ETV Bharat / bharat

Major Train Accidents: দুর্ঘটনার কবলে হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস, ফিরে দেখা অতীতের ভয়াবহ স্মৃতি - জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা

শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস। শুরু হয়েছে উদ্ধারকাজ । মৃতের সংখ্যা কত, তা এখনও জানা যায়নি । তবে এইদিনের দুর্ঘটনা আরও একবার উসকে দিয়েছে ভারতের রেল ইতিহাসে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মৃতি ।

Major train accidents
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
author img

By

Published : Jun 2, 2023, 9:21 PM IST

Updated : Jun 2, 2023, 10:09 PM IST

বালাসোর, 2 জুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বাহাঙ্গা স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী গাড়িতে ধাক্কা চেন্নাইগামী এই এক্সপ্রেসের । দুমড়ে-মুচড়ে গিয়েছে এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা । প্রথম তিনটি কামরা ছাড়া সবকটি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। ঘটনার ভয়াবহতায় মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে । ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল । চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর । জানা গিয়েছে, শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুরে ছেড়েছিল 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রশ্ন উঠেছে রেল গাফিলতি নিয়েও । একই সময়ে একই লাইনে দুটি গাড়ি কি করে চলে আসে তা নিয়ে উঠছে প্রশ্ন । এর আগেও এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল । ফিরে দেখা সেই সব ট্রেন দুর্ঘটনাগুলি ।

1. জুন 6, 1981 - বিহার রেল দুর্ঘটনা - বিহারের সহরসার কাছে বাঘমতি নদীতে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আনুমানিক 500 থেকে 800 জন যাত্রী । এটি ভারতে তথা বিশ্বের সবচেয়ে ভয়নাক ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে একটি। এই দিন প্রচন্ড বৃষ্টির কারণে ট্রেনের চালক এমনিতেই পরিষ্কার দেখতে পারছিলেন না । জানা গিয়েছিল, ব্রীজের উপর একটি মহিষ চলে আসায় আচমকাই ব্রেক মারতে ট্রেনটি নদীতে পড়ে যায়।

Major train accidents
বিহার রেল দুর্ঘটনা

2. অগস্ট 20, 1995- ফিরোজাবাদ রেল দুর্ঘটনা - উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাছে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসে ধাক্কা মারে । এই দুর্ঘটনায় প্রায় 350 জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন । জানা গিয়েছিল, লাইনে ত্রুটির কারণে দাঁড়িয়েছিল কালিন্দী এক্সপ্রেস । অন্যদিকে, পুরুষোত্তম এক্সপ্রেসকে সেই লাইনে ঢোকার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল কন্ট্রোল রুম থেকে । দ্রুত গতিতে আসা পুরুষোত্তম এক্সপ্রেস এরপরেই ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসে ।

3. অগস্ট 2, 1999- আওয়াধ-আসাম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল-এর সংঘর্ষ -উত্তর সীমান্ত রেলওয়ে কাটিহার বিভাগের গাইসালে আওয়াধ-আসাম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেইলের সংঘর্ষে 268 জন নিহত এবং 359 জন আহত হয়েছিলেন। ব্রহ্মপুত্র মেইল ভারতীয় সেনা ও সার্ভিসম্যানদের নিয়ে আসাম থেকে সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছিল । অন্যদিকে, আওয়াধ-আসাম এক্সপ্রেস পাড়ি দিয়েছিল গুয়াহাটির উদ্দেশ্যে । ট্রেনটি গুয়াহাটির কাছে গইসল স্টেশনে দাঁড়িয়ে ছিল । অন্যদিকে সিগনালিংয়ের সমস্যার কারণে একই লাইনে চলে আসে ব্রহ্মপুত্র মেইল । দুর্ঘটনার ভয়াবহতা এমনই ছিল যে আওয়াধ-আসাম ট্রেনের ইঞ্জিনটি অনেক দূরে ছিটকে পড়েছিল । এমনকি দুটি ট্রেনের যাত্রীরা লোকালয় থেকে অনেক দূরে ছিটকে পড়েছিলেন ।

