবং স্ত্রীও সেসময় সেখানেই উপস্থিত ছিলেন ৷

তিনি তাঁকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন ৷ যার জেরে গুরুতর আহত হন টিনটু ৷ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে ৷ তবে জোবিনের হাতে ছুরি থাকায় তারা কেউ দুজনের কাছে যেতে পারেনি ৷ কে কাছে এলে অভিযুক্ত ছুরি নিয়ে হামলা চালানোর হুমকি দেয় ৷ স্থানীয়রাই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমিকে নেদুমকান্দাম তালুক হাসপাতালে নিয়ে যায় ৷ তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: এক কোপে ধড় থেকে স্ত্রীর মাথা আলাদা করে থানায় আত্মসমর্পণ স্বামীর !

অন্যদিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন জোবিন । তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছে পুলিশ । ফরেনসিক বিশেষজ্ঞ, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এবং ডগস স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে । দেহ ময়নাতদন্তের জন্য হসপাতালে পাঠানো হয়েছে ।

ইদুক্কি(কেরল), 9 নভেম্বর: পারিবারিক অশান্তির জের ৷ শ্বশুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কি জেলার নেদুমকান্দামে ৷ মৃতের নাম টমি ৷ তিনি নেদুমকান্দাম কাভুনথির বাসিন্দা ৷ অভিযুক্তের নাম জোবিন ৷ তিনি মাভাদির বাসিন্দা ৷ জোবিন স্ত্রী টিন্টুকেও ছুরিকাঘাত করে বলেও অভিযোগ । তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে ইদুক্কি মেডিক্যাল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, বুধবার রাত 11টা নাগাদ এই হত্যাকাণ্ড ৷ জোবিন রাতে শ্বশুর বাড়িতে আসেন ৷ অভিযোগ, এরপর টমির বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে সব জানালা ভেঙে ভয়ের পরিবেশ সৃষ্টি করেন তিনি । সেখানে থাকা অটোরিকশাগুলিকেও ভাঙচুর চালোনো হয় ৷ অভিযুক্ত ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে এলাকাবাসীর দাবি ৷ সেই অবস্থায় এরপর অভিযুক্ত ঘরে ঢুকে শ্বশুর টমিকে কুপিয়ে খুন করেন এবং স্ত্রীও সেসময় সেখানেই উপস্থিত ছিলেন ৷

তিনি তাঁকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন ৷ যার জেরে গুরুতর আহত হন টিনটু ৷ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে ৷ তবে জোবিনের হাতে ছুরি থাকায় তারা কেউ দুজনের কাছে যেতে পারেনি ৷ কে কাছে এলে অভিযুক্ত ছুরি নিয়ে হামলা চালানোর হুমকি দেয় ৷ স্থানীয়রাই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমিকে নেদুমকান্দাম তালুক হাসপাতালে নিয়ে যায় ৷ তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: এক কোপে ধড় থেকে স্ত্রীর মাথা আলাদা করে থানায় আত্মসমর্পণ স্বামীর !

অন্যদিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন জোবিন । তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছে পুলিশ । ফরেনসিক বিশেষজ্ঞ, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এবং ডগস স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে । দেহ ময়নাতদন্তের জন্য হসপাতালে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.