ETV Bharat / bharat

Mamata Banerjee Meghalaya Visit: তৃণমূল ছাড়া কোনও রাজনৈতিক বিকল্প নেই ! মেঘালয়বাসীকে বার্তা মমতার - মেঘালয়

ভোটমুখী মেঘালয় সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Meghalaya Visit) ৷ আমজনতার উদ্দেশে কী বার্তা দিলেন তিনি ?

Mamata Banerjee claims TMC is the only Political Alternative in Meghalaya
মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 18, 2023, 2:37 PM IST

Updated : Jan 18, 2023, 3:17 PM IST

গারো (মেঘালয়), 18 জানুয়ারি: "মেঘালয়ে যদি আপনারা কোনও রাজনৈতিক বিকল্প চান, তাহলে তৃণমূলই একমাত্র সেই রাজনৈতিক বিকল্প (TMC is the only Political Alternative) ৷ আর কোনও বিকল্প নেই ৷" বুধবার মেঘালয় সফরে এসে একথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Meghalaya Visit) ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মেঘালয় সফর:চলতি বছরই ভোট হবে উত্তর-পূর্বের পার্বত্য এই রাজ্যে (Meghalaya Assembly Election 2023) ৷ ভোটগ্রহণ করা হবে মোট 60টি আসনে ৷ ইতিমধ্যেই মেঘালয়ে সংগঠন পোক্ত করতে শুরু করেছে বাংলার শাসকদল ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মেঘালয়ের ভোটের ময়দানে বাজিমাত করা তাদের অন্যতম লক্ষ্য ৷ সেই লক্ষ্যপূরণেই মাঠে নেমেছেন স্বয়ং দলনেত্রী মমতা ৷ 'ডেপুটি' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে মেঘালয় সফরে এসেছেন তিনি ৷ বুধবার উত্তর গারো পার্বত্য জেলার মেন্দিপাথরে জনসভা করেন তৃণমূলের শীর্ষ নেত্রী ৷ মঞ্চ থেকে নিজের রাজনৈতিক জীবনের লড়াইয়ের কথা তুলে ধরেন মমতা ৷

কী বললেন তৃণমূল সুপ্রিমো: মেঘালয়ের জনসভার মঞ্চে মমতা ভাষণ শুরু করেন ইংরেজিতে ৷ বলেন, "আপনাদের নিশ্চয় রাজনৈতিক খিদে আছে ? তাই আপনাদের ভালো রাজনৈতিক খাবার চাই ৷ সেই খাবার জোগাতে পারে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প ৷ আর কোনও বিকল্প নেই ৷"

আরও পড়ুন: জনসংযোগে সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী, করলেন শীতবস্ত্র বিতরণ

ওয়াকিবহাল মহলের বক্তব্য, আগামী লোকসভা ভোটের আগেই জাতীয়স্তরে বিজেপির প্রধান বিকল্প হয়ে ওঠার চেষ্ট করছে তৃণমূল কংগ্রেস ৷ আর মমতা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন প্রধান মোদিবিরোধী মুখ হিসাবে ৷ এদিকে, দিন কয়েক আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মধ্য়ে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা, আলোচনা এবং সমালোচনা চলছে ৷ এই প্রেক্ষাপটে মেঘালয়ে এসে মেঘালয়বাসীকে আরও আপন করে নেওয়া বার্তা দিলেন মমতা ৷

বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য, মেঘালয়ে রাজনৈতিক স্থিরতা ও উন্নয়ন চাইলে তা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই সম্ভব ৷ আর কেউ সেই লড়াই লড়তে পারবে না ৷ এরপরই নিজের জীবনের কথা তুলে ধরেন মমতা ৷ তিনি বলেন, "আমি রাজনীতি করি ৷ কারণ, আমি রাজনীতি ভালোবাসি ৷ রাজনীতি আমার প্রফেশন নয়, রাজনীতি আমার প্য়াশন ৷ আমি জানি কীভাবে লড়তে হয় ৷ ছাত্রাবস্থা থেকে লড়ছি আমি ৷ কংগ্রেসের থাকাকালীন বামেদের বিরুদ্ধে লড়েছি ৷ কিন্তু, কংগ্রেস আমাকে সুরক্ষা দিতে পারেনি ৷ আমার সারা শরীরে আঘাত করা হয়েছে ৷ অস্ত্রোপচার হয়েছে ৷ কিন্তু, আমি কখনও মাথানত করিনি ৷"

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, মমতা সরাসরি অমর্ত্য সেনের বক্তব্যকে কোথাও হাতিয়ার করছেন না ৷ কিন্তু, সেই বক্তব্যের রেশ ধরেই নিজেকে একজন জাতীয়স্তরের জননেত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন ৷ সেই কারণেই মেঘালয়ে এসে তিনি বুঝিয়ে দিয়েছেন, নিজে বঙ্গসন্তান হলেও মেঘালয় তাঁর কতটা আপন ৷ তাই বারবার মেঘালয়ে আসার, মেঘালয়ের ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ৷ বার্তা দিয়েছেন, জীবনের প্রতি পদে আমজনতার পাশে থাকার ৷ এতে যদি আসন্ন নির্বাচনে মেঘালয়ে ঘাসফুল ফোটানো সম্ভব হয়, তাহলে তার চূড়ান্ত ডিভিডেন্ট চব্বিশের নির্বাচনে তুলতে পারবে তৃণমূল কংগ্রেস ৷

