ETV Bharat / bharat

মমতা পরাজিত, নৈতিকভাবে মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয় : বিপ্লব দেব - নৈতিকভাবে মুখ্যমন্ত্রীর হতে পারে না

পশ্চিমবঙ্গে তৃণমূল জিতলেও নন্দীগ্রামে হেরেছেন দলনেত্রী ৷ তাই নৈতিকভাবে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয় ৷ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ এমনকি রাজ্যে চলতে থাকা তৃণমূলের হামলার প্রতিবাদে ত্রিপুরায় প্রত্যেক বিজেপি কর্মী নিজের বাড়িতে প্রতীকী প্রতিবাদ পালন করবেন, জানালেন তিনি ৷

সাংবাদিক বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব
সাংবাদিক বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব
author img

By

Published : May 5, 2021, 12:58 PM IST

আগরতলা, 5 মে: বিধানসভা নির্বাচনে রাজ্যে জয়ী তৃণমূল ৷ কিন্তু নন্দীগ্রামে পরাজিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই নৈতিকভাবে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন না ৷ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷

নন্দীগ্রামে একদা সেনাপতি তথা বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে হারলেও রাজ্যে 294টির মধ্যে 213টি আসন পেয়ে বিপুল জয় হয়েছে তৃণমূলের ৷

আগরতলায় বিজেপি-র অফিসে একটি সাংবাদিক বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, "নির্বাচনে না লড়েও অনেকে মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং হেরেছেন ৷ মানুষ তাঁকে নির্বাচিত করেনি, তাই তিনি নৈতিকভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজেকে দূরে রাখুন ৷ এখন তিনি দাবি করছেন যে তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে ৷ যদি হারটা একটা ষড়যন্ত্র হয়, তাহলে নির্বাচনে এই জয়টাও একট ষড়যন্ত্র ৷"

আরও পড়ুন: দলনেত্রীর নিষেধকে অমান্য, আবির-ডিজে বাজিয়ে তৃণমূলের বিজয় মিছিল

তৃণমূলের জয়ের পর রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা চলছে ৷ কয়েকজন বিজেপি কর্মী মারা গিয়েছেন ৷ বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর, বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটছে ৷ আর এসবই করছে "তৃণমূলের গুন্ডারা", সাংবাদিক বৈঠকে দাবি বিপ্লবের ৷ তৃণমূল কর্মী-সমর্থকেরা যাতে এ ধরনের তাণ্ডব থেকে নিজেদের দূরে রাখে আর রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখে, তার জন্য তৃণমূল নেত্রীকে অনুরোধ করেছেন বিজেপি নেতা বিপ্লব ৷

পশ্চিমবঙ্গে এই পরিস্থিতির প্রেক্ষিতে ত্রিপুরায় বিজেপি সমর্থকেরা তৃণমূলের এই তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে ৷ প্রত্যেক বিজেপি কর্মী তাঁদের বাড়িতে বুধবার সন্ধে ছ'টায় পাঁচটি ছোট মোমবাতি জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ পালন করবে, জানিয়েছেন বিজেপি নেতা ৷

পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচটি রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়েছে ৷ রাজ্যে তা 3 থেকে 77-এ পৌঁছেছে ৷ এমনিক অসমে বিজেপি ক্ষমতায় এলেও এ ধরনের কোনও হিংসাত্মক, আক্রমণাত্মক ঘটনা ঘটেনি ৷ "2018-র নির্বাচনের পর থেকে ত্রিপুরাতেও দীর্ঘ দিন ধরে চলতে থাকা হামলা, তাণ্ডব বন্ধ হয়েছে ৷"

আগরতলা, 5 মে: বিধানসভা নির্বাচনে রাজ্যে জয়ী তৃণমূল ৷ কিন্তু নন্দীগ্রামে পরাজিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই নৈতিকভাবে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন না ৷ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷

নন্দীগ্রামে একদা সেনাপতি তথা বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে হারলেও রাজ্যে 294টির মধ্যে 213টি আসন পেয়ে বিপুল জয় হয়েছে তৃণমূলের ৷

আগরতলায় বিজেপি-র অফিসে একটি সাংবাদিক বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, "নির্বাচনে না লড়েও অনেকে মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং হেরেছেন ৷ মানুষ তাঁকে নির্বাচিত করেনি, তাই তিনি নৈতিকভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজেকে দূরে রাখুন ৷ এখন তিনি দাবি করছেন যে তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে ৷ যদি হারটা একটা ষড়যন্ত্র হয়, তাহলে নির্বাচনে এই জয়টাও একট ষড়যন্ত্র ৷"

আরও পড়ুন: দলনেত্রীর নিষেধকে অমান্য, আবির-ডিজে বাজিয়ে তৃণমূলের বিজয় মিছিল

তৃণমূলের জয়ের পর রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা চলছে ৷ কয়েকজন বিজেপি কর্মী মারা গিয়েছেন ৷ বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর, বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটছে ৷ আর এসবই করছে "তৃণমূলের গুন্ডারা", সাংবাদিক বৈঠকে দাবি বিপ্লবের ৷ তৃণমূল কর্মী-সমর্থকেরা যাতে এ ধরনের তাণ্ডব থেকে নিজেদের দূরে রাখে আর রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখে, তার জন্য তৃণমূল নেত্রীকে অনুরোধ করেছেন বিজেপি নেতা বিপ্লব ৷

পশ্চিমবঙ্গে এই পরিস্থিতির প্রেক্ষিতে ত্রিপুরায় বিজেপি সমর্থকেরা তৃণমূলের এই তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে ৷ প্রত্যেক বিজেপি কর্মী তাঁদের বাড়িতে বুধবার সন্ধে ছ'টায় পাঁচটি ছোট মোমবাতি জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ পালন করবে, জানিয়েছেন বিজেপি নেতা ৷

পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচটি রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়েছে ৷ রাজ্যে তা 3 থেকে 77-এ পৌঁছেছে ৷ এমনিক অসমে বিজেপি ক্ষমতায় এলেও এ ধরনের কোনও হিংসাত্মক, আক্রমণাত্মক ঘটনা ঘটেনি ৷ "2018-র নির্বাচনের পর থেকে ত্রিপুরাতেও দীর্ঘ দিন ধরে চলতে থাকা হামলা, তাণ্ডব বন্ধ হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.