Major train accidents
আওয়াধ-আসাম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল-এর সংঘর্ষ

প্রশ্ন উঠেছে রেল গাফিলতি নিয়েও । একই সময়ে একই লাইনে দুটি গাড়ি কি করে চলে আসে তা নিয়ে উঠছে প্রশ্ন । এর আগেও এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ।

4. নভেম্বর 26, 1998 - খান্না রেল দুর্ঘটনা - পাঞ্জাবের খান্নাতে জম্মু তাওয়াই-শিয়ালদহ এক্সপ্রেস অমৃতসরগামী ফ্রন্টিয়ার গোল্ডেন টেম্পল মেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে 212 জন যাত্রী ।

5. মে 28, 2010- জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা - রাত 1.30 নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি এবং সারডিহার মধ্যে লাইনচ্যুত হয় মুম্বইগামী হাওড়া কুরলা লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেসটি । কমপক্ষে 170 জন প্রাণ হারিয়েছিলেন এই দুর্ঘটনায় ।

Major train accidents
জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা

6. সেপ্টেম্বর 9, 2002 - হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস - রাত 10:40 টায় হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস গয়া এবং দেহরি-অন-সোন স্টেশনের মধ্যে রফিগঞ্জ স্টেশনের কাছে লাইনচ্যুত হয় । যার ফলে 140 জনেরও বেশি মানুষ মারা যায় এই দুর্ঘটনায়। জানা গিয়েছিল,ভারী বৃষ্টির কারণে ট্র্যাকে ফাটল দেখা দিয়েছিল এবং ট্র্যাক পুরনো ছিল । 100 কিমি গতিতে আসা রাজধানী লাইনচ্যুত হওয়ার কারণ ছিল এটাই।

7. ডিসেম্বর 23, 1964- পাম্বান ধনুষ্কোডি ট্রেন দুর্ঘটনা- রামেশ্বরম ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাম্বান-ধনুসকোডি যাত্রীবাহী ট্রেন । 150 জন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ।

আরও পড়ুন: দুর্ঘটনাগ্রস্ত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, লাইনচ্যুত একাধিক বগি

বালাসোর, 2 জুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বাহাঙ্গা স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী গাড়িতে ধাক্কা চেন্নাইগামী এই এক্সপ্রেসের । দুমড়ে-মুচড়ে গিয়েছে এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা । প্রথম তিনটি কামরা ছাড়া সবকটি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। ঘটনার ভয়াবহতায় মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে । ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল । চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর । জানা গিয়েছে, শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুরে ছেড়েছিল 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রশ্ন উঠেছে রেল গাফিলতি নিয়েও । একই সময়ে একই লাইনে দুটি গাড়ি কি করে চলে আসে তা নিয়ে উঠছে প্রশ্ন । এর আগেও এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল । ফিরে দেখা সেই সব ট্রেন দুর্ঘটনাগুলি ।

1. জুন 6, 1981 - বিহার রেল দুর্ঘটনা - বিহারের সহরসার কাছে বাঘমতি নদীতে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আনুমানিক 500 থেকে 800 জন যাত্রী । এটি ভারতে তথা বিশ্বের সবচেয়ে ভয়নাক ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে একটি। এই দিন প্রচন্ড বৃষ্টির কারণে ট্রেনের চালক এমনিতেই পরিষ্কার দেখতে পারছিলেন না । জানা গিয়েছিল, ব্রীজের উপর একটি মহিষ চলে আসায় আচমকাই ব্রেক মারতে ট্রেনটি নদীতে পড়ে যায়।

