ETV Bharat / bharat

Mamata Calls on Big B: জলসায় অমিতাভকে রাখি পরিয়ে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব মমতা - অমিতাভ বচ্চন

Mamata Calls on Amitabh Bachchan: বুধবার জলসায় গিয়ে অমিতাভ বচ্চনকে রাখি পরালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি মুম্বই থেকেই ফের এ দিন বিগ বি-কে ভারতরত্ন প্রদানের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee meets Amitabh Bachchan
অমিতাভের বাড়িতে মমতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:14 PM IST

Updated : Aug 30, 2023, 7:54 PM IST

জলসায় অমিতাভকে রাখি পরালেন মমতা

মুম্বই, 30 অগস্ট: কলকাতায় অমিতাভ বচ্চনকে পাশে দাঁড় করিয়ে তাঁকে ভারতরত্ন করার পক্ষে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার মুম্বইয়ের মাটিতে স্বয়ং বলিউডের শাহেনশার বাড়ি গিয়ে ফের সেই দাবিতে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি সাফ জানালেন, তাঁর কাছে অমিতাভ ভারতরত্নই ৷ তাঁর হাতে থাকলে অনেক আগেই বিগ বি-কে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করতেন তিনি ৷ মমতা এ দিন অমিতাভকে রাখি পরিয়ে তাঁকে ভারতরত্ন করার দাবিতে আওয়াজ তোলার জন্য আবেদন জানিয়েছেন জনতার কাছে ৷

গত বছর 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের সময় আমন্ত্রিত অমিতাভ বচ্চনকে স্বাগত জানিয়ে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, "আমি দাবি তুলছি, অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত ৷" অফিসিয়ালি সেটা না করলে তিনি বাংলা থেকেই এই আওয়াজ তুলবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ বুধবার মুম্বইতে বিগ বি-র বাংলো জলসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরও সেই দাবিতে সরব হলেন তিনি ৷

Mamata Banerjee meets Amitabh Bachchan
অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যার সঙ্গে মমতা

বিরোধী জোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠকে যোগ দিতে আজই মুম্বই সফরে গিয়েছেন মমতা ৷ সেখানে গিয়ে তিনি আজ অমিতাভ বচ্চনের বাড়িতে যান ৷ রাখিবন্ধনের দিনে তাঁর হাতে রাখি পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দেখা করেছেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, আরাধ্যা, শ্বেতা-সহ বিগ বি-র গোটা পরিবারের সঙ্গে ৷ জলসা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ফের অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলেন ৷ মমতা বলেন,

"আমি আজ খুব খুশি ৷ আমি অনেকবার মুম্বইতে এসেছি ৷ তবে এই প্রথমবার আমার ভাষায় যিনি ভারতরত্ন অমিতাভ বচ্চন, তাঁর সঙ্গে আমি দেখা করার সুযোগ পেয়েছি ৷ অমিতাভজিকে আমি ভারতরত্ন বলি ৷ এটা যদি আমার হাতে থাকত, তাহলে এক সেকেন্ডে আমি এটা করে দিতাম ৷ অনেকদিন আগেই এটা দেওয়া উচিত ছিল ৷ যদি তা না দেয়, তাহলে জনতার তরফে আমরা আওয়াজ তুলছি যে অমিতজি আমাদের ভারতরত্ন ৷"

অমিতাভ বচ্চনের পরিবারকে দেশের এক নম্বর পরিবার হিসেবে বর্ণনা করে মমতা বলেছেন, "অমিতাভজি, জয়াজি, অভিষেকজি, ঐশ্বর্য রাই, তাঁর মেয়ে আরাধ্যা, মেয়ে শ্বেতা সবার সঙ্গে আমার খুব ভালো কথা হল ৷ পুরনো দিনের কথাও হল ৷ অমিতাভজি কলকাতায় জীবন শুরু করেছিলেন ৷ জয়াজিও তাঁর একটি ছবি, আমাদের ওখানে ধন্যি মেয়ে বলে একটি ছবি হয়েছিল, তার নায়িকা ছিলেন তিনি ৷ এটা খুবই জনপ্রিয় ছবি ৷ এই পরিবারকে আমি ভালোবাসি ৷ আমি মনে করি, এটা দেশের এক নম্বর পরিবার ৷ তাঁর পরিবারের অনেক অবদান আছে ৷"

Mamata Banerjee meets Amitabh Bachchan
মমতাকে স্বাগত জানান জয়া, ঐশ্বর্য, আরাধ্যা

আরও পড়ুন: বাংলার জামাইকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি মমতার

এরপর মুখ্যমন্ত্রী জানান যে, দুর্গাপুজোয় কলকাতায় আসার জন্য বিগ বি-কে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রিতের তালিকার কথাও জানান মমতা ৷

তাঁর কথায়, "অমিতজিকে ছাড়া আমাদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় না ৷ তিনি যাবেন, শাহরুখ যাবেন ৷ সলমন যাবেন ৷ অনিল কাপুরও হ্যাঁ বলেছেন ৷ মহেশ ভাটও যান ৷ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমাদের খুব বড় করে হয় ৷ আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে, আমি অমিতজিকে রাখি পরিয়েছি ৷ আজ দারুণ দিন ৷"

এ দিন উপস্থিত সবাই ও দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, রাখি শুধু ভাই নয়, বোনেদেরও উৎসব ৷ মমতার কথায়, "আমি বোনকেও রাখি পরাই ৷ এটাই আমাদের পরম্পরা ৷ আমাদের কাছে ছেলে ও মেয়ের মধ্যে কোনও বৈষম্য নেই ৷ আমরা মানবজাতি ৷"

