ETV Bharat / bharat

Road Accident in Kerala: কেরলে পথ দুর্ঘটনা, লরি থেকে ঝুলন্ত দড়িতে পা আটকে মৃত 1 - মর্মান্তিক দুর্ঘটনা

কেরলে মর্মান্তিক দুর্ঘটনা ৷ লরির ঝুলন্ত দড়িতে পা আটকে মৃত্যু হল বছর 50-এর এক ব্যক্তির ৷ ঘটনায় ধৃত ঘাতক লরির চালক ও খালাসি ৷

Road Accident in Kerala
দুর্ঘটনায় মৃত্যু
author img

By

Published : Jul 16, 2023, 7:27 PM IST

কোট্টায়ম(কেরল), 16 জুলাই: একটি চলন্ত লরি থেকে ঝুলতে থাকা দড়িতে পা আটকে মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কেরলের কোট্টায়ম জেলার সংক্রান্তির কাছে ৷ মৃত ব্যক্তির নাম মুরলি (50) ৷ তিনি ওই এলাকারই বাসিন্দা ।

জানা গিয়েছে, মুরলি এদিন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷ রাস্তা থেকে একটি লরি যাচ্ছিল ৷ তখন সেটি থেকে একটি দড়ি ঝুলে পড়ে রাস্তায় ৷ আর তাতেই পা আটকে যায় ওই ব্যক্তির ৷ এরপর সেই অবস্থায় 200 মিটার পর্যন্ত মুরলিকে টেনে নিয়ে যায় ওই ঘাতক লরিটি ৷ এর জেরে গুরুতর জখম হন ওই ব্যক্তি ৷ দড়িতে জড়িয়ে রাস্তার উপর ঘষা লাগে তাঁর পায়ে ৷ যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয় ৷

স্থানীয়রা ওই দৃশ্য দেখে ছুটে আসে সেখানে ৷ এরপর লরিটিকে থামিয়ে মুরলিকে উদ্ধার করে কোট্টায়ম মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসেকরা মুরলিকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘাতক লরিটি সবজি ডেলিভারির ছিল বলে জানা গিয়েছে । এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন । তাঁদের কোট্টায়ম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । স্থানীয়রা লরি চালক ও খালাসিকে গান্ধিনগর পুলিশের হাতে তুলে দিয়েছে ।

আরও পড়ুন: কম্যান্ড হাসপাতালের সামনে পথ দুর্ঘটনায় নিহত স্কুটি চালক

পুলিশ জানিয়েছে, মুরলি একটি ড্রাই ক্লিনিং সেন্টারে কর্মরত ছিলেন । লরিটি এট্টুমানুর দিক থেকে আসছিল । স্থানীয়দের দাবি, চালক ও খালাসির অসতর্কতার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে । কিন্তু তারা পুলিশকে জানিয়েছে যে লরি চলাকালীন দড়ি ঝুলছিল কি না তা তারা লক্ষ্য করেনি । ওই ঘটনা যেখানে ঘটেছে তার আশেপাশের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখছে পুলিশ । এরপরেই আসল ঘটনা সামনে আসতে পারে ৷

কোট্টায়ম(কেরল), 16 জুলাই: একটি চলন্ত লরি থেকে ঝুলতে থাকা দড়িতে পা আটকে মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কেরলের কোট্টায়ম জেলার সংক্রান্তির কাছে ৷ মৃত ব্যক্তির নাম মুরলি (50) ৷ তিনি ওই এলাকারই বাসিন্দা ।

জানা গিয়েছে, মুরলি এদিন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷ রাস্তা থেকে একটি লরি যাচ্ছিল ৷ তখন সেটি থেকে একটি দড়ি ঝুলে পড়ে রাস্তায় ৷ আর তাতেই পা আটকে যায় ওই ব্যক্তির ৷ এরপর সেই অবস্থায় 200 মিটার পর্যন্ত মুরলিকে টেনে নিয়ে যায় ওই ঘাতক লরিটি ৷ এর জেরে গুরুতর জখম হন ওই ব্যক্তি ৷ দড়িতে জড়িয়ে রাস্তার উপর ঘষা লাগে তাঁর পায়ে ৷ যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয় ৷

স্থানীয়রা ওই দৃশ্য দেখে ছুটে আসে সেখানে ৷ এরপর লরিটিকে থামিয়ে মুরলিকে উদ্ধার করে কোট্টায়ম মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসেকরা মুরলিকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘাতক লরিটি সবজি ডেলিভারির ছিল বলে জানা গিয়েছে । এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন । তাঁদের কোট্টায়ম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । স্থানীয়রা লরি চালক ও খালাসিকে গান্ধিনগর পুলিশের হাতে তুলে দিয়েছে ।

আরও পড়ুন: কম্যান্ড হাসপাতালের সামনে পথ দুর্ঘটনায় নিহত স্কুটি চালক

পুলিশ জানিয়েছে, মুরলি একটি ড্রাই ক্লিনিং সেন্টারে কর্মরত ছিলেন । লরিটি এট্টুমানুর দিক থেকে আসছিল । স্থানীয়দের দাবি, চালক ও খালাসির অসতর্কতার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে । কিন্তু তারা পুলিশকে জানিয়েছে যে লরি চলাকালীন দড়ি ঝুলছিল কি না তা তারা লক্ষ্য করেনি । ওই ঘটনা যেখানে ঘটেছে তার আশেপাশের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখছে পুলিশ । এরপরেই আসল ঘটনা সামনে আসতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.