ETV Bharat / bharat

Cong Prez Polls: এক ব্যক্তি এক পদে মান্যতা, রাজ্যসভার বিরোধী দলনেতার পদ ছাড়লেন খাড়গে - Sonia Gandhi

শনিবার রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge resigns as LoP Rajya Sabha) ৷ দলের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷

Etv Bharat
রাজ্যসভার বিরোধী দলনেতার পদ ছাড়লেন খাড়গে
author img

By

Published : Oct 1, 2022, 6:23 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর: অশোক গেহলতের পরিবর্ত হিসেবে মনোনয়ন দাখিল করে বৃহস্পতিবারই কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে নাম লিখিয়েছিলেন ৷ আর শনিবার রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge resigns as LoP Rajya Sabha) ৷ দলের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷

চিঠিতে সনিয়াকে খাড়গে লেখেন, "অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় রাজ্যসভার বিরোধী দলনেতার পদে আমি ইস্তফাপত্র দাখিল করছি ৷" মাসকয়েক আগে উদয়পুর চিন্তন শিবিরে (Chintan Shivir) দলের 'এক ব্যক্তি এক পদ'-এর সিদ্ধান্তকে মান্যতা দিয়েই খাড়গের এই ইস্তফা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আগামী 17 অক্টোবর জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচন ৷ গান্ধি পরিবারের সমর্থন নিয়ে শশী থারুরের (Shashi Tharoor) বিরুদ্ধে লড়বেন আশি বছরের প্রবীণ খাড়গে ৷ আগেভাগেই দীপেন্দ্র হুডা, সলমন খুরশিদ-সহ প্রায় 30 জন কংগ্রেস নেতার সমর্থন পেয়ে সভাপতি পদে বসার ব্যাপারে কয়েকধাপ এগিয়েই রয়েছেন খাড়গে ৷

আরও পড়ুন: খাড়গেকেই সমর্থন চার জি-23 সদস্যের, ঘুরপথে দলের রাশ গান্ধিদের হাতেই ?

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংও খাড়গের প্রতি সমর্থনের হাত বাড়িয়েছেন ৷ যিনি নিজেও সভাপতি পদপ্রার্থী হিসেবে দৌড়ে ছিলেন ৷ প্রসঙ্গত, প্রাথমিকভাবে দলের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে ব্যাপকভাবে এগিয়ে থাকলেও রাজস্থানে রাজনৈতিক অস্থিরতার কারণে পরবর্তীতে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন অশোক গেহলত ৷

আগামী 19 সেপ্টেম্বর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের ফলপ্রকাশ ৷ সবমিলিয়ে 25 বছর পর গান্ধি পরিবারের বাইরের কোনও প্রতিনিধিকে দলের সভাপতি পেতে চলেছে জাতীয় কংগ্রেস ৷

নয়াদিল্লি, 1 অক্টোবর: অশোক গেহলতের পরিবর্ত হিসেবে মনোনয়ন দাখিল করে বৃহস্পতিবারই কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে নাম লিখিয়েছিলেন ৷ আর শনিবার রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge resigns as LoP Rajya Sabha) ৷ দলের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷

চিঠিতে সনিয়াকে খাড়গে লেখেন, "অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় রাজ্যসভার বিরোধী দলনেতার পদে আমি ইস্তফাপত্র দাখিল করছি ৷" মাসকয়েক আগে উদয়পুর চিন্তন শিবিরে (Chintan Shivir) দলের 'এক ব্যক্তি এক পদ'-এর সিদ্ধান্তকে মান্যতা দিয়েই খাড়গের এই ইস্তফা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আগামী 17 অক্টোবর জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচন ৷ গান্ধি পরিবারের সমর্থন নিয়ে শশী থারুরের (Shashi Tharoor) বিরুদ্ধে লড়বেন আশি বছরের প্রবীণ খাড়গে ৷ আগেভাগেই দীপেন্দ্র হুডা, সলমন খুরশিদ-সহ প্রায় 30 জন কংগ্রেস নেতার সমর্থন পেয়ে সভাপতি পদে বসার ব্যাপারে কয়েকধাপ এগিয়েই রয়েছেন খাড়গে ৷

আরও পড়ুন: খাড়গেকেই সমর্থন চার জি-23 সদস্যের, ঘুরপথে দলের রাশ গান্ধিদের হাতেই ?

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংও খাড়গের প্রতি সমর্থনের হাত বাড়িয়েছেন ৷ যিনি নিজেও সভাপতি পদপ্রার্থী হিসেবে দৌড়ে ছিলেন ৷ প্রসঙ্গত, প্রাথমিকভাবে দলের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে ব্যাপকভাবে এগিয়ে থাকলেও রাজস্থানে রাজনৈতিক অস্থিরতার কারণে পরবর্তীতে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন অশোক গেহলত ৷

আগামী 19 সেপ্টেম্বর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের ফলপ্রকাশ ৷ সবমিলিয়ে 25 বছর পর গান্ধি পরিবারের বাইরের কোনও প্রতিনিধিকে দলের সভাপতি পেতে চলেছে জাতীয় কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.