ETV Bharat / bharat

Heavy Rain: প্রবল বৃষ্টিতে চলন্ত স্কুটিতে গাছ পড়ে মৃত্যু বৃদ্ধের, তুঙ্গা নদীতে তলিয়ে গেল দুই ছাত্র

কর্ণাটকের চিকামাগালুরু জেলায় প্রবল ঝড়বৃষ্টি বেশ কয়েকদিন ধরে ৷ এই পরিস্থিতিতে দু'চাকা গাড়ির উপর একটি গাছ পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ অপর একটি ঘটনায় জলে ডুবে মৃত্যু হয়েছে দুই কলেজ পড়ুয়ার ৷

author img

By

Published : May 22, 2023, 1:00 PM IST

Updated : May 22, 2023, 2:00 PM IST

road accident
দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের

চিকমাগালুরু, 22 মে: কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটকের জনজীবন ৷ বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছেপ্রবল ঝড়বৃষ্টির কবলে পড়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর ৷ কর্ণাটকের চিকামাগালুরু জেলার মুদিগেরে শহরে রবিবার ঘটনাটি ঘটেছে ৷ চলন্ত স্কুটিতে গাছ পড়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের বলে জানা গিয়েছে । তিনি মুদিগেরে শহরেরই বাসিন্দা ৷ তাঁর নাম ভেনুগোপাল (65 বছর) ।

জানা গিয়েছে, দুচাকা গাড়ি করে মুদিগেরের কাছে চিক্কাল্লায় তাঁর হোমস্টেতে যাচ্ছিলেন । বিকেল 4.45 নাগাদ দমকা ঝড়ো হাওয়ায় তাঁর স্কুটির উপর একটি বড় গাছ পড়ে যায় । তাতে গুরুতর জখম হন তিনি ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভেনুগোপালকে মৃত ঘোষণা করেন । তিনি হাসানের বাসিন্দা । তিনি মুদিগেরে শহরের কেসাভাল্লু গ্রামের রাধা নামে মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ এরপর থেকেই মুদিগেরে থাকতে শুরু করেন । তাঁর পরিচিতরা জানিয়েছেন, তিনি বহু বছর ধরে মুদিগেরে থাকেন এবং শহরের আদ্যান্তয়া থিয়েটারের বিপরীতে পাটানা পঞ্চায়েতের কাছে একটি দোকান চালাতেন । ভেনুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে মুদিগেরে এমজিএম হাসপাতালে তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়রা ভিড় জমায় । মুদিগেরে থানা ঘটনার তদন্ত করছে ।

নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু: অন্যদিকে, ওই জেলায় ঝড়বৃষ্টির মধ্যে কলেজ থেকে একদিনের সফরে এসেছিল একদল পড়ুয়া ৷ তাঁরা তুঙ্গা নদীতে সাঁতার কাটতে গিয়েছিলেন । সেখানে জলে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, তাদের মধ্যে একজন প্রথমে নদীতে ডুবে যান । অন্য এক ছাত্র সেটা দেখতে পান ৷ তিনি বন্ধুকে বাঁচাতে গেলে দুই ছাত্ররই নদীর জলে ডুবে মৃত্যু হয় ।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে চিকমাগালুরু জেলার নেমারুর কাছে তুঙ্গা নদীতে । নিহত ছাত্রদের একজনের নাম রক্ষিত (20) ৷ তিনি হরিহরপুরের বাসিন্দা ৷ অন্যজন, মক্কি শৃঙ্গেরির বাসিন্দা প্রজওয়াল (21)। তারা শৃঙ্গেরী শহরের একটি বেসরকারি কলেজের ছাত্র ছিলেন বলে খবর । এই ঘটনায় শৃঙ্গেরী থানায় একটি মামলা দায়ের হয়েছে ।

আরও পড়ুন: ঋষিকেশে রিভার রাফটিং চলাকালীন মারামারি, ভাইরাল ভিডিয়ো

চিকমাগালুরু, 22 মে: কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটকের জনজীবন ৷ বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছেপ্রবল ঝড়বৃষ্টির কবলে পড়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর ৷ কর্ণাটকের চিকামাগালুরু জেলার মুদিগেরে শহরে রবিবার ঘটনাটি ঘটেছে ৷ চলন্ত স্কুটিতে গাছ পড়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের বলে জানা গিয়েছে । তিনি মুদিগেরে শহরেরই বাসিন্দা ৷ তাঁর নাম ভেনুগোপাল (65 বছর) ।

জানা গিয়েছে, দুচাকা গাড়ি করে মুদিগেরের কাছে চিক্কাল্লায় তাঁর হোমস্টেতে যাচ্ছিলেন । বিকেল 4.45 নাগাদ দমকা ঝড়ো হাওয়ায় তাঁর স্কুটির উপর একটি বড় গাছ পড়ে যায় । তাতে গুরুতর জখম হন তিনি ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভেনুগোপালকে মৃত ঘোষণা করেন । তিনি হাসানের বাসিন্দা । তিনি মুদিগেরে শহরের কেসাভাল্লু গ্রামের রাধা নামে মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ এরপর থেকেই মুদিগেরে থাকতে শুরু করেন । তাঁর পরিচিতরা জানিয়েছেন, তিনি বহু বছর ধরে মুদিগেরে থাকেন এবং শহরের আদ্যান্তয়া থিয়েটারের বিপরীতে পাটানা পঞ্চায়েতের কাছে একটি দোকান চালাতেন । ভেনুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে মুদিগেরে এমজিএম হাসপাতালে তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়রা ভিড় জমায় । মুদিগেরে থানা ঘটনার তদন্ত করছে ।

নদীতে ডুবে দুই ছাত্রের মৃত্যু: অন্যদিকে, ওই জেলায় ঝড়বৃষ্টির মধ্যে কলেজ থেকে একদিনের সফরে এসেছিল একদল পড়ুয়া ৷ তাঁরা তুঙ্গা নদীতে সাঁতার কাটতে গিয়েছিলেন । সেখানে জলে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, তাদের মধ্যে একজন প্রথমে নদীতে ডুবে যান । অন্য এক ছাত্র সেটা দেখতে পান ৷ তিনি বন্ধুকে বাঁচাতে গেলে দুই ছাত্ররই নদীর জলে ডুবে মৃত্যু হয় ।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে চিকমাগালুরু জেলার নেমারুর কাছে তুঙ্গা নদীতে । নিহত ছাত্রদের একজনের নাম রক্ষিত (20) ৷ তিনি হরিহরপুরের বাসিন্দা ৷ অন্যজন, মক্কি শৃঙ্গেরির বাসিন্দা প্রজওয়াল (21)। তারা শৃঙ্গেরী শহরের একটি বেসরকারি কলেজের ছাত্র ছিলেন বলে খবর । এই ঘটনায় শৃঙ্গেরী থানায় একটি মামলা দায়ের হয়েছে ।

আরও পড়ুন: ঋষিকেশে রিভার রাফটিং চলাকালীন মারামারি, ভাইরাল ভিডিয়ো

Last Updated : May 22, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.