কলকাতা, 23 ফেব্রুয়ারি : সকালেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আজ সকাল 11টা 20 নাগাদ সেখানে পৌঁছন। প্রায় 10 মিনিট থাকার পর সেখান থেকে বেরিয়ে যান মমতা।
কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে আগেই অভিষেকের বাড়িতে গিয়েছিল সিবিআই। কিন্তু সে সময় বাড়িতে ছিলেন না রুজিরা। এরপর আজ ফের সেখানে যায় আট সিবিআই আধিকারিক। ঠিক সকাল 11টা 39 নাগাদ সেখানে পৌঁছন তাঁরা। তার ঠিক কিছু আগেই সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
আরও পড়ুন : লাইভ : অভিষেকের বাড়িতে সিবিআই
সিবিআই জিজ্ঞাসাবাদের আগেই কেন অভিষেকের বাড়িতে মমতা? অনেকেই মনে করছেন, তদন্ত ও জিজ্ঞাসাবাদ নিয়ে কথা বলতেই অভিষেকের বাড়িতে যান মমতা। তবে অভিষেক এখন ওই বাড়িতে আছেন কি না এখনও স্পষ্ট নয়। মূলত পাশে থাকার বার্তা দিতেই মমতা সেখানে গিয়েছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।