লখনউ, 8 ফেব্রুয়ারি : 2021-এর বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে মাঠে নেমেছিল তৃণমূল কংগ্রেস ৷ নির্বাচনী প্রচারে বারবার এই স্লোগান শোনা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারেও সেই একই স্লোগান দিলেন মমতা (mamata uses khela hobe slogan for uttar pradesh) ৷
মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউতে সমাজবাদী পার্টির নির্বাচনী প্রচারে হাজির হন তৃণমূল নেত্রী (Mamata Banerjee at Lacknow) ৷ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) পাশে বসিয়ে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ সমালোচনা করেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের ৷ তাঁর নিশানা থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
ভাষণ ও সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শেষে মমতা উত্তরপ্রদেশেও খেলা হবে স্লোগান দেন ৷ বাংলার নির্বাচনী প্রচারে যেভাবে সভা শেষে ফুটবল উপস্থিত জনতার উদ্দেশ্যে ছুড়ে দিতেন ৷ এদিনই একই ভাবে ফুটবল ছুড়ে দিতে দেখা যায় তাঁকে ৷
এদিন ভাষণে বারবার তিনি অখিলেশ যাদবকে সমর্থন করার কথা বলেছেন ৷ ধর্মনিরপেক্ষ অখিলেশই উত্তরপ্রদেশের হাল ধরতে পারে বলেও জানিয়েছেন ৷ উত্তরপ্রদেশের মানুষের প্রতি তাঁর আবেদন, বিজেপি ভোটের আগে ভয় দেখাবে ৷ কিন্তু ভয় পেলে চলবে না ৷
পাশাপাশি তাঁর দাবি, অখিলেশ জিতলে বাংলা ও ইউপি মিলে শিল্প করতে পারবে ৷ দুই সরকার একসঙ্গে কাজ করতে পারবে ৷ পর্যটনের মাধ্যমে গোটা দেশ জোড়া যাবে ৷ শিক্ষাক্ষেত্রে একসঙ্গে কাজ হবে ৷ উত্তরপ্রদেশে অখিলেশের সরকার এলে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করার কথাও বলেন মমতা ৷
আরও পড়ুন : Mamata Banerjee Attacks BJP : উত্তরপ্রদেশে হারলে দেশেও হারবে বিজেপি, লখনউতে বললেন মমতা