গারো (মেঘালয়), 18 জানুয়ারি: "মেঘালয়ে যদি আপনারা কোনও রাজনৈতিক বিকল্প চান, তাহলে তৃণমূলই একমাত্র সেই রাজনৈতিক বিকল্প (TMC is the only Political Alternative) ৷ আর কোনও বিকল্প নেই ৷" বুধবার মেঘালয় সফরে এসে একথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Meghalaya Visit) ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মেঘালয় সফর:চলতি বছরই ভোট হবে উত্তর-পূর্বের পার্বত্য এই রাজ্যে (Meghalaya Assembly Election 2023) ৷ ভোটগ্রহণ করা হবে মোট 60টি আসনে ৷ ইতিমধ্যেই মেঘালয়ে সংগঠন পোক্ত করতে শুরু করেছে বাংলার শাসকদল ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মেঘালয়ের ভোটের ময়দানে বাজিমাত করা তাদের অন্যতম লক্ষ্য ৷ সেই লক্ষ্যপূরণেই মাঠে নেমেছেন স্বয়ং দলনেত্রী মমতা ৷ 'ডেপুটি' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে মেঘালয় সফরে এসেছেন তিনি ৷ বুধবার উত্তর গারো পার্বত্য জেলার মেন্দিপাথরে জনসভা করেন তৃণমূলের শীর্ষ নেত্রী ৷ মঞ্চ থেকে নিজের রাজনৈতিক জীবনের লড়াইয়ের কথা তুলে ধরেন মমতা ৷

কী বললেন তৃণমূল সুপ্রিমো: মেঘালয়ের জনসভার মঞ্চে মমতা ভাষণ শুরু করেন ইংরেজিতে ৷ বলেন, "আপনাদের নিশ্চয় রাজনৈতিক খিদে আছে ? তাই আপনাদের ভালো রাজনৈতিক খাবার চাই ৷ সেই খাবার জোগাতে পারে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প ৷ আর কোনও বিকল্প নেই ৷"

আরও পড়ুন: জনসংযোগে সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী, করলেন শীতবস্ত্র বিতরণ

ওয়াকিবহাল মহলের বক্তব্য, আগামী লোকসভা ভোটের আগেই জাতীয়স্তরে বিজেপির প্রধান বিকল্প হয়ে ওঠার চেষ্ট করছে তৃণমূল কংগ্রেস ৷ আর মমতা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন প্রধান মোদিবিরোধী মুখ হিসাবে ৷ এদিকে, দিন কয়েক আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মধ্য়ে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা, আলোচনা এবং সমালোচনা চলছে ৷ এই প্রেক্ষাপটে মেঘালয়ে এসে মেঘালয়বাসীকে আরও আপন করে নেওয়া বার্তা দিলেন মমতা ৷

বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য, মেঘালয়ে রাজনৈতিক স্থিরতা ও উন্নয়ন চাইলে তা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই সম্ভব ৷ আর কেউ সেই লড়াই লড়তে পারবে না ৷ এরপরই নিজের জীবনের কথা তুলে ধরেন মমতা ৷ তিনি বলেন, "আমি রাজনীতি করি ৷ কারণ, আমি রাজনীতি ভালোবাসি ৷ রাজনীতি আমার প্রফেশন নয়, রাজনীতি আমার প্য়াশন ৷ আমি জানি কীভাবে লড়তে হয় ৷ ছাত্রাবস্থা থেকে লড়ছি আমি ৷ কংগ্রেসের থাকাকালীন বামেদের বিরুদ্ধে লড়েছি ৷ কিন্তু, কংগ্রেস আমাকে সুরক্ষা দিতে পারেনি ৷ আমার সারা শরীরে আঘাত করা হয়েছে ৷ অস্ত্রোপচার হয়েছে ৷ কিন্তু, আমি কখনও মাথানত করিনি ৷"

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, মমতা সরাসরি অমর্ত্য সেনের বক্তব্যকে কোথাও হাতিয়ার করছেন না ৷ কিন্তু, সেই বক্তব্যের রেশ ধরেই নিজেকে একজন জাতীয়স্তরের জননেত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন ৷ সেই কারণেই মেঘালয়ে এসে তিনি বুঝিয়ে দিয়েছেন, নিজে বঙ্গসন্তান হলেও মেঘালয় তাঁর কতটা আপন ৷ তাই বারবার মেঘালয়ে আসার, মেঘালয়ের ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ৷ বার্তা দিয়েছেন, জীবনের প্রতি পদে আমজনতার পাশে থাকার ৷ এতে যদি আসন্ন নির্বাচনে মেঘালয়ে ঘাসফুল ফোটানো সম্ভব হয়, তাহলে তার চূড়ান্ত ডিভিডেন্ট চব্বিশের নির্বাচনে তুলতে পারবে তৃণমূল কংগ্রেস ৷

Last Updated : Jan 18, 2023, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.