কলকাতা, 2 নভেম্বর: মানুষের পাশে দাঁড়াতে মোদি-রাজ্যে যাওয়ার ইচ্ছেপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । বুধবার রাজ্যের অন্তর্বর্তী রাজ্যপাল লা গণেশানের আমন্ত্রণে চেন্নাই উড়ে গিয়েছেন তিনি (Mamata Banerjee wants to visit Morbi) । কলকাতা বিমানবন্দরে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, "আমি খুব ব্যথিত। ঘটনাস্থলে (মোরবিতে) যেতে চাই । কিন্তু আমি গেলে বলবে রাজনীতি করতে এসেছে । মনে রাখতে হবে ভোট জরুরি নয়। জরুরি মানুষের পাশে থাকা (Bridge Collapse in Gujarat) ।"
'সিবিআই কেন শুধু সাধারণ মানুষকে হ্যারাস করে ?', 'ব্রিজ বিপর্যয়ে যারা দোষী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ?' চেন্নাই যাওয়ার মোদি সরকারের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন মমতা (Bridge Collapse in Morbi) ।
মোরবি বিপর্যয়ে প্রাণ গিয়েছে কমপক্ষে 136 জনের । বুধবার এই ঘটনায় শোকপালন করছে গুজরাত । বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) প্রসঙ্গে কলকাতার পোস্তায় নির্মীয়মান ওভারব্রিজ ভেঙে পড়ার কথা বলেছেন বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar) ৷ এককদম এগিয়ে সুকান্ত বলেন, বাংলা আর গুজরাতের মধ্যে অনেক ফারাক ৷ বাংলায় 6 বছর আগে পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল ৷ আজও সেই ব্রিজ পুরো সরানো হয়নি ৷ এতটাই করিৎকর্মা সরকার ৷ কিন্তু, গুজরাতে যাঁরা এই ঘটনায় দোষী হবেন, তাঁরা 6 মাসের মধ্যেই জেলে ঢুকবেন ৷
আরও পড়ুন: সেতু বিপর্যয়ে দোষীরা 6 মাসের মধ্যে জেলে যাবেন, দাবি সুকান্তর
তারপরেই এবার এই ঘটনায় মুখ খুললেন মমতা । এদিন চেন্নাইতে স্তালিনের সঙ্গে বৈঠক করছেন বঙ্গের মুখমন্ত্রী । রাজনৈতিক মহলের ধারণা, সেখানে আলোচনার মূল প্রতিপাদ্য বিজেপি-বিরোধী জোটের পালে হাওয়া দেওয়া । অন্যদিকে, সামনেই গুজরাত ভোট । ভোটমুখী রাজ্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি থাকাকালীনই বিপর্যয় নেমে এসেছে রাজ্যে । ফলে সেই ঘটনা নিয়ে এবার বিজেপি-বিরোধী জোটের প্রধান মুখ খোলা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।