চেন্নাই (তামিলনাড়ু), 2 নভেম্বর: উন্নয়ন রাজনীতির থেকেও বড় ৷ বুধবার এই মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি যখন এই মন্তব্য করলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) ৷
পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের (West Bengal Governor La Ganesan) আমন্ত্রণে বুধবার চেন্নাই আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তামিলনাড়ুর রাজধানীতে পৌঁছে তিনি সোজা চলে যান ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের বাড়িতে ৷ সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন মমতা ৷ সেখানে ডিএমকে (DMK)-র আরও দুই হেভিওয়েট নেতা কানিমোঝি ও এ রাজাও ছিলেন ৷
বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যখন দু’জন রাজনৈতিক নেতা একসঙ্গে কথা বলেন, তখন আমরা অনেক কিছু নিয়েই কথা বলতে পারি, সেটা হয়তো মানুষের রাজনৈতিক স্বার্থে না হতে পারে ৷ কিন্তু সেখানে কিছু উন্নয়নের কথা থাকতে পারে ৷ অন্য অনেক কিছু থাকতে পারে ৷ আমি মনে করি উন্নয়ন রাজনীতির চেয়েও বড় ৷’’
এছাড়া আর কিছু নিয়ে মন্তব্য করতে চাননি মমতা ৷ এমনকী, তাঁকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়েও প্রশ্ন করা হয় ৷ তিনি সেই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে ব্যাখ্যা করেন ৷
আরও পড়ুন: গুজরাতে সেতু বিপর্যয়ের তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি মমতার