ETV Bharat / bharat

Sonia-Mamata : আগামিকাল সোনিয়ার সঙ্গে মমতার ‘চায়ে পে চর্চা’

প্রায় দু’বছর পর নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ, মুখ্যমন্ত্রী দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷ আগামিকাল তৃণমূল নেত্রী বৈঠক করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে ৷

mamata-banerjee-will-meet-congress-leader-sonia-gandhi-tomorrow
Sonia-Mamata : আগামিকাল সোনিয়ার সঙ্গে মমতার চায়ে পে চর্চা
author img

By

Published : Jul 27, 2021, 6:48 PM IST

Updated : Jul 27, 2021, 7:00 PM IST

নয়াদিল্লি, 27 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ এবার তিনি ‘চায়ে পে চর্চায়’ বসবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে ৷ আগামিকাল বিকেলেই সেই বৈঠক ৷

গতকাল, সোমবার কলকাতা থেকে নয়াদিল্লিতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সকাল থেকে তিনি কংগ্রেসের দুই নেতা কমলনাথ ও আনন্দ শর্মার সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন ৷ সন্ধ্যায় বৈঠক করেন কংগ্রেসের (Congress) আইনজীবী সাংসদ অভিষেক মনু সিংভির সঙ্গে ৷

আরও পড়ুন : Modi-Mamata : মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আরও ভ্যাকসিনের দাবি মমতার

এর মাঝে বিকেলে মুখ্যমন্ত্রী যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে ৷ সেই বৈঠক থেকে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সেই সময়ই তিনি সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের কথা জানান ৷ কংগ্রেসের এই শীর্ষ নেত্রী যে তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন, তাও জানান মমতা ৷

প্রায় দু’বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসেছিলেন ৷ আগেরবার যখন তিনি আসেন, সেই সময়ও তাঁর সঙ্গে সোনিয়া গান্ধির সাক্ষাৎ হয়েছিল ৷ তাই এবারও যে সাক্ষাৎ হবে, তা নিয়ে নানা মহল থেকে নানা জল্পনা চলছিল ৷ আর তা যে শুধু জল্পনা নয়, সত্যি ৷ সেটা স্পষ্ট বোঝা গেল মমতার কথাতেই ৷

আরও পড়ুন : sharad pawar : দিল্লিতে শুরু 'পাওয়ার পলিটিক্স', বিরোধী জোট থেকে কি দূরে থাকছেন এনসিপি প্রধান !

রাজনৈতিক মহল বলছে, এবারের বৈঠকের তাৎপর্য অন্যান্যবারের তুলনায় অনেক বেশি ৷ কারণ, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মমতা জয় পেয়েছেন কার্যত মোদিকে হারিয়ে ৷ তাই জাতীয় রাজনীতিতে মোদি বিরোধিতার প্রশ্নে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে ৷ মমতাকে সামনে রেখেই যে বিজেপি বিরোধী দলগুলিকে এবার এক হওয়ার চেষ্টা করবে, তাও সাম্প্রতিক কালে ক্রমশ স্পষ্ট হয়েছে ৷

বিজেপি (BJP) বিরোধী যে কোনও জোটেই কংগ্রেসের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, কংগ্রেস শক্তিশালী না হলে বিজেপিকে ঠেকানো দুষ্কর ৷ কারণ, সারা দেশের অন্তত 200টি লোকসভা আসনে বিজেপি ও কংগ্রেসের মুখোমুখি লড়াই হবে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : মোদির পর ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি দিদি

তাই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে মোদি বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনার চেষ্টা করছেন, সেখানে কংগ্রেসের ভূমিকা কী হবে ? মমতাকে কি জাতীয় ক্ষেত্রে মোদি বিরোধী মুখ হিসেবে মেনে নেবে কংগ্রেস ? এই সব প্রশ্নের জট আগামিকাল সোনিয়া গান্ধির সঙ্গে মমতার মুখোমুখি বৈঠকে খুলবে বলে মনে করা হচ্ছে ৷

