ETV Bharat / bharat

Man Kills Daughters: বিহারে স্ত্রী-সহ তিন মেয়েকে 'খুন', আত্মঘাতী ব্যক্তি

author img

By

Published : Jun 14, 2023, 10:52 AM IST

বিহারে স্ত্রী ও তিন মেয়েকে খুন করলেন ব্যক্তি ৷ পরে নিজেকেও শেষ করে দিলেন অভিযুক্ত ৷ বাড়ি থেকে পালিয়ে কোনক্রমে প্রাণ বাঁচিয়েছে দুই ছেলে ৷

Man Kills Daughters and wife in Bihar
স্ত্রী ও মেয়েদের হত্যা

খাগড়িয়া(বিহার), 14 জুন: বিহারে একই পরিবারের পাঁচজনের মৃত্যু । তিন মেয়ে ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মঘাতী ব্যক্তি ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে খাগড়িয়ায় জেলার মানসী থানা এলাকার একানিয়া গ্রামে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ।

খুনের অভিযোগে অভিযুক্ত: জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মুন্না যাদব ৷ সে ইতিমধ্যেই একটি হত্যা মামলার অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল । মঙ্গলবার রাতে কোনও বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় ৷ এরপরেই মুন্না তার স্ত্রী ও তিন মেয়েকে খুন করে এবং পরে আত্মহত্যা করে বলে পুলিশের অনুমান । ওই ব্যক্তির দুই ছেলেও রয়েছে ৷ তারা কোনও মতে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচে ।

পুলিশ ঘটনার তদন্তে করছে: সূত্রের খবর, বুধবার ভোর 3-4টের দিকে এই ঘটনা ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানসী থানার পুলিশ । সদর এসডিপিও সুমিত কুমার ঘটনার তদন্ত শুরু করেছেন । ভাগলপুর থেকে ফরেনসিক দলকে ডাকা হয়েছে । ঘটনায় মুন্নার স্ত্রী পূজা দেবী (32) এবং মেয়ে সুমন কুমারী (18), আঁচল কুমারী (16), রোশনি কুমারী (15 )-র প্রাণ গিয়েছে।

আরও পড়ুন: পারিবারিক বিবাদে প্রৌঢ়কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

স্থানীয় এসপি অমিতেশ কুমার জানিয়েছেন, মুন্না যাদব স্ত্রী ও মেয়েদের খুন করে তখন তাঁর দুই ছেলে ছাদে ঘুমোচ্ছিল ৷ বাবাকে এই ঘটনা ঘটাতে দেখে তারা সেখান থেকে পালিয়ে যায় ৷ এর জেরে তারা কোনক্রমে বেঁচে গিয়েছে ৷ ফরেনসিক দল ঘটনার তদন্ত করছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে এই ঘটনার নেপথ্যে আসল কারণ কী তা এখনও জানা যায়নি ৷ মুন্নার ছেলেদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে ৷

খাগড়িয়া(বিহার), 14 জুন: বিহারে একই পরিবারের পাঁচজনের মৃত্যু । তিন মেয়ে ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মঘাতী ব্যক্তি ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে খাগড়িয়ায় জেলার মানসী থানা এলাকার একানিয়া গ্রামে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ।

খুনের অভিযোগে অভিযুক্ত: জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মুন্না যাদব ৷ সে ইতিমধ্যেই একটি হত্যা মামলার অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল । মঙ্গলবার রাতে কোনও বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় ৷ এরপরেই মুন্না তার স্ত্রী ও তিন মেয়েকে খুন করে এবং পরে আত্মহত্যা করে বলে পুলিশের অনুমান । ওই ব্যক্তির দুই ছেলেও রয়েছে ৷ তারা কোনও মতে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচে ।

পুলিশ ঘটনার তদন্তে করছে: সূত্রের খবর, বুধবার ভোর 3-4টের দিকে এই ঘটনা ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানসী থানার পুলিশ । সদর এসডিপিও সুমিত কুমার ঘটনার তদন্ত শুরু করেছেন । ভাগলপুর থেকে ফরেনসিক দলকে ডাকা হয়েছে । ঘটনায় মুন্নার স্ত্রী পূজা দেবী (32) এবং মেয়ে সুমন কুমারী (18), আঁচল কুমারী (16), রোশনি কুমারী (15 )-র প্রাণ গিয়েছে।

আরও পড়ুন: পারিবারিক বিবাদে প্রৌঢ়কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

স্থানীয় এসপি অমিতেশ কুমার জানিয়েছেন, মুন্না যাদব স্ত্রী ও মেয়েদের খুন করে তখন তাঁর দুই ছেলে ছাদে ঘুমোচ্ছিল ৷ বাবাকে এই ঘটনা ঘটাতে দেখে তারা সেখান থেকে পালিয়ে যায় ৷ এর জেরে তারা কোনক্রমে বেঁচে গিয়েছে ৷ ফরেনসিক দল ঘটনার তদন্ত করছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে এই ঘটনার নেপথ্যে আসল কারণ কী তা এখনও জানা যায়নি ৷ মুন্নার ছেলেদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.