ETV Bharat / bharat

NITI Aayog Meeting: নীতি আয়োগের বৈঠকে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সরব মমতা - নরেন্দ্র মোদি

অবিলম্বে রাজ্যের বকেয়া সমস্ত অর্থ মিটিয়ে দেওয়া হোক ৷ রবিবার দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ অন্য়ান্য রাজ্য়ের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকরা ৷

Mamata Banerjee demands to clear pending money from center at NITI Aayog Meeting
NITI Aayog Meeting: নীতি আয়োগের বৈঠকে ফের মুখোমুখি মোদি-মমতা, বকেয়া মেটানোর দাবিতে সরব বাংলার মুখ্যমন্ত্রী
author img

By

Published : Aug 7, 2022, 5:10 PM IST

নয়াদিল্লি ও কলকাতা, 7 অগস্ট: নীতি আয়োগের বৈঠকেও (NITI Aayog Meeting) রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর চারদিনের দিল্লি সফরে (Mamata Banerjee Delhi Visit) একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে অন্যতম ছিল এই নীতি আয়োগের বৈঠক ৷ আর সেই মঞ্চকে কাজে লাগিয়েই কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিবাদে এবং রাজ্য়ের বকেয়া অর্থ মেটানোর দাবিতে সরব হয়েছেন মমতা ৷

রবিবারের বৈঠকে মিনিট পনেরো বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও দৃঢ় করার উপর জোর দিয়েছেন তিনি ৷ মমতার অভিযোগ, রাজ্যগুলিকে কেন্দ্র সঠিক গুরুত্ব দিচ্ছে না ৷ তাই আগামী দিনে কেন্দ্রীয় সরকার যাতে রাজ্যগুলিকে আরও গুরুত্ব দেয়, তা নিশ্চিত করার কথা বলেছেন তিনি ৷

আরও পড়ুন: Niti Aayog Meet: মোদির নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে হাজির মমতা, নেই নীতীশ; বয়কট কেসিআর-এর

এ দিন জাতীয় শিক্ষানীতি নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করেই একতরফা ভাবে জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ মমতার প্রস্তাব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার ৷ একইসঙ্গে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতেই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ উপস্থিত সকলকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের ৷ তাই অবিলম্বে কেন্দ্রের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত ৷

এ দিনের আলোচ্যসূচির মধ্যে অন্যতম ছিল শিক্ষানীতি, খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা প্রভৃতি ৷ তৈলবীজ, ডাল, দানাশস্যের গুরুত্বপূর্ণ ফসলগুলি এখনও আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় ৷ এ ক্ষেত্রে রাজ্যগুলি উৎপাদন বাড়িয়ে কীভাবে কৃষিতে স্বনির্ভর হতে পারে, তা নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে ৷ এই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ তাঁর বক্তব্য, এর ফলে দেশের দরিদ্র জনগণের সমস্যা বাড়ছে ৷ এই বিষয়ে নীতি আয়োগের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷

এ দিনের বৈঠকে পৌর প্রশাসনে কীভাবে সংস্কার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে ৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, কোনও কিছু রূপায়ণ করতে গেলে অনেক টাকা প্রয়োজন ৷ করোনার ধাক্কায় রাজ্য সরকারগুলির আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে ৷ তার উপর কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য অর্থ বকেয়া পড়ে রয়েছে ৷ এতে উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে ৷ তাই জরুরি ভিত্তিতে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মমতা ৷ একইসঙ্গে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক ভালো রাখার উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মোটের উপর মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তব্য ছিল একেবারেই ইস্যুভিত্তিক ৷

নয়াদিল্লি ও কলকাতা, 7 অগস্ট: নীতি আয়োগের বৈঠকেও (NITI Aayog Meeting) রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর চারদিনের দিল্লি সফরে (Mamata Banerjee Delhi Visit) একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে অন্যতম ছিল এই নীতি আয়োগের বৈঠক ৷ আর সেই মঞ্চকে কাজে লাগিয়েই কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিবাদে এবং রাজ্য়ের বকেয়া অর্থ মেটানোর দাবিতে সরব হয়েছেন মমতা ৷

রবিবারের বৈঠকে মিনিট পনেরো বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও দৃঢ় করার উপর জোর দিয়েছেন তিনি ৷ মমতার অভিযোগ, রাজ্যগুলিকে কেন্দ্র সঠিক গুরুত্ব দিচ্ছে না ৷ তাই আগামী দিনে কেন্দ্রীয় সরকার যাতে রাজ্যগুলিকে আরও গুরুত্ব দেয়, তা নিশ্চিত করার কথা বলেছেন তিনি ৷

আরও পড়ুন: Niti Aayog Meet: মোদির নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে হাজির মমতা, নেই নীতীশ; বয়কট কেসিআর-এর

এ দিন জাতীয় শিক্ষানীতি নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করেই একতরফা ভাবে জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ মমতার প্রস্তাব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার ৷ একইসঙ্গে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতেই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ উপস্থিত সকলকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের ৷ তাই অবিলম্বে কেন্দ্রের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত ৷

এ দিনের আলোচ্যসূচির মধ্যে অন্যতম ছিল শিক্ষানীতি, খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা প্রভৃতি ৷ তৈলবীজ, ডাল, দানাশস্যের গুরুত্বপূর্ণ ফসলগুলি এখনও আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় ৷ এ ক্ষেত্রে রাজ্যগুলি উৎপাদন বাড়িয়ে কীভাবে কৃষিতে স্বনির্ভর হতে পারে, তা নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে ৷ এই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ তাঁর বক্তব্য, এর ফলে দেশের দরিদ্র জনগণের সমস্যা বাড়ছে ৷ এই বিষয়ে নীতি আয়োগের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷

এ দিনের বৈঠকে পৌর প্রশাসনে কীভাবে সংস্কার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে ৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, কোনও কিছু রূপায়ণ করতে গেলে অনেক টাকা প্রয়োজন ৷ করোনার ধাক্কায় রাজ্য সরকারগুলির আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে ৷ তার উপর কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য অর্থ বকেয়া পড়ে রয়েছে ৷ এতে উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে ৷ তাই জরুরি ভিত্তিতে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মমতা ৷ একইসঙ্গে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক ভালো রাখার উপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মোটের উপর মুখ্যমন্ত্রীর এ দিনের বক্তব্য ছিল একেবারেই ইস্যুভিত্তিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.