ETV Bharat / bharat

সাসপেন্ড হওয়া সাংসদদের মিছিল! 'উপরাষ্ট্রপতি সংসদে জাতপাত বিভেদ এনেছেন', বললেন খাড়গে - উপরাষ্ট্রপতি সংসদে জাতপাত বিভেদ এনেছেন

Opposition India Block protests against MP suspension: পথে নামলেন অশীতিপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী সাংসদরা ৷ এই সপ্তাহে 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ তিনি উপরাষ্ট্রপতির বিরুদ্ধে জাতপাত ভেদাভেদের অভিযোগ করেন ৷

ETV Bharat
বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল
author img

By PTI

Published : Dec 21, 2023, 2:29 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: সংসদে জাতপাতের ভেদাভেদ এনেছেন স্বয়ং উপরাষ্ট্রপতি, অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বৃহস্পতিবার সকালে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদরা নয়া সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন অশীতিপর কংগ্রেস নেতা খাড়গে ৷ সেখানে তিনি সাংবাদিকদের কাছে বলেন, "সংসদে জাতপাতের বৈষম্য এনেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷"

মঙ্গলবার সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ব্যঙ্গ করে দেখাচ্ছিলেন ৷ জানা গিয়েছে, তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করছিলেন ৷ তাঁর মিমিক্রি দেখতে সেখানে সাসপেন্ড হওয়া সাংসদদের ভিড় জমে যায় ৷ সেই ঘটনায় জাতিভেদের প্রসঙ্গ তোলেন ধনকড় ৷ উপরাষ্ট্রপতি এই মিমিক্রির তীব্র সমালোচনা করেন ৷ তাঁর অভিযোগ, এই মিমিক্রিতে কৃষি পরিবার এবং জাটদের অপমান করা হয়েছে ৷ জগদীপ ধনকড় নিজেও কৃষক পরিবারের সন্তান ৷ এ নিয়ে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি ৷

13 ডিসেম্বর সংসদে হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে চান বিরোধী সাংসদরা ৷ এই দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা ৷ সোমবার থেকে একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ এখনও পর্যন্ত সব মিলিয়ে 143 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন ৷ এর প্রতিবাদেই বৃহস্পতিবার সকালে সাসপেন্ড হওয়া সাংসদরা নয়া সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন ৷

  • VIDEO | "He (Union Home minister Amit Shah) should come and speak in the House (Lok Sabha, Rajya Sabha) first, instead he was speaking outside. This is really condemnable. We are repeatedly requesting the Lok Sabha Speaker and Rajya Sabha Chairman to allow us to speak and we will… pic.twitter.com/tunN0I1TzF

    — Press Trust of India (@PTI_News) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলির সাংসদদের অভিযোগ, লোকসভায় নিরাপত্তা ভঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদের বাইরে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ৷ এদিকে লোকসভা কক্ষে এ নিয়ে তাঁরা কিছু বলেননি ৷ প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা লোকসভায় নিরাপত্ত ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম ৷ কে এই ঘটনার জন্য দায়ী তা নিয়ে কথা বলতে চেয়েছিলাম ৷ বিরোধীরা এই ইস্যুতে আলোচনা চাইলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবিষয়ে কোনও কথা বলেননি ৷ তবে প্রধানমন্ত্রী অন্য জায়গায় কথা বলেছেন ৷"

মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, শুক্রবার 'ইন্ডিয়া' জোটের সাংসদরা সাসপেন্ড হওয়ার প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ করবেন ৷ এছাড়া বিজেপি সরকারের এই অনৈতিক ও অবৈধ আচরণের বিরুদ্ধে দেশজুড়ে জেলার সদর কার্যালয়গুলিতেও প্রতিবাদে বসবেন নেতা, কর্মীরা ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার চায় না সংসদে কাজকর্ম হোক ৷

আরও পড়ুন:

