ETV Bharat / bharat

Death In Dandiya Night: ডান্ডিয়া নাইটে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার যুবকদের, প্রতিবাদ করে প্রাণ গেল বাবার ! - Dandiya night in Faridabad

ডান্ডিয়া নাইটে মেয়ের হাত ধরে টানাটানি করার প্রতিবাদ করেছিলেন বাবা ৷ অভিযুক্ত যুবকদের মারধরের জেরে মৃত্যু হল তাঁর ৷ ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের ৷

Death In Dandiya Night
মারধরের জেরে মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 2:08 PM IST

Updated : Oct 25, 2023, 2:20 PM IST

ফরিদাবাদ, 25 অক্টোবর: ডান্ডিয়া নাইটে মেয়ের ফোন নম্বর চাওয়া ও তাঁর হাত ধরে টানাটানি করাকে কেন্দ্র করে বচসা ৷ যুবকদের ধাক্কাধাক্কি ও মারধরে মৃত্যু বাবার ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে ৷ দেশের বিভিন্ন শহরের মতো ফরিদাবাদেও ডান্ডিয়া নাইটের আয়োজন হয়েছিল। সেক্টর 87-এর প্রিন্সেস সোসাইটিতে এই ডান্ডিয়া নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা আমন্ত্রিত ছিলেন। ডান্ডিয়া নাইট চলাকালীন একটি পরিবারের সঙ্গে দুই যুবকের বিবাদ বাধে ৷ তার জেরেই ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে ৷

জানা গিয়েছে, ডান্ডিয়া নাচের সময় দুই যুবক একটি 25 বছর বয়সি তরুণীর কাছে তাঁর ফোন নম্বর চান ৷ তিনি তা দিতে অস্বীকার করলে তাঁরা তার হাত ধরে টানাটানি করতে থাকেন ৷ ঘটনাস্থলেই ছিলেন মেয়েটির বাবা-মা ও ভাই ৷ অভিযোগ, তাঁরা এর প্রতিবাদ করলে দুটি যুবক মেয়েটির পরিবারকে ধাক্কা দেয় ও মারধর করে। ধাক্কা লেগে মেয়েটির বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান । পরিবারের লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পরিবারর তরফে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন: পরিবারের পাঁচ সদস্যকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার 2 মহিলা

পুলিশ আধিকারিক জামিল খান বলেন, "গভীর রাতে সেক্টর 87-এর প্রিন্সেস সোসাইটিতে ডান্ডিয়ার অনুষ্ঠান চলার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে । পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরিবারের সদস্যরা তাদের অভিযোগে জানিয়েছেন, দুই যুবক এই প্রিন্স সোসাইটিতেই থাকেন। ডান্ডিয়া নাচের সময় ওই দুই যুবক মেয়েটির হাত ধরে টানাটানি করে, তঁরা কাছে ফোন নম্বর চান ৷ যার জেরে বিবাদের শুরু হয় । এই বিবাদের সময়ই হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ধাক্কা লেগে এক ব্যক্তি নীচে পড়ে যান । ওই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন । পুলিশ নিহতের ময়নাতদন্ত করছে । বর্তমানে পুলিশ ঘটনায় তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷"

ফরিদাবাদ, 25 অক্টোবর: ডান্ডিয়া নাইটে মেয়ের ফোন নম্বর চাওয়া ও তাঁর হাত ধরে টানাটানি করাকে কেন্দ্র করে বচসা ৷ যুবকদের ধাক্কাধাক্কি ও মারধরে মৃত্যু বাবার ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে ৷ দেশের বিভিন্ন শহরের মতো ফরিদাবাদেও ডান্ডিয়া নাইটের আয়োজন হয়েছিল। সেক্টর 87-এর প্রিন্সেস সোসাইটিতে এই ডান্ডিয়া নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা আমন্ত্রিত ছিলেন। ডান্ডিয়া নাইট চলাকালীন একটি পরিবারের সঙ্গে দুই যুবকের বিবাদ বাধে ৷ তার জেরেই ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে ৷

জানা গিয়েছে, ডান্ডিয়া নাচের সময় দুই যুবক একটি 25 বছর বয়সি তরুণীর কাছে তাঁর ফোন নম্বর চান ৷ তিনি তা দিতে অস্বীকার করলে তাঁরা তার হাত ধরে টানাটানি করতে থাকেন ৷ ঘটনাস্থলেই ছিলেন মেয়েটির বাবা-মা ও ভাই ৷ অভিযোগ, তাঁরা এর প্রতিবাদ করলে দুটি যুবক মেয়েটির পরিবারকে ধাক্কা দেয় ও মারধর করে। ধাক্কা লেগে মেয়েটির বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান । পরিবারের লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পরিবারর তরফে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন: পরিবারের পাঁচ সদস্যকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার 2 মহিলা

পুলিশ আধিকারিক জামিল খান বলেন, "গভীর রাতে সেক্টর 87-এর প্রিন্সেস সোসাইটিতে ডান্ডিয়ার অনুষ্ঠান চলার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে । পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরিবারের সদস্যরা তাদের অভিযোগে জানিয়েছেন, দুই যুবক এই প্রিন্স সোসাইটিতেই থাকেন। ডান্ডিয়া নাচের সময় ওই দুই যুবক মেয়েটির হাত ধরে টানাটানি করে, তঁরা কাছে ফোন নম্বর চান ৷ যার জেরে বিবাদের শুরু হয় । এই বিবাদের সময়ই হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ধাক্কা লেগে এক ব্যক্তি নীচে পড়ে যান । ওই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন । পুলিশ নিহতের ময়নাতদন্ত করছে । বর্তমানে পুলিশ ঘটনায় তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷"

Last Updated : Oct 25, 2023, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.