ETV Bharat / bharat

Mallikarjun Kharge: কংগ্রেস সভাপতি নির্বাচনে নতুন প্রার্থী হতে পারেন মল্লিকার্জুন, সরে দাঁড়ালেন দিগ্বিজয়

এবার কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge will join Cong Prez Poll race) ৷ অশোক গেহলতের পর সরে দাঁড়ালেন দিগ্বিজয় সিংও ৷ টানটান উত্তেজনা শেষ মুহূর্ত পর্যন্ত ৷

Congress President Poll
ETV Bharat
author img

By

Published : Sep 30, 2022, 10:51 AM IST

Updated : Sep 30, 2022, 12:09 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: আজই কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটে চলেছে ৷ বৃহস্পতিবার অবশ্য জল্পনার অবসান ঘটিয়ে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ৷ দীর্ঘ দু'দশকেরও বেশি সময় পরে দেশের সবচেয়ে প্রাচীন এই দলটির সভাপতি নির্বাচন হচ্ছে ৷ এই নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ, গান্ধি পরিবার এই সভাপতির দৌড়ে অংশ নিচ্ছে না ৷ রাহুল গান্ধির নেতৃত্বে এখন ভারত জোড়ো যাত্রা চলছে ৷ জানা গিয়েছে, নভেম্বরে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও তাঁর সঙ্গে এই যাত্রায় যোগ দেবেন ৷ আর সোনিয়া গান্ধি শারীরিক কারণে অনেক দিন ধরেই সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন (Senior Congress leader Mallikarjun Kharge is the latest candidate to join the Congress presidential contest) ৷

আরও পড়ুন: 'বিচারপতিদের দিয়ে আমরা যন্ত্রের মতো কাজ করাতে পারি না', মত আইনমন্ত্রীর

অশোক গেহলত সরে দাঁড়ানোর পর কংগ্রেসের সভাপতি নির্বাচনে নয়া মোড় ৷ জি-23 গ্রুপের সদস্য লোকসভা সাংসদ শশী থারুরের বিপরীতে প্রার্থী হতে পারেন সোনিয়া গান্ধির বিশ্বস্ত ও অনুগত প্রবীণ মল্লিকার্জুন খাড়গে ৷ সূত্রে জানা গিয়েছে, আজ তিনি মনোনয়নপত্র জমা দেবেন ৷ এদিকে দিল্লিতে হাজির হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ৷ তাঁরও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু সকালে তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা খাড়গের সঙ্গে দেখা করে তাঁর সিদ্ধান্ত বদল করেছেন বলে খবর ৷ অর্থাৎ তিনিও (Congress leader Digvijaya Singh) কংগ্রেস সভাপতির দৌড় থেকে সরে দাঁড়ালেন ৷

তিনি বলেন, "আমি সারা জীবন ধরে কংগ্রেসের জন্য কাজ করেছি ৷ এখনও করে চলেছি এবং করে যাব ৷ আমি তিনটি বিষয়ের সঙ্গে আপস করি না - দলিতদের আদিবাসী ও দুঃস্থদের পাশে থাকা, যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং কংগ্রেস ও নেহরু-গান্ধি পরিবারের প্রতি আমার দায়বদ্ধতা ৷"

আগামী 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আজ বেলা তিনটের মধ্যে শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গের সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে ৷ এদিকে কংগ্রেসের একটি সূত্র আবার বলছে, জি-23 দলের কোনও সদস্য কংগ্রেস সভাপতি নির্বাচনে অংশ নেবেন না ৷ তাই আজ বেলা তিনটে পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে ৷

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: আজই কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটে চলেছে ৷ বৃহস্পতিবার অবশ্য জল্পনার অবসান ঘটিয়ে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ৷ দীর্ঘ দু'দশকেরও বেশি সময় পরে দেশের সবচেয়ে প্রাচীন এই দলটির সভাপতি নির্বাচন হচ্ছে ৷ এই নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ, গান্ধি পরিবার এই সভাপতির দৌড়ে অংশ নিচ্ছে না ৷ রাহুল গান্ধির নেতৃত্বে এখন ভারত জোড়ো যাত্রা চলছে ৷ জানা গিয়েছে, নভেম্বরে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও তাঁর সঙ্গে এই যাত্রায় যোগ দেবেন ৷ আর সোনিয়া গান্ধি শারীরিক কারণে অনেক দিন ধরেই সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন (Senior Congress leader Mallikarjun Kharge is the latest candidate to join the Congress presidential contest) ৷

আরও পড়ুন: 'বিচারপতিদের দিয়ে আমরা যন্ত্রের মতো কাজ করাতে পারি না', মত আইনমন্ত্রীর

অশোক গেহলত সরে দাঁড়ানোর পর কংগ্রেসের সভাপতি নির্বাচনে নয়া মোড় ৷ জি-23 গ্রুপের সদস্য লোকসভা সাংসদ শশী থারুরের বিপরীতে প্রার্থী হতে পারেন সোনিয়া গান্ধির বিশ্বস্ত ও অনুগত প্রবীণ মল্লিকার্জুন খাড়গে ৷ সূত্রে জানা গিয়েছে, আজ তিনি মনোনয়নপত্র জমা দেবেন ৷ এদিকে দিল্লিতে হাজির হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ৷ তাঁরও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু সকালে তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা খাড়গের সঙ্গে দেখা করে তাঁর সিদ্ধান্ত বদল করেছেন বলে খবর ৷ অর্থাৎ তিনিও (Congress leader Digvijaya Singh) কংগ্রেস সভাপতির দৌড় থেকে সরে দাঁড়ালেন ৷

তিনি বলেন, "আমি সারা জীবন ধরে কংগ্রেসের জন্য কাজ করেছি ৷ এখনও করে চলেছি এবং করে যাব ৷ আমি তিনটি বিষয়ের সঙ্গে আপস করি না - দলিতদের আদিবাসী ও দুঃস্থদের পাশে থাকা, যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং কংগ্রেস ও নেহরু-গান্ধি পরিবারের প্রতি আমার দায়বদ্ধতা ৷"

আগামী 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আজ বেলা তিনটের মধ্যে শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গের সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে ৷ এদিকে কংগ্রেসের একটি সূত্র আবার বলছে, জি-23 দলের কোনও সদস্য কংগ্রেস সভাপতি নির্বাচনে অংশ নেবেন না ৷ তাই আজ বেলা তিনটে পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে ৷

Last Updated : Sep 30, 2022, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.