Major train accidents
বিহার রেল দুর্ঘটনা

2. অগস্ট 20, 1995- ফিরোজাবাদ রেল দুর্ঘটনা - উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাছে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসে ধাক্কা মারে । এই দুর্ঘটনায় প্রায় 350 জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন । জানা গিয়েছিল, লাইনে ত্রুটির কারণে দাঁড়িয়েছিল কালিন্দী এক্সপ্রেস । অন্যদিকে, পুরুষোত্তম এক্সপ্রেসকে সেই লাইনে ঢোকার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল কন্ট্রোল রুম থেকে । দ্রুত গতিতে আসা পুরুষোত্তম এক্সপ্রেস এরপরেই ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসে ।

3. অগস্ট 2, 1999- আওয়াধ-আসাম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল-এর সংঘর্ষ -উত্তর সীমান্ত রেলওয়ে কাটিহার বিভাগের গাইসালে আওয়াধ-আসাম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেইলের সংঘর্ষে 268 জন নিহত এবং 359 জন আহত হয়েছিলেন। ব্রহ্মপুত্র মেইল ভারতীয় সেনা ও সার্ভিসম্যানদের নিয়ে আসাম থেকে সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছিল । অন্যদিকে, আওয়াধ-আসাম এক্সপ্রেস পাড়ি দিয়েছিল গুয়াহাটির উদ্দেশ্যে । ট্রেনটি গুয়াহাটির কাছে গইসল স্টেশনে দাঁড়িয়ে ছিল । অন্যদিকে সিগনালিংয়ের সমস্যার কারণে একই লাইনে চলে আসে ব্রহ্মপুত্র মেইল । দুর্ঘটনার ভয়াবহতা এমনই ছিল যে আওয়াধ-আসাম ট্রেনের ইঞ্জিনটি অনেক দূরে ছিটকে পড়েছিল । এমনকি দুটি ট্রেনের যাত্রীরা লোকালয় থেকে অনেক দূরে ছিটকে পড়েছিলেন ।

Major train accidents
আওয়াধ-আসাম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল-এর সংঘর্ষ

প্রশ্ন উঠেছে রেল গাফিলতি নিয়েও । একই সময়ে একই লাইনে দুটি গাড়ি কি করে চলে আসে তা নিয়ে উঠছে প্রশ্ন । এর আগেও এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ।

4. নভেম্বর 26, 1998 - খান্না রেল দুর্ঘটনা - পাঞ্জাবের খান্নাতে জম্মু তাওয়াই-শিয়ালদহ এক্সপ্রেস অমৃতসরগামী ফ্রন্টিয়ার গোল্ডেন টেম্পল মেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে 212 জন যাত্রী ।

5. মে 28, 2010- জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা - রাত 1.30 নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি এবং সারডিহার মধ্যে লাইনচ্যুত হয় মুম্বইগামী হাওড়া কুরলা লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেসটি । কমপক্ষে 170 জন প্রাণ হারিয়েছিলেন এই দুর্ঘটনায় ।

Major train accidents
জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা

6. সেপ্টেম্বর 9, 2002 - হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস - রাত 10:40 টায় হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস গয়া এবং দেহরি-অন-সোন স্টেশনের মধ্যে রফিগঞ্জ স্টেশনের কাছে লাইনচ্যুত হয় । যার ফলে 140 জনেরও বেশি মানুষ মারা যায় এই দুর্ঘটনায়। জানা গিয়েছিল,ভারী বৃষ্টির কারণে ট্র্যাকে ফাটল দেখা দিয়েছিল এবং ট্র্যাক পুরনো ছিল । 100 কিমি গতিতে আসা রাজধানী লাইনচ্যুত হওয়ার কারণ ছিল এটাই।

7. ডিসেম্বর 23, 1964- পাম্বান ধনুষ্কোডি ট্রেন দুর্ঘটনা- রামেশ্বরম ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাম্বান-ধনুসকোডি যাত্রীবাহী ট্রেন । 150 জন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ।

আরও পড়ুন: দুর্ঘটনাগ্রস্ত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, লাইনচ্যুত একাধিক বগি

Last Updated : Jun 2, 2023, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.