আরও পড়ুন: বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ 'ইন্ডিয়া', সাফ জবাব মমতার

জলসায় অমিতাভকে রাখি পরালেন মমতা

মুম্বই, 30 অগস্ট: কলকাতায় অমিতাভ বচ্চনকে পাশে দাঁড় করিয়ে তাঁকে ভারতরত্ন করার পক্ষে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার মুম্বইয়ের মাটিতে স্বয়ং বলিউডের শাহেনশার বাড়ি গিয়ে ফের সেই দাবিতে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি সাফ জানালেন, তাঁর কাছে অমিতাভ ভারতরত্নই ৷ তাঁর হাতে থাকলে অনেক আগেই বিগ বি-কে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করতেন তিনি ৷ মমতা এ দিন অমিতাভকে রাখি পরিয়ে তাঁকে ভারতরত্ন করার দাবিতে আওয়াজ তোলার জন্য আবেদন জানিয়েছেন জনতার কাছে ৷

গত বছর 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের সময় আমন্ত্রিত অমিতাভ বচ্চনকে স্বাগত জানিয়ে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, "আমি দাবি তুলছি, অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত ৷" অফিসিয়ালি সেটা না করলে তিনি বাংলা থেকেই এই আওয়াজ তুলবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ বুধবার মুম্বইতে বিগ বি-র বাংলো জলসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরও সেই দাবিতে সরব হলেন তিনি ৷

Mamata Banerjee meets Amitabh Bachchan
অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যার সঙ্গে মমতা

বিরোধী জোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠকে যোগ দিতে আজই মুম্বই সফরে গিয়েছেন মমতা ৷ সেখানে গিয়ে তিনি আজ অমিতাভ বচ্চনের বাড়িতে যান ৷ রাখিবন্ধনের দিনে তাঁর হাতে রাখি পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দেখা করেছেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, আরাধ্যা, শ্বেতা-সহ বিগ বি-র গোটা পরিবারের সঙ্গে ৷ জলসা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ফের অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলেন ৷ মমতা বলেন,

"আমি আজ খুব খুশি ৷ আমি অনেকবার মুম্বইতে এসেছি ৷ তবে এই প্রথমবার আমার ভাষায় যিনি ভারতরত্ন অমিতাভ বচ্চন, তাঁর সঙ্গে আমি দেখা করার সুযোগ পেয়েছি ৷ অমিতাভজিকে আমি ভারতরত্ন বলি ৷ এটা যদি আমার হাতে থাকত, তাহলে এক সেকেন্ডে আমি এটা করে দিতাম ৷ অনেকদিন আগেই এটা দেওয়া উচিত ছিল ৷ যদি তা না দেয়, তাহলে জনতার তরফে আমরা আওয়াজ তুলছি যে অমিতজি আমাদের ভারতরত্ন ৷"

অমিতাভ বচ্চনের পরিবারকে দেশের এক নম্বর পরিবার হিসেবে বর্ণনা করে মমতা বলেছেন, "অমিতাভজি, জয়াজি, অভিষেকজি, ঐশ্বর্য রাই, তাঁর মেয়ে আরাধ্যা, মেয়ে শ্বেতা সবার সঙ্গে আমার খুব ভালো কথা হল ৷ পুরনো দিনের কথাও হল ৷ অমিতাভজি কলকাতায় জীবন শুরু করেছিলেন ৷ জয়াজিও তাঁর একটি ছবি, আমাদের ওখানে ধন্যি মেয়ে বলে একটি ছবি হয়েছিল, তার নায়িকা ছিলেন তিনি ৷ এটা খুবই জনপ্রিয় ছবি ৷ এই পরিবারকে আমি ভালোবাসি ৷ আমি মনে করি, এটা দেশের এক নম্বর পরিবার ৷ তাঁর পরিবারের অনেক অবদান আছে ৷"

Mamata Banerjee meets Amitabh Bachchan
মমতাকে স্বাগত জানান জয়া, ঐশ্বর্য, আরাধ্যা

আরও পড়ুন: বাংলার জামাইকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি মমতার

এরপর মুখ্যমন্ত্রী জানান যে, দুর্গাপুজোয় কলকাতায় আসার জন্য বিগ বি-কে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রিতের তালিকার কথাও জানান মমতা ৷

তাঁর কথায়, "অমিতজিকে ছাড়া আমাদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় না ৷ তিনি যাবেন, শাহরুখ যাবেন ৷ সলমন যাবেন ৷ অনিল কাপুরও হ্যাঁ বলেছেন ৷ মহেশ ভাটও যান ৷ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমাদের খুব বড় করে হয় ৷ আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে, আমি অমিতজিকে রাখি পরিয়েছি ৷ আজ দারুণ দিন ৷"

এ দিন উপস্থিত সবাই ও দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, রাখি শুধু ভাই নয়, বোনেদেরও উৎসব ৷ মমতার কথায়, "আমি বোনকেও রাখি পরাই ৷ এটাই আমাদের পরম্পরা ৷ আমাদের কাছে ছেলে ও মেয়ের মধ্যে কোনও বৈষম্য নেই ৷ আমরা মানবজাতি ৷"

আরও পড়ুন: বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ 'ইন্ডিয়া', সাফ জবাব মমতার

Last Updated : Aug 30, 2023, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.