তবে কংগ্রেসে সোনিয়া গান্ধির মতোই গুরুত্বপূর্ণ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ ইদানীং প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi) ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন দলে ৷ তাই মমতা-সোনিয়া বৈঠকের সময় তাঁরা উপস্থিত থাকবেন কি না, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : Mamata in Delhi : দিল্লিতে কমলালয়ে মমতা, কথা আনন্দের সঙ্গে

নয়াদিল্লি, 27 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ এবার তিনি ‘চায়ে পে চর্চায়’ বসবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে ৷ আগামিকাল বিকেলেই সেই বৈঠক ৷

গতকাল, সোমবার কলকাতা থেকে নয়াদিল্লিতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সকাল থেকে তিনি কংগ্রেসের দুই নেতা কমলনাথ ও আনন্দ শর্মার সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন ৷ সন্ধ্যায় বৈঠক করেন কংগ্রেসের (Congress) আইনজীবী সাংসদ অভিষেক মনু সিংভির সঙ্গে ৷

আরও পড়ুন : Modi-Mamata : মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আরও ভ্যাকসিনের দাবি মমতার

এর মাঝে বিকেলে মুখ্যমন্ত্রী যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে ৷ সেই বৈঠক থেকে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সেই সময়ই তিনি সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের কথা জানান ৷ কংগ্রেসের এই শীর্ষ নেত্রী যে তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন, তাও জানান মমতা ৷

প্রায় দু’বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসেছিলেন ৷ আগেরবার যখন তিনি আসেন, সেই সময়ও তাঁর সঙ্গে সোনিয়া গান্ধির সাক্ষাৎ হয়েছিল ৷ তাই এবারও যে সাক্ষাৎ হবে, তা নিয়ে নানা মহল থেকে নানা জল্পনা চলছিল ৷ আর তা যে শুধু জল্পনা নয়, সত্যি ৷ সেটা স্পষ্ট বোঝা গেল মমতার কথাতেই ৷

আরও পড়ুন : sharad pawar : দিল্লিতে শুরু 'পাওয়ার পলিটিক্স', বিরোধী জোট থেকে কি দূরে থাকছেন এনসিপি প্রধান !

রাজনৈতিক মহল বলছে, এবারের বৈঠকের তাৎপর্য অন্যান্যবারের তুলনায় অনেক বেশি ৷ কারণ, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মমতা জয় পেয়েছেন কার্যত মোদিকে হারিয়ে ৷ তাই জাতীয় রাজনীতিতে মোদি বিরোধিতার প্রশ্নে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে ৷ মমতাকে সামনে রেখেই যে বিজেপি বিরোধী দলগুলিকে এবার এক হওয়ার চেষ্টা করবে, তাও সাম্প্রতিক কালে ক্রমশ স্পষ্ট হয়েছে ৷

বিজেপি (BJP) বিরোধী যে কোনও জোটেই কংগ্রেসের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, কংগ্রেস শক্তিশালী না হলে বিজেপিকে ঠেকানো দুষ্কর ৷ কারণ, সারা দেশের অন্তত 200টি লোকসভা আসনে বিজেপি ও কংগ্রেসের মুখোমুখি লড়াই হবে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : মোদির পর ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি দিদি

তাই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে মোদি বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনার চেষ্টা করছেন, সেখানে কংগ্রেসের ভূমিকা কী হবে ? মমতাকে কি জাতীয় ক্ষেত্রে মোদি বিরোধী মুখ হিসেবে মেনে নেবে কংগ্রেস ? এই সব প্রশ্নের জট আগামিকাল সোনিয়া গান্ধির সঙ্গে মমতার মুখোমুখি বৈঠকে খুলবে বলে মনে করা হচ্ছে ৷

তবে কংগ্রেসে সোনিয়া গান্ধির মতোই গুরুত্বপূর্ণ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ ইদানীং প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi) ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন দলে ৷ তাই মমতা-সোনিয়া বৈঠকের সময় তাঁরা উপস্থিত থাকবেন কি না, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : Mamata in Delhi : দিল্লিতে কমলালয়ে মমতা, কথা আনন্দের সঙ্গে

Last Updated : Jul 27, 2021, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.