ওয়াশিংটন, 2 মার্চ : মেক ইন ইন্ডিয়া ক্য়ম্পেনের মাধ্য়মে ভারতের সঙ্গে বাণিজ্য়ে সমস্য়া হচ্ছে আমেরিকার। এ-বিষয়ে বাইডেন প্রশাসনের তরফে একটি রিপোর্ট ইউ এস কংগ্রেসে জমা করা হয়েছে। সেখানেই এই তথ্য় জানানো হয়েছে। 2021 সালের বাণিজ্য় পলিসি এবং 2020 সালের বার্ষিক রিপোর্ট পেশের সময় জানানো হয়েছে, মেক ইন ইন্ডিয়ার জন্য় দুই দেশের মধ্য়ে বাণিজ্য় সংক্রান্ত যে সমস্য়া দেখা দিয়েছে তা দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।
ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউ এস কংগ্রেসে জানিয়েছে, "ভারত বড় এবং আমেরিকার জন্য় একটি উপযুক্ত বাজার। আমেরিকা থেকে প্রচুর পণ্য় বারতে পাঠানো হত। এবং দুই দেশের বাণিজ্য় সম্পর্ক সুদৃঢ় রাখতে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ইদানিং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কারণে দু দেশের বাণিজ্য়ের মধ্য়ে প্রভাব পড়েছে।"
আরও পড়ুন- বাক-স্বাধীনতার পক্ষে সওয়াল আমেরিকার
2019 সালের 5 জুন জেনারেলাইজ সিস্টেম অফ পার্ফমেন্স থেকে ভারতকে বাদ দেয় আমেরিকা। ফলে জিএসপি মার্কেটের অ্য়াকসেস থেকে বেরিয়ে যেতে বাধ্য় হয় ভারত। জিএসপি সুবিধা পাওয়া থেকে বেরিয়ে গেলেও 2019 সালের শেষ দিক থেকে বেশ কিছু ক্ষেত্রে দুই দেশের মধ্য়ে বাণিজ্য় সম্পর্ক নিবিড় হয়। যা প্রায় 2020 সাল পর্যন্ত ছিল।
কংগ্রেসে আরও বলা হয়েছে, 2020 সাল থেকে আমেরিকার সাথে বেশ কিছু বিষয় নিয়ে সমান্তরালভাবে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে ভারতের সঙ্গে বাণিজ্য়িক সম্পর্ক উন্নতি হয়। পাশাপাশি ডিজিট্য়াল মাধ্য়মে ও ই-কমার্স ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করতেও দুই দেশের মধ্য়ে বেস কয়েকবার আলোচনা হয়।"
ইউএসটিআর জানিয়েছে, গত বছর জুলাইয়ে ল্য়াকটোজ এবং ডবলুপিসি একটি বড় সিপমেন্ট আমেরিকা থেকে রফতানি বন্ধ করে ভারত। ওই সিপমেন্টটি গত বছরের এপ্রিল থেকে বুক করে রেখেছিল। পরে সেই পণ্য় সামগ্রী রফতানির জন্য় ডেয়ারি সার্টিফিকেট দেওয়ার জন্য় চাপ দিতে থাকে ভারত। পরে তা না পেয়ে সেই সিপমেন্ট ক্য়ানসেল করে দেয় ভারত।