কলকাতা, 13 মার্চ : কর্মী প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমানোর প্রস্তাব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Criticises Center for Their Decision Over EPFO Interest Rate) ৷ উত্তরপ্রদেশে ভোটে জেতায় বিজেপির সরকার সবার জন্য উপহার নিয়ে এসেছে বলে কটাক্ষ করলেন মমতা ৷ এ নিয়ে তিনটি সিরিজে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ যেখানে তিনি বলেন, ‘‘বিজেপি নিজের আসল মুখোশ খুলে বেরিয়ে এসেছে ৷’’ সেইসঙ্গে সাধারণ চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ মারার অভিযোগে কেন্দ্রকে জনবিরোধী এবং কর্মীবিরোধী বলে সমালোচনা করেন মমতা ৷
প্রসঙ্গত, গতকাল গুয়াহাটিতে কর্মী অছি পরিষদের বৈঠকে 2021-22 অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার 8.5 শতাংশ থেকে কমিয়ে 8.1 শতাংশ করার প্রস্তাব পেশ করা হয়েছে ৷ যা অর্থ মন্ত্রকের ছাড়পত্র পেলে কার্যকর হবে ৷ এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে ভারতের কোটি কোটি চাকুরিজীবীর ৷ কারণ, তাঁদের ভবিষ্যৎ সঞ্চয়ে কোপ বসতে চলেছে ৷ এমনকি নয়া এই সুদের হার গত চার দশকে সবচেয়ে কম ৷ যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷
-
After the vote victory in UP, BJP government comes out with its gift card immediately! It at once unmasks itself by proposing to slash the interest rate on Employees' Provident Fund deposits to a four- decade low nadir. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">After the vote victory in UP, BJP government comes out with its gift card immediately! It at once unmasks itself by proposing to slash the interest rate on Employees' Provident Fund deposits to a four- decade low nadir. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022After the vote victory in UP, BJP government comes out with its gift card immediately! It at once unmasks itself by proposing to slash the interest rate on Employees' Provident Fund deposits to a four- decade low nadir. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022
আরও পড়ুন : EPF Interest Rate Decreases : পাঁচ রাজ্যে ভোটের পর প্রথম ধাক্কা, ইপিএফে সুদের হার কমে 8.1 শতাংশ
কংগ্রেস, আপ, শিবসেনা বাম-সহ সব রাজনৈতিক দল অভিযোগ করেছে, 4 রাজ্যের বিধানসভায় জিতে বিজেপির স্বার্থসিদ্ধি হয়ে গিয়েছে ৷ তাই এবার নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করেছে ৷ আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটেও একই বক্তব্য উঠে আসে ৷ তিনি লেখেন, ‘‘উত্তরপ্রদেশে জেতার পর, বিজেপি সরকার তাদের উপহার নিয়ে এসেছে ৷ চার দশকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সবচেয়ে নিচে নামিয়ে নিজেদের আসল চেহারা প্রকাশ করেছে ৷’’
এখানেই থামেননি তৃণমূল নেত্রী ৷ সাধারণ চাকুরিজীবীদের ক্ষতির কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‘এই সিদ্ধান্ত প্যানডেমিকে বিধ্বস্ত অর্থনীতিতে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির কর্মীদের চিন্তায় ফেলে দিয়েছে ৷’’
এদিন কেন্দ্রকে সরাসরি জনবিরোধী সরকার বলে নিশানা করেন মমতা ৷ মমতা অভিযোগ করেছেন, জনবিরোধী, শ্রমিক-বিরোধী এই পদক্ষেপ বর্তমান কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত বিচ্ছিন্ন জননীতিকে ফাঁস করেছে (Centers Anti People and Anti Worker Step exposes) ৷ যা কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্তের খরচের বড় পুঁজিকে প্রভাবিত করবে ৷ যৌথ প্রতিবাদের মাধ্যমে এই কালো নীতিকে ছুড়ে ফেলে দিতেই হবে ৷’’
আরও পড়ুন : West Bengal Govt Taking Loan : বাজেট পেশের 24 ঘণ্টার মধ্যেই খোলা বাজার থেকে ফের ঋণ রাজ্য সরকারের
-
The anti-people, anti-worker step exposes the crudely lopsided public policies of the current central establishment which espouses interests of big capital at the expense of farmers, workers, and middle classes. The black initiative must be thwarted by united protests.(3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The anti-people, anti-worker step exposes the crudely lopsided public policies of the current central establishment which espouses interests of big capital at the expense of farmers, workers, and middle classes. The black initiative must be thwarted by united protests.(3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022The anti-people, anti-worker step exposes the crudely lopsided public policies of the current central establishment which espouses interests of big capital at the expense of farmers, workers, and middle classes. The black initiative must be thwarted by united protests.(3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমানোর এই প্রস্তাব অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে ৷ প্রস্তাব পাশ হলে, তা 2021-22 অর্থবর্ষ থেকে কার্যকর করবে অর্থ মন্ত্রক ৷ ফলে সাধারণের ইপিএফের সঞ্চয়ে একবারে অনেকটাই কোপ পড়বে ৷ বিশেষ করে প্যানডেমিকে মূল্যবৃদ্ধির জেরে যেখানে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা ৷ সেখানে ইপিএফের মতো দীর্ঘমেয়াদি সঞ্চয়ে কোপ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষে রাখে না ৷