ETV Bharat / bharat

Mamata On Union Budget 2022 : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার - নির্মলা সীতারমনের বাজেটকে কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশ করার পরই একের পর এক বিরোধীর কটাক্ষের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকার ৷ বাজেটকে ‘পেগাসাস স্পিন বাজেট’ বলে কটাক্ষ করেছেন মমতা (Mamata On Union Budget 2022) ৷

Union Budget 2022
পেগাসাস স্পিন বাজেট, কটাক্ষ মমতার
author img

By

Published : Feb 1, 2022, 1:46 PM IST

Updated : Feb 1, 2022, 2:46 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : নির্মলা সীতারমনের বাজেটকে কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংসদে বাজেট পেশের কিছুক্ষণের মধ্যেই টুইট করেন তিনি ৷ টুইটে বলেন, ‘‘‘বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তির ভাঁড়ার শূন্য ৷ সরকার কথা রাখতে ব্যর্থ ৷ মুদ্রাস্ফিতি ও বেকারত্ব রোধে এই বাজেটে কোনও সংস্থান নেই ৷ ’’ এই বাজেটকে ‘পেগাসাস স্পিন বাজেট’ বলেও কটাক্ষ করেছেন মমতা (Mamata On Union Budget 2022) ৷

পেগাসাস নিয়ে যে মোদি সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা, তা বহু আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ সেই হিসেবেই আক্রমণ শানিয়েছেন মমতাও ৷ দলনেত্রী ছাড়াও বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন অন্যান্য তৃণমূল নেতারাও ৷ হিরের আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণার পরই ডেরেক ও ব্রায়েন টুইটে সরকারকে কটাক্ষ করে লেখেন, ‘‘হিরে এই সরকারের পরম বন্ধু ৷’’

প্রসঙ্গত, 2021-এ বাদল অধিবেশনের আগে পেগাসাস ইস্যু সামনে আসে ৷ ইজরায়েলের পেগাসাস স্পাইওয়্যার কিনে সরকার নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধীরা ৷ তারা এই নিয়ে সংসদ অচল করে দেয় ৷ যদিও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নিয়ে কিছুই জবাব দিতে চায়নি সরকার ৷

  • BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING - A PEGASUS SPIN BUDGET

    — Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় ৷ সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটিও গড়ে ৷ এই পরিস্থিতিতে সামনে আসে যে 2017-তে ইজরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা চুক্তি করেছিলেন ৷ সেই চুক্তির মধ্যে পেগাসাস স্পাইওয়্যারও কেনা হয় ৷ গত শনিবার এক মার্কিন সংবাদপত্রে বিষয়টি সামনে আসে ৷ তার পর থেকে ফের এই ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ শুরু করেছে বিরোধীরা ৷

আরও পড়ুন : পেগাসাসে তপ্ত হবে বাজেট অধিবেশন, প্রকাশ্যে কংগ্রেসের পরিকল্পনা

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : নির্মলা সীতারমনের বাজেটকে কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংসদে বাজেট পেশের কিছুক্ষণের মধ্যেই টুইট করেন তিনি ৷ টুইটে বলেন, ‘‘‘বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তির ভাঁড়ার শূন্য ৷ সরকার কথা রাখতে ব্যর্থ ৷ মুদ্রাস্ফিতি ও বেকারত্ব রোধে এই বাজেটে কোনও সংস্থান নেই ৷ ’’ এই বাজেটকে ‘পেগাসাস স্পিন বাজেট’ বলেও কটাক্ষ করেছেন মমতা (Mamata On Union Budget 2022) ৷

পেগাসাস নিয়ে যে মোদি সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা, তা বহু আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ সেই হিসেবেই আক্রমণ শানিয়েছেন মমতাও ৷ দলনেত্রী ছাড়াও বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন অন্যান্য তৃণমূল নেতারাও ৷ হিরের আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণার পরই ডেরেক ও ব্রায়েন টুইটে সরকারকে কটাক্ষ করে লেখেন, ‘‘হিরে এই সরকারের পরম বন্ধু ৷’’

প্রসঙ্গত, 2021-এ বাদল অধিবেশনের আগে পেগাসাস ইস্যু সামনে আসে ৷ ইজরায়েলের পেগাসাস স্পাইওয়্যার কিনে সরকার নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধীরা ৷ তারা এই নিয়ে সংসদ অচল করে দেয় ৷ যদিও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নিয়ে কিছুই জবাব দিতে চায়নি সরকার ৷

  • BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING - A PEGASUS SPIN BUDGET

    — Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় ৷ সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটিও গড়ে ৷ এই পরিস্থিতিতে সামনে আসে যে 2017-তে ইজরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা চুক্তি করেছিলেন ৷ সেই চুক্তির মধ্যে পেগাসাস স্পাইওয়্যারও কেনা হয় ৷ গত শনিবার এক মার্কিন সংবাদপত্রে বিষয়টি সামনে আসে ৷ তার পর থেকে ফের এই ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ শুরু করেছে বিরোধীরা ৷

আরও পড়ুন : পেগাসাসে তপ্ত হবে বাজেট অধিবেশন, প্রকাশ্যে কংগ্রেসের পরিকল্পনা

Last Updated : Feb 1, 2022, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.