ETV Bharat / bharat

Man Beaten to Death: গরবায় পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে বিবাদ, মারধরের জেরে মৃত্যু ব্যক্তির - নবরাত্রি

নবরাত্রিতে মেয়ের পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে মা ও স্ত্রী’র সঙ্গে দুই মহিলার ঝামেলা ৷ তাঁরা বাড়িতে চড়াও হয়ে মারধর করলে মৃত্যু হয়েছে ব্যক্তির ৷ মাদক পাচারকারী হিসাবে নিহত সরমন ওদেদারার নাম পুলিশের খাতায় রয়েছে ৷

Man Beaten to Death
মারধরের জেরে মৃত্যু ব্যক্তির
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 9:55 PM IST

পোরবন্দর (গুজরাত), 25 অক্টোবর: নবরাত্রিতে গরবা নাচে পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে ঝগড়া ও বাড়িতে চড়াও হয়ে মারধর ৷ এর জেরে মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের পোরবন্দরে ৷ মৃতের নাম সরমন নাগাভাই ওদেদারা ৷

জানা গিয়েছে, সরমনের মেয়ে কৃপা পোরবন্দরের রাকাদিয়া হনুমান মন্দিরের পিছনে অবস্থিত শীতল পার্কে নবরাত্রির সময় গরবা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । কিন্তু সেই অনুষ্ঠানে তিনি কোনও পুরস্কার পাননি ৷ 23 তারিখ রাতে সেখানেই মেয়ের পুরস্কার না-পাওয়াকে কেন্দ্র করে সরমনের মা ও স্ত্রীর সঙ্গে কিছু লোকের বচসা ও হাতাহাতি হয় ৷ অভিযোগ, এরপর দুই মহিলা-সহ ন'জন সরমনের বাড়িতে চড়াও হন এবং তাঁকে মারধর করে ৷ তাঁরা অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায় বলেও অভিযোগ ৷ পরিবারের দাবি, মারধরের ফলে সরমনের মৃত্যু হয়েছে । ওই দিনই ছিল সরমন ওদেদারার ছেলে করণের জন্মদিন । ছেলের জন্মদিনে বাবা খুন হওয়ায় পরিবারের শোকের ছায়া নেমে আসে ।

আরও পড়ুন: মদ খাওয়া নিয়ে স্ত্রী’র সঙ্গে বচসা, রাগে 2 বছরের সন্তানকে আছড়ে মারল বাবা

এই ঘটনায় ন'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁরা হলেন, রাজা মুরু কুছাদিয়া, রাজু ভিখু কেশওয়ালা, রামদে হারশি বোখিরিয়া, প্রতীক কিষাণ গোরানিয়া, রাজু কেশওয়ালার স্ত্রী, রাজা মুরুনের স্ত্রী এবং আরও তিনজন । পুলিশের তরফে জানা গিয়েছে, নিহত সরমন ওদেদারা একজন মাদক পাচারকারী এবং তাঁর বিরুদ্ধে এই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে । তবে ঘটনাটি দুঃখজনক বলে পুলিশ জানিয়েছে ৷ কারণ ছেলে করণের জন্মদিনেই তাঁর বাবা সরমন ওদেদারার মৃ্ত্যু হয়েছে । এই ঘটনায় নিহতের স্ত্রী উদ্যোক্তা নগর থানায় দুই মহিলা-সহ ন'জনের বিরুদ্ধে মামলা করেছেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে ৷ পিএসআই এমএল সোলাঙ্কি এসপি ভগীরথ সিং জাদেজার তত্ত্বাবধানে তদন্ত করা হচ্ছে । পুলিশ পরিবারের লোকের সঙ্গে কথা বলছে ৷

পোরবন্দর (গুজরাত), 25 অক্টোবর: নবরাত্রিতে গরবা নাচে পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে ঝগড়া ও বাড়িতে চড়াও হয়ে মারধর ৷ এর জেরে মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের পোরবন্দরে ৷ মৃতের নাম সরমন নাগাভাই ওদেদারা ৷

জানা গিয়েছে, সরমনের মেয়ে কৃপা পোরবন্দরের রাকাদিয়া হনুমান মন্দিরের পিছনে অবস্থিত শীতল পার্কে নবরাত্রির সময় গরবা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । কিন্তু সেই অনুষ্ঠানে তিনি কোনও পুরস্কার পাননি ৷ 23 তারিখ রাতে সেখানেই মেয়ের পুরস্কার না-পাওয়াকে কেন্দ্র করে সরমনের মা ও স্ত্রীর সঙ্গে কিছু লোকের বচসা ও হাতাহাতি হয় ৷ অভিযোগ, এরপর দুই মহিলা-সহ ন'জন সরমনের বাড়িতে চড়াও হন এবং তাঁকে মারধর করে ৷ তাঁরা অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায় বলেও অভিযোগ ৷ পরিবারের দাবি, মারধরের ফলে সরমনের মৃত্যু হয়েছে । ওই দিনই ছিল সরমন ওদেদারার ছেলে করণের জন্মদিন । ছেলের জন্মদিনে বাবা খুন হওয়ায় পরিবারের শোকের ছায়া নেমে আসে ।

আরও পড়ুন: মদ খাওয়া নিয়ে স্ত্রী’র সঙ্গে বচসা, রাগে 2 বছরের সন্তানকে আছড়ে মারল বাবা

এই ঘটনায় ন'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁরা হলেন, রাজা মুরু কুছাদিয়া, রাজু ভিখু কেশওয়ালা, রামদে হারশি বোখিরিয়া, প্রতীক কিষাণ গোরানিয়া, রাজু কেশওয়ালার স্ত্রী, রাজা মুরুনের স্ত্রী এবং আরও তিনজন । পুলিশের তরফে জানা গিয়েছে, নিহত সরমন ওদেদারা একজন মাদক পাচারকারী এবং তাঁর বিরুদ্ধে এই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে । তবে ঘটনাটি দুঃখজনক বলে পুলিশ জানিয়েছে ৷ কারণ ছেলে করণের জন্মদিনেই তাঁর বাবা সরমন ওদেদারার মৃ্ত্যু হয়েছে । এই ঘটনায় নিহতের স্ত্রী উদ্যোক্তা নগর থানায় দুই মহিলা-সহ ন'জনের বিরুদ্ধে মামলা করেছেন । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে ৷ পিএসআই এমএল সোলাঙ্কি এসপি ভগীরথ সিং জাদেজার তত্ত্বাবধানে তদন্ত করা হচ্ছে । পুলিশ পরিবারের লোকের সঙ্গে কথা বলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.