লখনউ, 8 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নির্বাচনী মঞ্চ থেকে নাম না করে কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Attacks Congress) ৷ কংগ্রেস যে ভোটের সময় এলেই ময়দানে নামে, সেটাও কার্যত বুঝিয়ে দিলেন তিনি ৷ তবে তিনি বিষয়টি এমনভাবে উত্থাপন করেছেন, তাতে এক ব্র্যাকেটে কংগ্রেস ছাড়া আরও কয়েকটি দল চলে আসতে পারে ৷
কী বলেছেন মমতা ? তিনি মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউ (Mamata Banerjee at Lucknow) থেকে দাবি করেন, কোকিল যেমন বসন্তকালে আসে, তেমন অনেককে ভোটের সময় দেখা যায় ৷ এরা হল ভোটের কোকিল ৷ ভোটের সময় আসে, আর ভোট কেটে পালিয়ে যায় ৷
এখানেই না থেমে তিনি আরও দাবি করেন যে, যারা ভোট কাটতে আসে, তাদের কেউ সারা বছর দিল্লিতে থাকেন, কেউ আবার হায়দরাবাদে থাকেন ৷ সেই কারণে উত্তরপ্রদেশের মানুষের প্রতি তাঁর আহ্বান, কেউ যেন ভোট নষ্ট না করেন ৷ তিনি সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) সব ভোট দেওয়ার আবেদনও করেন ৷
আরও পড়ুন : Mamata Banerjee Attacks BJP : উত্তরপ্রদেশে হারলে দেশেও হারবে বিজেপি, লখনউতে বললেন মমতা
দিল্লির প্রসঙ্গ টেনে মমতা কংগ্রেস ও আম আদমি পার্টির কথা বলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ আর হায়দরাবাদের কথা বলে মমতা আসলে আসাদুদ্দিন ওয়েসির কথা বলেছেন হলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷
তাঁরা বলছেন, মমতা সকলের কথা বললেও আসল লক্ষ্য ছিল কংগ্রেস ৷ কারণ, দেশের নেতা কেমন হওয়া উচিত এই বিষয়ে বলতে গিয়ে মমতা গান্ধিজি, নেতাজি, রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে আনেন ৷ আবার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত লালবাহাদুর শাস্ত্রী ও চৌধুরি চরণ সিংয়ের উদাহরণ দেন ৷ কিন্তু তিনি একবারও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম করেননি ৷
আরও পড়ুন : Khela Hobe for Uttar Pradesh : উত্তরপ্রদেশে অখিলেশের জন্য মমতার মুখে ‘খেলা হবে’ স্লোগান