  1. সংসদ হামলায় গ্রেফতার মনোরঞ্জনের বন্ধু! অমল-নীলম-সাগর-ললিতদের একসঙ্গে মুখোমুখি জেরা
  2. শহিদ ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত সাগর-মনোরঞ্জন! সেন্ট্রাল অ্যাসেম্বলি হামলার অনুকরণ লোকসভায়
  3. কলকাতায় ললিত ঝায়ের ভাড়া বাড়িতে অভিযান দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের 3 আধিকারিকের, খোঁজ নীলাক্ষরও

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: সংসদে জাতপাতের ভেদাভেদ এনেছেন স্বয়ং উপরাষ্ট্রপতি, অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বৃহস্পতিবার সকালে সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদরা নয়া সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন অশীতিপর কংগ্রেস নেতা খাড়গে ৷ সেখানে তিনি সাংবাদিকদের কাছে বলেন, "সংসদে জাতপাতের বৈষম্য এনেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷"

মঙ্গলবার সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ব্যঙ্গ করে দেখাচ্ছিলেন ৷ জানা গিয়েছে, তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করছিলেন ৷ তাঁর মিমিক্রি দেখতে সেখানে সাসপেন্ড হওয়া সাংসদদের ভিড় জমে যায় ৷ সেই ঘটনায় জাতিভেদের প্রসঙ্গ তোলেন ধনকড় ৷ উপরাষ্ট্রপতি এই মিমিক্রির তীব্র সমালোচনা করেন ৷ তাঁর অভিযোগ, এই মিমিক্রিতে কৃষি পরিবার এবং জাটদের অপমান করা হয়েছে ৷ জগদীপ ধনকড় নিজেও কৃষক পরিবারের সন্তান ৷ এ নিয়ে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি ৷

13 ডিসেম্বর সংসদে হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে চান বিরোধী সাংসদরা ৷ এই দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা ৷ সোমবার থেকে একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হয় ৷ এখনও পর্যন্ত সব মিলিয়ে 143 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন ৷ এর প্রতিবাদেই বৃহস্পতিবার সকালে সাসপেন্ড হওয়া সাংসদরা নয়া সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন ৷

  • VIDEO | "He (Union Home minister Amit Shah) should come and speak in the House (Lok Sabha, Rajya Sabha) first, instead he was speaking outside. This is really condemnable. We are repeatedly requesting the Lok Sabha Speaker and Rajya Sabha Chairman to allow us to speak and we will… pic.twitter.com/tunN0I1TzF

    — Press Trust of India (@PTI_News) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলির সাংসদদের অভিযোগ, লোকসভায় নিরাপত্তা ভঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদের বাইরে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ৷ এদিকে লোকসভা কক্ষে এ নিয়ে তাঁরা কিছু বলেননি ৷ প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা লোকসভায় নিরাপত্ত ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম ৷ কে এই ঘটনার জন্য দায়ী তা নিয়ে কথা বলতে চেয়েছিলাম ৷ বিরোধীরা এই ইস্যুতে আলোচনা চাইলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবিষয়ে কোনও কথা বলেননি ৷ তবে প্রধানমন্ত্রী অন্য জায়গায় কথা বলেছেন ৷"

মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, শুক্রবার 'ইন্ডিয়া' জোটের সাংসদরা সাসপেন্ড হওয়ার প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ করবেন ৷ এছাড়া বিজেপি সরকারের এই অনৈতিক ও অবৈধ আচরণের বিরুদ্ধে দেশজুড়ে জেলার সদর কার্যালয়গুলিতেও প্রতিবাদে বসবেন নেতা, কর্মীরা ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার চায় না সংসদে কাজকর্ম হোক ৷

আরও পড়ুন:

  1. সংসদ হামলায় গ্রেফতার মনোরঞ্জনের বন্ধু! অমল-নীলম-সাগর-ললিতদের একসঙ্গে মুখোমুখি জেরা
  2. শহিদ ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত সাগর-মনোরঞ্জন! সেন্ট্রাল অ্যাসেম্বলি হামলার অনুকরণ লোকসভায়
  3. কলকাতায় ললিত ঝায়ের ভাড়া বাড়িতে অভিযান দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের 3 আধিকারিকের, খোঁজ নীলাক্ষরও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.