ETV Bharat / bharat

Man dragged by Car: দুর্ঘটনার পর কয়েক কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি, দিল্লিতে মৃত্যু এক ব্যক্তির; সামনে এল ভিডিয়ো - ভিডিয়ো ভাইরাল

দক্ষিণ-পশ্চিম দিল্লির মহিপালপুরে এক ব্যক্তিকে দেড় কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
ভাইরাল ভিডিয়ো
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 10:56 PM IST

গাড়িতে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে ব্যক্তিকে

নয়াদিল্লি, 11 অক্টোবর: দ্রুত গতিতে চলছে গাড়ি ৷ তাতে আটকে আছেন এক ব্যক্তি ৷ গাড়ি চালকের কোন হুঁশ নেই ৷ নির্লিপ্তের মতো গাড়ি চালাচ্ছেন ৷ যদিও চালকের মুখ দেখা যাচ্ছে না ৷ সমস্ত ঘটনাই ভিডিয়ো করছেন অপর এক ব্যক্তি ৷ যিনি ঘাতক গাড়ির পিছনে ছিলেন ৷ নিশ্চয় ভাবছেন কোনও সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য হবে ৷ না একেবারেই তা নয় ৷ দক্ষিণ-পশ্চিম দিল্লির মহিপালপুর এলাকার দিল্লি থেকে গুরগাঁও যাওয়ার মহিপালপুর সড়কের ঘটনা ৷ সোশাল মিডিয়ায় এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যে ব্যক্তি ভিডিয়ো করেছেন, তাঁর পরিচয় অবশ্য জানা যায়নি ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো সন্ধানে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ ৷ শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে দুর্ঘটনাটি মহিপালপুর রোডে ঘটেছে ৷ নিহতের নাম বিজন্দর (43) ৷ তিনি ফরিদাবাদের বাসিন্দা ৷ ঘটনা প্রসঙ্গেই ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) মনোজ সি বলেন, "মঙ্গলবার রাত 11টা 20 মিনিট নাগাদ একটি ফোন আসে থানায় ৷ তার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ ৷ 8 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে থেকে গুরুতর জখম অবস্থায় এক ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷"

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্য়ু হয়েছে ৷ মৃত ব্যক্তি হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা ৷ দিল্লিতে ট্যাক্সি চালকের কাজ করতেন । বসন্ত কুঞ্জ উত্তর থানায় 302/201 ধারায় হত্যা এবং প্রমাণ ধ্বংসের জন্য একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশে । ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

উল্লেখ্য, এটাই প্রথম নয় ৷ এর আগেই এই ধরনের একটি ঘটনা ঘটেছিল চলতি বছরের শুরুতে ৷ দেখা গিয়েছে একটি গাড়ি বেশ কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাচ্ছে এক কিশোরীকে । ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবতীর ৷

আরও পডুন: বিধাননগরে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে আহত 5, গ্রেফতার বাস চালক

গাড়িতে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে ব্যক্তিকে

নয়াদিল্লি, 11 অক্টোবর: দ্রুত গতিতে চলছে গাড়ি ৷ তাতে আটকে আছেন এক ব্যক্তি ৷ গাড়ি চালকের কোন হুঁশ নেই ৷ নির্লিপ্তের মতো গাড়ি চালাচ্ছেন ৷ যদিও চালকের মুখ দেখা যাচ্ছে না ৷ সমস্ত ঘটনাই ভিডিয়ো করছেন অপর এক ব্যক্তি ৷ যিনি ঘাতক গাড়ির পিছনে ছিলেন ৷ নিশ্চয় ভাবছেন কোনও সিনেমার শ্যুটিংয়ের দৃশ্য হবে ৷ না একেবারেই তা নয় ৷ দক্ষিণ-পশ্চিম দিল্লির মহিপালপুর এলাকার দিল্লি থেকে গুরগাঁও যাওয়ার মহিপালপুর সড়কের ঘটনা ৷ সোশাল মিডিয়ায় এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যে ব্যক্তি ভিডিয়ো করেছেন, তাঁর পরিচয় অবশ্য জানা যায়নি ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো সন্ধানে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ ৷ শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে দুর্ঘটনাটি মহিপালপুর রোডে ঘটেছে ৷ নিহতের নাম বিজন্দর (43) ৷ তিনি ফরিদাবাদের বাসিন্দা ৷ ঘটনা প্রসঙ্গেই ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) মনোজ সি বলেন, "মঙ্গলবার রাত 11টা 20 মিনিট নাগাদ একটি ফোন আসে থানায় ৷ তার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ ৷ 8 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে থেকে গুরুতর জখম অবস্থায় এক ওই ব্যক্তিকে উদ্ধার করে ৷"

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্য়ু হয়েছে ৷ মৃত ব্যক্তি হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা ৷ দিল্লিতে ট্যাক্সি চালকের কাজ করতেন । বসন্ত কুঞ্জ উত্তর থানায় 302/201 ধারায় হত্যা এবং প্রমাণ ধ্বংসের জন্য একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশে । ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

উল্লেখ্য, এটাই প্রথম নয় ৷ এর আগেই এই ধরনের একটি ঘটনা ঘটেছিল চলতি বছরের শুরুতে ৷ দেখা গিয়েছে একটি গাড়ি বেশ কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাচ্ছে এক কিশোরীকে । ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবতীর ৷

আরও পডুন: বিধাননগরে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে আহত 5, গ্রেফতার বাস চালক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.